Science Question and Answer In Bengali Part - 3

 Science MCQ GK Question Answer In Bengali

Science GK
Science GK for Competitive Exam


সাধারণ  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পার্ট ৩ তে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এমন কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো। Competitive Exam এর জন্য এই Science GK Question Answer গুলি অনেকটা সাহায্য করবে।নিচে General Science GK Question Answer গুলি দেওয়া হয়েছে। 


General Science GK In Bengali


. তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটারে কে করেছিলেন?

(a) হাওয়ার্ড একেন

(b) চার্লস ব্যাবেজ 

(c) কনরাড জেডর্স 

(d) ব্লেই পাসকেল

 উত্তর: হাওয়ার্ড একেন

 

. কম্পিউটারের হার্ডওয়্যার এর মধ্যে কয়টি প্রধান অংশ থাকে?

(a) 3 টি

(b) 5 টি 

(c) 4 টি

(d) 6 টি

 উত্তর:  5 টি 

 

. আধুনিক কম্পিউটারের সূত্রপাত হিসেবে কোন সালকে চিহ্নিত করা যায়?

(a) 1950 সাল

(b) 1951 সাল

(c) 1952 সাল

(d) 1953 সাল

 উত্তর:  1950 সাল

 

. -কমার্স- ভারতের স্থান বিশ্বে কত?

(a) 13 তম

(b) 14 তম

(c) 17 তম

(d) 15 তম

 উত্তর:  17 তম

 

. ভারতের সফটওয়্যার সংস্থা আছে  মোটামুটি কতটি?

(a) 600 টি

(b) 700 টি

(c) 800 টি

(d) 900 টি

 উত্তর:  600 টি

 

. কেন লিখিত কোন বিজ্ঞানী কে ইন্টারনেটের জনক হিসেবে চিহ্নিত করা যায়?

(a) রবাট টেলার

(b) হাইজবাগ 

(c) সুগার 

(d) জুল

 উত্তর:  রবাট টেলার

 

. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত, সেটি হল-

(a) এক্সপেনশন প্লট 

(b) এক্সপানশন কার্ড

(c) পাওয়ার সাপ্লাই

(d) অ্যারিথমেটিক লজিক ইউনিট

 উত্তর:  অ্যারিথমেটিক লজিক ইউনিট

 

. নিম্নলিখিত কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়

(a) বেসিক 

(b) কমনস  

(c) অ্যাবজল 

(d) মিক্সড ডিভাইস

 উত্তর:  কমনস

 

স্ক্যানার হলো একটি -

(a) ইনপুট ডিভাইস 

(b) আউটপুট ডিভাইস

(c)  কো-অর্ডিনেটর ডিভাইস 

(d) মিক্সড ডিভাইস

 উত্তর: ইনপুট ডিভাইস

 

১০. ভিডিও কার্ড হল একটি -

(a) এক্সপেনশন প্লট 

(b) এক্সপ্যানশন কার্ড

(c) পাওয়ার সাপ্লাই কার্ড 

(d) মনিটর

 উত্তর:  এক্সপ্যানশন কার্ড

 

১১. ইনজেক্ট প্রিন্টার একটি-

(a) ইমপ্যাক্ট প্রিন্টার 

(b) ডিজিটাল প্রিন্টার 

(c) কম্পিউটিক্স প্রিন্টার 

(d) নন -ইমপ্যাক্ট প্রিন্টার

 উত্তর:  নন -ইমপ্যাক্ট প্রিন্টার

 

১২. বেসিক হল একটি-

(a) কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

(b) কম্পিউটার বেসিক ল্যাঙ্গুয়েজ

(c) কম্পিউটার সুপার ল্যাঙ্গুয়েজ 

(d) কম্পিউটার আল্ট্রা ল্যাঙ্গুয়েজ

 উত্তর: কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

 

১৩. পেন্টিয়াম  586 হল একটি-

(a) নতুন জেনারেশন কিবোর্ড 

(b) নতুন জেনারেশন স্ক্যানার 

(c) নতুন জেনারেশন মাউস

(d) নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

 উত্তর:  নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

 

১৪. প্রধান মেমোরির মধ্যে থাকে-

 (a) প্রয়োজনীয় তথ্য 

(b) গাণিতিক তথ্য

(c) সম্পূর্ণ সমাধান

(d) অন্তর্বর্তী ফল

 উত্তর:  প্রয়োজনীয় তথ্য

 

১৫. অ্যাকসেন্ট মেমোরি হল-

(a) মনিটর 

(b) পাওয়ার সাপ্লাই

(c) মেমোরি চিপ 

(d) এক্সপেনশন কার্ড

 উত্তর: মেমোরি চিপ 

 

১৬. বর্তমানে ভারত যে পরিমাণ সফটওয়্যার পণ্য বিদেশে রপ্তানী করে তার আর্থিক মূল্য প্রায়-

(a)  10 হাজার কোটি টাকা

(b) 20 হাজার কোটি টাকা

(c) 15 হাজার কোটি টাকা

(d) 12 হাজার কোটি টাকা

 উত্তর:  20 হাজার কোটি টাকা

 

১৭. মনিটরের কাজ হল-

(a) গাণিতিক সমাধান করা 

(b) লেখা ছবি দেখানো

(c) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা 

(d) এর কোনোটিই নয়

 উত্তর: লেখা ছবি দেখানো

 

১৮. পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যে সংস্থাটি সেটি হল-

(a) কো-অর্ডিনেটর 

(b) কম্পিউটার নেট 

(c) স্যামুয়েল

(d)  অ্যারপানেট

 উত্তর:  অ্যারপানেট

 

১৯. ভারতের সফটওয়্যার টেকনোলজি শিল্প মোটামুটি যে দুটি শহরকে কেন্দ্র করে আবর্তিত, সেই দুটি শহর হল-

 (a) মুম্বাই দিল্লি 

(b) চেন্নাই মুম্বাই 

(c) বেঙ্গালুরু মুম্বাই 

(d) বেঙ্গালুরু দিল্লী

 উত্তর:  বেঙ্গালুরু মুম্বাই

 

২০. মেমোরি ভাগ করা হয়েছে-

(a) তিন ভাগে

(b) দুই ভাগে

(c) চার ভাগে

(d) পাঁচ ভাগে

 উত্তর:  দুই ভাগে


Post a Comment

0 Comments