ভূগোল Question Answer Part 11 | Geography GK Question Answer

 Geography GK Question Answer In Bengali 

Geography GK

ভূগোল প্রশ্নোত্তর পর্ব ১০ এর পর এবার আপনাদের জন্য Geography Question Answer Part - 11 দেওয়া হলো। এই পর্বে দেওয়া ভূগোলের প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ। 


Geography MCQ In Bengali


. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি

(a) ইন্দিরা পয়েন্ট 

(b) নরকোন্ডাম 

(c) ব্যারেন

(d) স্যাডেল পিক

 উত্তর: স্যাডেল পিক

 

. দাক্ষিণাত্য লাভা অঞ্চলে কি জাতীয় শিলা দিয়ে গঠিত

(a) গ্রানাইট

(b) স্যান্ড স্টোন

(c)  ব্যাসল্ট

(d)  ডলেরাইট

উত্তর: ব্যাসল্ট

 

. 'ওঙ্গী' উপজাতি গোষ্ঠী ভারতে কোথায় দেখা যায়

(a) আনদাবান -নিকোবর দ্বীপ

(b) মধ্যপ্রদেশ 

(c) নাগাল্যান্ড

(d) লাক্ষাদ্বীপ

উত্তর: আনদাবান -নিকোবর দ্বীপ

 

. চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে?

(a) মহারাষ্ট্র 

(b) গুজরাট 

(c) পাঞ্জাব

(d) পশ্চিমবঙ্গ

উত্তর:  গুজরাট

 

. কত সাল পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল?

(a) 1905

(b) 1911

(c) 1942

(d) 1947

উত্তর: 1911

 

. কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে?

(a) জব চার্নক 

(b) শারমিন চৌধুরী 

(c) সিরাজদ্দৌলা

(d) রবার্ট ক্লাইভ

উত্তর:  জব চার্নক 

 

. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত?

(a) কোপাই 

(b) তিস্তা

(c) জলঙ্গি 

(d) রূপনারায়ন

উত্তর:  জলঙ্গি

 

. ভারতের বৃহত্তম স্লুইশ  গেট কোন নদীর তীরে অবস্থিত?

(a) গঙ্গা 

(b) দামোদর

(c) তিস্তা 

(d) ব্রহ্মপুত্র

উত্তর:  দামোদর

 

. জহরলাল নেহেরু ভারতের কোন শহরকে 'মিনিয়েচার ইন্ডিয়া' বলেছিলেন?

 (a) মুম্বাই

(b) কলকাতা 

(c) খড়গপুর

(d) দিল্লি

উত্তর:  খড়গপুর

 

১০. নিচের চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য, কোনটি নবীনতম নয়?

 (a) ঝাড়খন্ড

(b) উত্তরাঞ্চল

(c) গোয়া

(d) ছত্রিশগড়

উত্তর:  গোয়া

 

১১. নিজের রাজ্যগুলির মধ্যে কোনটি কে 'মশলার বাগান' বলা হয়

(a) কেরল 

(b) পাঞ্জাব

(c) তামিলনাড়ু

(d) মহারাষ্ট্র

উত্তর:  কেরল

 

১২. ভারতের জাতীয় সড়ক নং 1 কোন দুটি শহরকে যুক্ত করেছে?

(a) কলকাতা অমৃতসর 

(b) দিল্লি মুম্বাই 

(c) চেন্নাই নিউ দিল্লি

(d)  শ্রীনগর ত্রিবান্দ্রম

উত্তর:  কলকাতা অমৃতসর

 

১৩. উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমারেখা কি নামে পরিচিত

(a) রেডক্লিফ রেখা

(b) ম্যাকমোহন রেখা

(c) 38th parallel 

(d) ডুরান্ট রেখা

উত্তর: 38th parallel 

 

১৪. কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত?

(a) জিম্বাবোয়ে

(b) বৎসোয়ানা 

(c) ব্রাজিল 

(d) মধ্য এশিয়া

উত্তর:  বৎসোয়ানা

 

১৫. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

(a) উড়িষ্যা 

(b) মহারাষ্ট্র

(c) মেঘালয়

(d) ত্রিপুরা

উত্তর: উড়িষ্যা

 

১৬. ভারতের কোন রাজ্যের পূর্ব নাম NEFA?

(a) অসম

(b) অরুণাচল প্রদেশ

(c) মনিপুর 

(d) উত্তরাঞ্চল

উত্তর: অরুণাচল প্রদেশ

 

১৭. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?

(a) মহারাষ্ট্র

(b) ওড়িশা

(c) মধ্যপ্রদেশ 

(d) গুজরাট

উত্তর: মহারাষ্ট্র

 

১৮. নিচের কোন অভয়ারণ্য হাতের জন্য বিখ্যাত?

(a) জলদাপাড়া 

(b) পেরিয়ার 

(c) কানহা 

(d) কাজিরাঙ্গা

উত্তর:  পেরিয়ার

 

১৯. অসমে নিচের কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়

(a) গম 

(b) ধান 

(c) চা 

(d) পাট

উত্তর:  চা 

 

২০. কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়

(a) বিহার

(b) উত্তরপ্রদেশ

(c) পাঞ্জাব 

(d) মধ্যপ্রদেশ

উত্তর: উত্তরপ্রদেশ


Post a Comment

0 Comments