সাধারণ বিজ্ঞান GK Question Answer Part - 5

 General Science MCQ GK Question Answer In Bengali

science gk

Competitive Exam এর জন্য GK Question and Answer. প্রতিটি প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমরা নতুন নতুন জিকে প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে এসেছি। 


Science GK Question Answer


.বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হল

(a) সিক্রেটিন 

(b) রেনিন 

(c) গ্যাস্ট্রিন 

(d) ভিলিকাইনিন

 উত্তর: রেনিন

 

.4π রোধযুক্ত তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত

(a) 4 ভোল্ট

(b) 2 ভোল্ট

(c) 8 ভোল্ট

(d) 0.5 ভোল্ট

উত্তর: 8 ভোল্ট

 

. বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয়?

(a) তাপমাত্রা 

(b) আদ্রতা 

(c) ঘনত্ব

(d) চাপ

উত্তর: চাপ

 

. মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হল-

(a) কর্ণ

(b) চক্ষু

(c) নাসিকা

(d) মস্তিষ্ক

উত্তর: কর্ণ

 

. বৈদ্যুতিক মেইন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু এর উপাদান হলো-

 (a) টিন সীসা 

(b) টিন তামা 

(c) তামা দস্তা 

(d) টিন দস্তা 

উত্তর: টিন সীসা 

 

. কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন

(a) প্রোটিন জাতীয় 

(b) স্নেহ জাতীয় 

(c) শ্বেতসার জাতীয়

(d) গ্লুকোজ

উত্তর: প্রোটিন জাতীয়

 

. ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইড এর সাথে কার বিক্রিয়ায় 

(a) ক্লোরোফর্ম 

(b) বেঞ্জিন 

(c) ফেনল 

(d) ন্যাপথলিন 

উত্তর: বেঞ্জিন

 

. নিচের কোনটি একক শর্করা

(a) ল্যাকটোজ

(b) গ্যালাকটোজ

(c) মলটোজ 

(d) সুক্রোজ

উত্তর:: ল্যাকটোজ

 

. একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হল-

(a) ব্যাঙের ছাতা 

(b) সূর্যশিশির 

(c) ধান

(d) স্বর্ণলতা

উত্তর: স্বর্ণলতা

 

১০. কোন একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায়, তাহলে বায়ুতে শব্দের বেগ-

 (a):বৃদ্ধি পায়

(b) হ্রাস পায় 

(c) অপরিবর্তিত থাকে 

(d) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়

উত্তর: প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়

 

১১. যে যন্ত্রের ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হল-

 (a) ডায়নামো

(b) জেনারেটর

(c) মোটর

(d) স্পিড গভর্নর

উত্তর: ডায়নামো

 

১২. নিম্নোক্ত কোন রোগটি মশার কামড়ে হয় না

(a) এনকেফেলাইটিস

(b) বার্ডস ফ্লু 

(c) ম্যালেরিয়া

(d) ডেঙ্গু

উত্তর: বার্ডস ফ্লু

  

১৩. কোন লবণটি জলে ব্যতিক্রান্ত রাবতা দেখায়?

(a) KNO3

(b) NaCI

(c) FeSO4 7H2O

(d) NH4CI

উত্তর: KNO3

 

১৪. কোন প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়?

 (a) প্রজাপতি

(b) মৌমাছি

(c) আরশোলা

(d) মশা

উত্তর: প্রজাপতি

 

১৫একটি বস্তু কণা r ব্যাসর্ধযুক্ত বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে আসে বস্তুর সরণ-

(a) r

(b) 2r

(c) 0

(d) 2πr

উত্তর: 0

 

১৬. একটি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিবেদতলে ঘন মাধ্যমে সংকট কোণে আপর্তিত হয়। তাহলে প্রতিসৃত কোণের মান কত?

(a) 0°

(b) 45°

(c) 90°

(d) 60°

উত্তর: 90°

 

১৭. ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি বিদ্যুৎ উৎপাদন করে -

(a) অ্যানথ্রাসাইট

(b) লিগনাইট

(c) কয়লা

(d) গ্রাফাইট

উত্তর: লিগনাইট

 

১৮. নিচের কোন মৌলের প্রকৃতিজাত   কোন আইসোটোপ নেই?

 (a) অক্সিজেন 

(b) ক্লোরিন 

(c) টিন

(d) সোডিয়াম 

উত্তর: টিন

 

১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার

(a) ঢেঁকি

(b) মানুষের চোয়াল 

(c) হাতে টানা গাড়ি 

(d) সাধারণ তুলা যন্ত্র

উত্তর: মানুষের চোয়াল

 

২০. একটি উত্তল লেন্সের দ্বারা কোন বস্তুর সমান মাপের সদ প্রতিবিম্ব হওয়ার জন্য বস্তুটিকে রাখতে হবে লেন্সের-

 (a) ফোকাসে 

(b) ফোকাসে বাইরে 

(c) দ্বিগুণ ফোকাস দূরত্বে

(d) অসীমে

উত্তর: দ্বিগুণ ফোকাস দূরত্বে

 

Post a Comment

0 Comments