চুম্বক ও চৌম্বক পদার্থ | Physical Science GK Question Answer

 GK Question Answer On Magnet and Magnetic metal

Magnet

    


ভৌত বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। চুম্বক ও চৌম্বক পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর। Physics Question Answer In Bengali | Physics এর সকল প্রশ্নোত্তর গুলি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি। 


Science Question Answer In Bengali 

. পৃথিবীর উত্তর মেরুতে একটি দন্ডচুম্বকের মাঝ বরাবর ঝুলিয়ে দিলে রেখে দিলে সেটি কেমন ভাবে ঝুলতে থাকবে?  

(a) আনুভূমিকভাবে 

(b) উলম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে

(c)  উলম্বভাবে থাকবে,তার দক্ষিণ মেরু নিচের দিকে 

(d) আনতভাবে       

 উত্তর: উলম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে

 

. শুষ্ক চুলকে শক্ত রবারের চিরুনি দিয়ে আঁচড়ালে যে শব্দ শুনতে পাওয়া যায় তা-

(a) ছোট ছোট বৈদ্যুতিক স্পার্কের জন্য

(b) চিরুনি সঙ্গে চুলের ঘর্ষণজনিত শব্দ 

(c) কোনোটিই নয়

 উত্তর: ছোট ছোট বৈদ্যুতিক স্পার্কের জন্য

 

. একটি দন্ড চুম্বকের প্রান্ত থেকে দোদুল্যমান দুটি পিন উলম্ব থাকে না কারণ-

(a) তাদের ওপরের অংশ সঠিকভাবে গোলাকার থাকে না

(b) একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে 

(c) এগুলো চৌম্বক পদার্থের তৈরি

 উত্তর:  একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে

 

. চুম্বকের সমমেরু পরস্পরকে -

(a) আকর্ষণ করে

(b) বিকর্ষণ করে

(c) দুটোই 

(d) কিছু করে না

 উত্তর:  বিকর্ষণ করে

 

. নিচের কোনটি অচৌম্বক পদার্থ-

(a) কাঠ

(b) লোহা 

(c) কোবাল্ট

(d) নিকেল

 উত্তর:  কাঠ

 

. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে-

(a) আকর্ষণ করে

(b) বিকর্ষণ করে

(c) যে কোনো একটি 

(d) কোন কিছু করে না

 উত্তর:  আকর্ষণ করে

 

. নিরক্ষরেখায় বিনতি কোণের মান-

(a) 30°

(b) 45°

(c) 90°

(d) 0°

 উত্তর:  0°

 

. মেরুপ্রদেশেl বিনতি কোণের মান-

(a) 60°

(b) 15°

(c) 90°

(d) 0°

 উত্তর:: 90°

 

. চুম্বক আকর্ষণ করে -

(a) নিকেল

(b) সিজিয়াম

(c) হিলিয়াম

(d) তামা

 উত্তর:  নিকেল

 

১০. কাচের রড সিল্কের ঘর্ষনে কোনটি কোন আদানপ্রাপ্ত হয়

(a) কাচের রড  ঋণাত্মক, সিল্ক ধনাত্মক

(b) কাচের রড  ধনাত্মক,সিল্ক ঋণাত্মক

(c) দুটোই ধনাত্মক

(d) দুটোই ঋণাত্মক

 উত্তর: কাচের রড  ধনাত্মক,সিল্ক ঋণাত্মক,

 

১১. সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে" উক্তিটি-

 (a) ঠিক

(b) ভুল 

(c) কখনো কখনো ঠিক

(d) কখনো কখনো ভুল

 উত্তর: ঠিক

 

১২. বজ্রবহ কি

(a) বজ্রপাত হতে দেয় না 

(b) বজ্রকে আবার আকাশে ফিরিয়ে দেয়

 (c) বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে

 (d) বজ্রকে বহন করে নিয়ে যায়

 উত্তর:  বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে

 

১৩. নিম্নের কোন ধাতু দিয়ে বজ্রবহ তৈরি হয়

(a) লোহা 

(b) রুপা 

(c) অ্যালুমিনিয়াম

(d) তামা

 উত্তর:  তামা

 

১৪. পরিবাহীর ভিতরেরপৃষ্ঠে আধান হয়  -

(a) শূন্য

(b) 1

(c) 100

(d) ঋণাত্মক

 উত্তর: শূন্য

 

১৫. দুটি ভিন্ন ধরনের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে-

(a) প্রবাহী তড়িৎ 

(b) স্থির তড়িৎ

(c) A.C.

(d) D.C.

 উত্তর: স্থির তড়িৎ        

Post a Comment

0 Comments