General Knowledge Question Answer In Bengali Part - 26

 GK Question and Answer In Bengali

GK In Bengali
GK In Bengali
  


বন্ধুরা, 

জেনারেল নজেল সিরিজে আপনাদের জন্য পার্ট অনুযায়ী আমরা GK Question Answer গুলি দিচ্ছি। জিকে প্রশ্নোত্তর গুলি নতুন সিলেবাস অনুযায়ী বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আপনাদের সুবিধার্থে আমরা বাছাই করে Important GK গুলি আপনাদের জন্য দিয়েছি। 


MCQ On General Knowledge


.প্রাচীনকালে কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল?

(a) ভারত

(b) মিশর

(c) ইরাক

(d) চীন 

উত্তর: মিশর

 

. একজন শিক্ষকের দক্ষতার বিচার হয় কিভাবে

(a) তার ব্যক্তিত্ব 

(b) ছাত্রদের প্রয়োজনে লাগা 

(c) চাকরি করার মানসিকতা

(d) তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি

উত্তর: ছাত্রদের প্রয়োজনে লাগা 

 

. একজন শিক্ষক নিম্নলিখিত কোনটি কে বেশি গুরুত্ব দেবেন?

(a) ক্লাসে স্পষ্ট উচ্চারণ 

(b) ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা

(c) কঠিন বিষয় সহজভাবে বোঝানো

(d) জাছে শৃঙ্খলা রাখুন

উত্তর: কঠিন বিষয় সহজভাবে বোঝানো

 

. একজন শিক্ষক কার কাছ থেকে তার শিক্ষক জীবনে বেশি শিখতে পারেন?

(a) প্রধান শিক্ষক/ শিক্ষিকা

(b) ছাত্র-ছাত্রী 

(c) বিদ্যালয়ের সম্পাদক 

(d) বইপত্র

উত্তর: ছাত্র-ছাত্রী

 

. বোধহীন মানুষের বুদ্ধাংক -এর পরিমাণ কত?

(a) ৬০-৮০

(b) ৮০-১০০

(c) ১০০- ১২০

(d) ১২০-১৫০

উত্তর:  ৬০-৮০

 

. ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টার চেতনা কে কি বলা হয়?

(a) উদ্বোধন

(b) শিখন 

(c) প্রেষণা

(d) প্রশংসা

উত্তর: প্রেষণা

 

. শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপ কে কি বলা হয়?

(a) মূল্যায়ন

(b) স্বতন্ত্রীকরণ 

(c) প্রেষণা

(d) পুনর্গঠন

উত্তর: স্বতন্ত্রীকরণ

 

. ভারতের কোথায় প্রথম স্ত্রী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

(a) কলকাতা

(b) মাদ্রাজ

(c) মুম্বাই 

(d) পুনা

উত্তর:  মাদ্রাজ

 

. ভারতের প্রথম কোথায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়?

(a) কলকাতা

(b) মাদ্রাজ

(c) মুম্বাই 

(d) পুনা

উত্তর:  কলকাতা

 

১০. কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

(a) ১৭০৮

(b) ১৭০৯

(c) ১৭৮০

(d) ১৮৫৬

উত্তর: ১৭০৮

 

১১. কম্পিউটারে ব্যবহৃত শব্দ DOS কথার অর্থ কি?

(a) ডিস্ক অপারেটিং সার্ভিস

(b) ডিস্ক অপারেটিং সিস্টেম 

(c) ডকুমেন্ট অপারেটিং সিস্টেম 

(d) কোনোটিই নয়

উত্তর:  ডিস্ক অপারেটিং সিস্টেম 

 

১২. ভারতে কে সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হন

 (a) মোরারজি দেশাই

(b) চৌধুরী চরণ সিং

(c) জহরলাল নেহেরু

(d) অটল বিহারী বাজপেয়ী

উত্তর:  মোরারজি দেশাই

 

১৩. ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটি?

(a) শ্রী হরিকোটা 

(b) তারাপুর

(c) চাঁদিপুর 

(d) পোখরান

উত্তর: তারাপুর

 

১৪. '.এফ.পি' সংবাদ সংস্থাটি কোন দেশের?

(a) ইন্দোনেশিয়া 

(b) গ্রেট ব্রিটেন 

(c) ফ্রান্স 

(d) চীন

উত্তর: ফ্রান্স

 

১৫. ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?

 (a) লালবাহাদুর শাস্ত্রী

(b) চৌধুরী চরন সিং

(c) গুলজারিলাল নন্দ

(d) মোরারজি দেশাই

উত্তর:  গুলজারিলাল নন্দ

 

১৬. ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?

(a) শান্তি 

(b) সৌহার্দ্য

(c) ত্যাগ

(d) উন্নতি 

উত্তর: ত্যাগ

 

১৭. ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কিসের প্রতীক?

(a) শান্তি পবিত্রতা

(b) উন্নতি গতিশীলতা 

(c) জীবনধর্ম কর্মশক্তি 

(d) শৌর্য সেবা

উত্তর: উন্নতি গতিশীলতা 

 

১৮. এখনো পর্যন্ত কে সবচেয়ে কম বয়সে ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হন?

(a) সরোজিনী নাইডু

(b) স্বরাজ কৌশল

(c) ভৈরব দত্ত পান্ডে

(d) উমাশঙ্কর দীক্ষিত

উত্তর: স্বরাজ কৌশল

 

১৯. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?

(a) প্রফুল্ল ঘোষ 

(b) বিধানচন্দ্র রায়

(c) হেমচন্দ্র নস্কর

(d) অজয় মুখোপাধ্যায়

উত্তর: প্রফুল্ল ঘোষ 

 

২০. 'পিটিআই' সংবাদ সংস্থাটি কোন দেশের?

(a) ফ্রান্স

(b) ভারত

(c) গ্রেট ব্রিটেন

(d) আমেরিকা

উত্তর:  ভারত

      

Post a Comment

0 Comments