ভূগোল প্রশ্ন ও উত্তর পার্ট - ১০ | Geography Question Answer In Bengali

 Geography GK For Competitive Exam

Geography Gk

 

ভারতের ভূগোল প্রশ্নোত্তর পর্ব ১০। Geography Question Answer গুলি দেখে নিতে হলে অবশ্যই নিচে দেখুন। এর আগের পার্ট গুলিতেও আমরা অনেক ভূগোল GK Question Answer দিয়েছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সকল ভূগোল জিকে প্রশ্নোত্তর গুলি দেখে নিন।


MCQ Question Answer On Geography 


. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?

(a) জয়সলমীর

(b) মাউন্ট আবু

(c) ইটানগর

(d)  লে

 উত্তর: লে

 

. 'হাজার হ্রদের দেশ' কোন দেশকে বলা হয়?

(a) থাইল্যান্ড 

(b) ফিনল্যান্ড

(c) হল্যান্ড

(d) নিউজিল্যান্ড

 উত্তর:  ফিনল্যান্ড

 

. 'পঞ্চ নদীর দেশ' নিচের কোনটি?

(a) মায়ানমার

(b) শ্রীলঙ্কা 

(c) পাঞ্জাব

(d) মধ্যপ্রদেশ

 উত্তর: পাঞ্জাব

 

. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?

(a) হিমালয় 

(b) রকি

(c) আল্পস 

(d) আন্ডিজ

 উত্তর:  আন্ডিজ

 

. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?

 (a) মঙ্গল

(b) বৃহস্পতি

(c) শুক্র

(d) বুধ

 উত্তর:  শুক্র

 

. পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি?

(a) স্ট্রাটোস্ফিয়ার

(b) আয়োনোস্ফিয়ার 

(c) মেসোস্ফিয়ার

(d) ট্রপোস্ফিয়ার

 উত্তর:  ট্রপোস্ফিয়ার

 

. এরোপ্লেন বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে?

(a) ট্রপোস্ফিয়ার 

(b) আয়োনোস্ফিয়ার

(c) মেসোস্ফিয়ার

(d) স্ট্র্যাটোস্ফিয়ার

 উত্তর:  স্ট্র্যাটোস্ফিয়ার

 

. বায়ুমন্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে?

(a) মেসোস্ফিয়ার

(b) স্ট্রাটোস্ফিয়ার

(c) ট্রপোস্ফিয়ার 

(d) থার্মোস্ফিয়ার

 

 উত্তর: মেসোস্ফিয়ার

 

. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়?

(a) 0° দ্রাঘিমারেখা

(b) 90° দ্রাঘিমারেখা

(c) 82.30° পূর্ব দ্রাঘিমারেখা

(d) 180° দ্রাঘিমারেখা

 উত্তর:  180° দ্রাঘিমারেখা

 

১০. দ্রাঘিমারেখার আরেকটি নাম কি?

 (a) অক্ষরেখা

(b) সমাক্ষরেখা

(c) দেশান্তররেখা

(d) মহাবৃত্ত

 উত্তর: দেশান্তররেখা

 

১১. কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?

(a) 88°30` পূঃ

(b) 88°30` পঃ

(c) 82°30` পূঃ 

(d) 91°30` পঃ

 উত্তর:  91°30` পঃ

 

১২. নিরক্ষরেখার অক্ষাংশ কত?

(a) 0°

(b) 90° উঃ

(c) 90° দঃ

(d) 180° 

 উত্তর:  0°

 

১৩. নিচের কোনটি সঠিক?

(a) মার্বেল একটি আগ্নেয়শিলা

(b) পাললিক শিলা কেলাসিত

(c) পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা

(d) চুনাপাথরের একটি রূপান্তরিত শিলা

 উত্তর:  পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা

 

১৪. নিচের কোনটি আগ্নেয়শিলা নয়?

(a) ব্যাসল্ট 

(b) গ্রানাইট

(c) ডলোরাইট 

(d) ডলোমাইট

 উত্তর:  ডলোমাইট

 

১৫. নিচের কোনটি সঠিক নয়

(a) জৈব শিলার একটি উদাহরণ কয়লা 

(b) চাপ,তাপ রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয়

(c) আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে

(d) আগ্নেয়শিলার অপর নাম প্রাথমিক শিলা

 উত্তর:  আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে

 

১৬. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়

(a) আগ্নেয়শিলা

(b) পাললিক শিলা

(c) রূপান্তরিত শিলা

(d) কোনোটিই নয়

 উত্তর:  পাললিক শিলা

 

১৭. কোন দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়?

 (a) 21 শে মার্চ 

(b) 21 শে জুন

(c) 23 শে সেপ্টেম্বর 

(d) 22 শে ডিসেম্বর

 উত্তর:  21 শে মার্চ 

 

১৮. কে প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে

(a) কোপার্নিকাস

(b) গ্যালিলিও

(c) ফুকো 

(d) ফেরেল

 উত্তর:  কোপার্নিকাস

 

১৯. পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোন জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, তখন তার দিনপঞ্জিতে-

 (a) দিন যোগ করা হয়

(b) দিন কমিয়ে নেওয়া হয় 

(c) ১২ ঘন্টা যোগ করা হয়

(d)১২ ঘন্টা কমিয়ে নেওয়া হয় 

 উত্তর:   দিন কমিয়ে নেওয়া হয় 

 

২০. সুমেরু বৃত্তের অক্ষাংশ কত?

(a) 90°

(b) 66 1/2° উঃ

(c) 23 1/2° উঃ

(d) 66 1/2° দঃ

 উত্তর:  66 1/2° উঃ

        

Post a Comment

0 Comments