পঞ্চবার্ষিকি পরিকল্পনা প্রশ্ন ও উত্তর পার্ট ২ | Five Year Plan GK Question Answer

 Five Year Plan - Indian Constitution GK In Bengali

Indian constitution
Indian Constitution GK In Bengali
  


বন্ধুরা, 

পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর থেকে আমরা Five Year Plan Part 1 Question Answer অনেক আগেই দিয়েছি। আপনাদের সুবিধার্থে এই পর্বে আমরা পঞ্চবার্ষিকি পরিকল্পনার উপর থেকে আরও কিছু জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দিলাম। আশা করি আমাদের Website এ দেওয়া Indian Constitution GK Question Answer গুলি আপনাদের পরীক্ষায় সাহায্য করবে। 

                                  

Indian Constitution - Five Year Plan


. ভারতে কর্মচারীদের ডিএ (DA) দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে?

 (a) জাতীয় আয়

(b) গ্রাহকমূল্য সূচক

(c) জীবনযাত্রার মান

(d) মাথাপিছু আয়

 উত্তর: গ্রাহকমূল্য সূচক

 

. IRDP চালু হয় _____ সালে?

(a) 1978-79

(b) 1979-80

(c) 1980-81

(d) 1981-82

উত্তর: 1979-80 

 

. ভাতিন্ডা তৈল শোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে নিচের কোন সংস্থার  দ্বারা?

(a) 10 C

(b) Reliance 

(c) HPCL

(d) BPCL

উত্তর:  HPCL

 

. মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ার মূল্য সূচক হল-

(a) Urex

(b) Sensex

(c) Forex

(d) Dolex

উত্তর:  Dolex

 

. সূচক রেসিডেক্স রকিসের সাথে সম্পর্কিত?

 (a) শেয়ার প্রাইস

(b) মিউচুয়াল ফান্ড প্রাইস 

(c) প্রাইস ইনফ্লেশন ইন্ডেক্স 

(d) ল্যান্ড প্রাইস

উত্তর:  ল্যান্ড প্রাইস

 

. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন

(a) গ্যাডগিল

(b) ভি কে. আর. ভি.রাও

(c) মহলানবিশ

(d) সি.এন ভকিল

উত্তর:  মহলানবিশ

 

. নাবার্ড গড়ে ওঠে____পরিকল্পনায়?

 (a) চতুর্থ

(b) পঞ্চম

(c) ষষ্ঠ 

(d) অষ্টম

উত্তর:  ষষ্ঠ

 

. আন্তর্জাতিক অর্থভাণ্ডার ভারতের কোটা বৃদ্ধি করার ফলে ভারতের ভোটদানের অধিকার 1.88% থেকে বেড়ে হয়েছে-

(a) 2.0%

(b) 2.44%

(c) 2.82%

(d) 3.1%

উত্তর:  2.44%

 

. ইন্ডিয়ান এয়ারলাইন্স এর সঙ্গে এয়ার ইন্ডিয়া মিশে যাবার পর নতুন কী নামে পরিচিত হয়েছে?

 (a) ইন্ডিয়ান এয়ারলাইন্স

(b) এয়ার ইন্ডিয়া

(c) ইন্ডিয়ান

(d) ইন্ডিয়ান এয়ারলাইন্স

উত্তর:  এয়ার ইন্ডিয়া

 

১০. কোথায় নতুন রেলের কোচ তৈরীর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে?

(a) সারসা 

(b) রায়বেরিলি 

(c) আমেঠি

(d) অমৃতসর

উত্তর:  রায়বেরিলি 

 

১১. আন্তর্জাতিক অর্থভাণ্ডার এর 184 টি দেশের মধ্যে ভারতের বর্তমান স্থান কত?

(a) 10 তম

(b) 11 তম

(c) 12 তম

(d) 13তম

উত্তর:  11 তম

 

১২. সংকল্প প্রজেক্ট কিসের সঙ্গে সম্পর্কিত?

(a) অশিক্ষা 

(b) পোলিও 

(c) বেকারত্ব

(d) AIDS/HIV

উত্তর:  AIDS/HIV

 

১৩. Focus Product and Focus Market -প্রকল্প দুটি কিসের সাথে সম্পর্কিত?

 (a) শিল্পের দিক পরিবর্তন 

(b) অত্যাধুনিক প্রযুক্তি

(c) রপ্তানি বৃদ্ধি 

(d) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ

উত্তর:  রপ্তানি বৃদ্ধি 

 

১৪. ভারতবর্ষ সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য করে নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে?

 (a) ইউরোপিয়ান ইকনমিক কমিউনিটি

 (b) সাফটা 

(c) কমনওয়েলথ নেশন 

(d) ওপেক

উত্তর: ইউরোপিয়ান ইকনমিক কমিউনিটি

 

১৫. SJSRY- প্রকল্পটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?

 (a) শহরে এলাকা

(b) গ্রামীণ এলাকা

(c) আধা- শহর এলাকা

(d) উপরের সবকটি

উত্তর:  শহরে এলাকা

 

১৬.  'গরীব হঠাও' -স্লোগানটি কোন পরিকল্পনার সঙ্গে যুক্ত?

(a) প্রথম

(b) পঞ্চম 

(c) চতুর্থ

(d) দ্বিতীয়

উত্তর:  পঞ্চম

 

১৭. খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনা গড়ে ওঠে

(a) তৃতীয় 

(b) চতুর্থ

 (c) পঞ্চম

(d) দ্বিতীয়

উত্তর:  দ্বিতীয়

 

১৮. আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং রক্ষণকারী হল-

(a) IMF

(b) World Bank 

(c) IFC

(d) WTO

উত্তর:  WTO

 

১৯. বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় -

(a) শুধুমাত্র রপ্তানি

(b) নিয়ন্ত্রিত অর্থ সরবরাহ

(c) ঘাটতি অর্থনীতি

(d) আমদানি-রপ্তানি বন্ধ

উত্তর:  আমদানি-রপ্তানি বন্ধ

 

২০. জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান অবস্থিত-

 (a) সিমলা 

(b) হায়দ্রাবাদ

(c) পাটনা

(d) দিল্লি

উত্তর: হায়দ্রাবাদ


Post a Comment

0 Comments