মৌলিক অধিকার | ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর | Indian Constitution

 Fundamental Rights | Indian Constitution GK In Bengali 

GK

Indian Constitution Fundamental Rights GK Question Answer In Bengali. আমরা ভারতের সংবিধান chapter wise MCQ Question Answer দেওয়া শুরু করেছি। Indian Constitution এর সব কটি চ্যাপ্টারের ুপর থেকে আমরা যত প্রকার প্রশ্নোত্তর হয়, আপনাদের জন্য সকল প্রশ্ন ও উত্তর আমরা দিয়ে দিব।


Constitution Question Answer


.কোন বিচারালয় মৌলিক অধিকার গুলি কে কার্যকর করার ক্ষমতা প্রাপ্ত?

(a) সুপ্রিম কোর্ট

(b) হাইকোর্ট

(c) জেলা আদালত

(d) a b উভয়ই

 উত্তর: a b উভয়ই

 

. ভারতীয় সংবিধানের কোন ধারায় যেকোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে?

 (a) 14 নং ধারা

(b) 44  নং ধারা

(c) 17  নং ধারা

(d) 19  নং ধারা

 উত্তর:  17  নং ধারা

 

. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়

(a) ধর্মীয় স্বাধীনতার অধিকার 

(b) সমতার অধিকার 

(c) ধর্মঘট করার অধিকার 

(d) শোষণের বিরুদ্ধে অধিকার

 উত্তর:  ধর্মঘট করার অধিকার

 

. ভারতীয় সংবিধানের কত নং পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে?

(a) পার্ট-III

(b) পার্ট-IV

(c) পার্ট-V

(d) পার্ট-VII

 উত্তর: পার্ট-III

 

. বর্তমানে ভারতীয় সংবিধানভুক্ত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?

(a) 5

(b) 6

(c) 7

(d) 8

 উত্তর:  6

 

.ভারতীয় সংবিধানে বর্ণিত 'শোষণের বিরুদ্ধে অধিকার'- এর দ্বারা মূলত তাদের অধিকার রক্ষিত হয়?

(a) শ্রমিক

(b) শিশু 

(c) সরকারি কর্মচারী 

(d) আইন সভার সদস্য

 উত্তর: শিশু 

 

. মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন-

 (a) প্রধানমন্ত্রী 

(b) সংসদে অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি

(c) সর্বোচ্চ আদালতের সুপারিশ সাপেক্ষে রাষ্ট্রপতি

(d) মন্ত্রিসভার অনুমোদনসাপেক্ষে রাষ্ট্রপতি

 উত্তর:  মন্ত্রিসভার অনুমোদনসাপেক্ষে রাষ্ট্রপতি

 

. ভারতীয় সংবিধানের 25 নং ধারায় বর্ণিত আছে-

(a) সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার

(b)ধর্মীয় স্বাধীনতার অধিকার 

(c) শোষণের বিরুদ্ধে অধিকার 

(d) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার উপর নিষেধাজ্ঞা 

 উত্তর: ধর্মীয় স্বাধীনতার অধিকার

 

. নিম্নলিখিত কোন লেখটি একটি ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা প্রদান করে?

(a) ম্যান্ডামাস 

(b) হেবিয়াস কর্পাস

(c) সার্টিওয়ারি 

(d) কুয়ো-ওয়ারান্টো

 উত্তর:  হেবিয়াস কর্পাস

 

১০. কোন মৌলিক অধিকারকে বি.আর. আম্বেদকর সংবিধানের প্রাণ আত্মা রূপে বর্ণনা করেছেন?

(a) ধর্মের অধিকার 

(b) সম্পত্তির অধিকার 

(c) সাম্যের অধিকার 

(d) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 

 উত্তর: সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

 

১১. কোন দেশের সংবিধানকে অনুসরণ করে আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি গৃহীত হয়েছে

(a) ব্রিটেন

(b) আমেরিকা 

(c) চীন 

(d) ফ্রান্স

 উত্তর: ব্রিটেন

 

১২. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়?

(a) 40 তম

(b) 41 তম

(c) 42 তম

(d) 44 তম

 উত্তর: 44 তম

 

১৩. সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছে?

(a) 300(A)

(b) 300 (B)

(c) 330

(d) 301

 উত্তর: 300(A)

 

১৪. আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?

 (a) কানাডা

(b) মার্কিন যুক্তরাষ্ট্র 

(c) রাশিয়া 

(d) আয়ারল্যান্ড

 উত্তর:  মার্কিন যুক্তরাষ্ট্র

 

১৫. বর্তমানে সম্পত্তির অধিকার হল একটি-

(a) মৌলিক অধিকার 

(b) নির্দেশমূলক অধিকার

(c) সাধারণ আইন অধিকার

(d) সামাজিক অধিকার

 উত্তর: সাধারণ আইন অধিকার

 

১৬. কর্মের অধিকার বর্তমানে কি ধরনের অধিকারের অন্তর্ভুক্ত?

 (a) সামাজিক অধিকার

(b) রাজনৈতিক অধিকার

(c) মূল্যবোধের অধিকার

(d) অর্থনৈতিক অধিকার

 উত্তর: অর্থনৈতিক অধিকার

 

১৭. কোন লেখ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলি কি বাধ্যতামূলক করা হয়

(a) ম্যান্ডামাস 

(b) প্রোহিবিশন 

(c) কুয়ো-ওয়ারান্টো

(d) হেবিয়াস কর্পাস

 উত্তর: হেবিয়াস কর্পাস

 

১৮. কত নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকারসমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে?

(a) 126

(b) 226

(c) 326

(d) 426

 উত্তর: 226

 

১৯. কত সালে ভারতীয় সংসদে সর্বপ্রথম 'নিবর্তনমূলক আটক আইন' পাশ হয়?

(a) 1947

(b) 1948

(c) 1949

(d) 1950

 উত্তর: 1950

 

২০. গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট প্রদেয় রায় পরবর্তী কোন মামলায় বাতিল বলে ঘোষিত হয়?

 (a) মিনার্ভা মিলস মামলা

(b) মানেকা গান্ধী মামলা 

(c) বেরুবাড়ী মামলা

(d) কেশবানন্দ ভারতী মামলা

 উত্তর: কেশবানন্দ ভারতী মামলা


Post a Comment

0 Comments