কেন্দ্রীয় সরকারের মন্ত্রকে মাধ্যমিক পাস ছেলেমেয়েদের হাবিলদার পদে নিয়োগ 2022

 মাধ্যমিক পাস ছেলেমেয়েদের হাবিলদার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু 


কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্র বিভাগ অফিসে কাজের জন্য হাবিলদার পদে 3603 জন ছেলেমেয়ে নেওয়া শুরু হচ্ছে । চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি,  নন-গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। 

Staff Selection Commission Habildar Recruitment 2022


 যোগ্যতা: 

শারীরিক মাপজোখ  

ছেলেদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে শরীরের মাপ যোগ হতে হবে লম্বায় অন্তত 157.5 সেমি (গোর্খা,  গাড়োয়াল, রাজবংশী ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে  লম্বায় অন্তত 152.5 সেমি) বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি ও ফুলিয়ে 81 সেমি  ও ওজন হতে হবে অন্তত  48 কেজি। 


 মেয়েদের বেলায় অন্তত লম্বায় 152 (গোর্খা, গাড়োয়াল, রাজবংশী ও তপশিলি উপজাতিদের বেলায় অন্তত 149.5) সেমি। ওজন অন্তত 48 কেজি। 


শিক্ষাগত যোগ্যতা  

মাধ্যমিক পাস ছেলেমেয়েরা হাবিলদার পদে আবেদন করতে পারবেন।  


বয়স সীমা  

বয়স হতে হবে  ১-১-২০২২ হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে  ২-১-১৯৯৫ থেকে ১-১-২০০৪ এরমধ্যে । 


বয়সের ছাড়

ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর তপশিলি রা 5 বছর ও দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন ।


পরীক্ষা পদ্ধতি  

পরীক্ষাটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন উপর ভিত্তি করে চারটি পার্টে হবে -

1) প্রথম পার্টি জেনারেল ইংলিশ 25 নম্বরের 25 টি প্রশ্ন থাকবে,

2) দ্বিতীয় পার্টে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরের 25 টি প্রশ্ন থাকবে,

3) তৃতীয় পার্টে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বরের 25 টি প্রশ্ন থাকবে,

4) চতুর্থ পার্টে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরের 25 টি প্রশ্ন থাকবে । 

সময় থাকবে 90 মিনিট নেগেটিভ মার্কিং থাকবে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে । এই পরীক্ষায় সফল হলে পরবর্তীতে ডেস্ক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে । 


শারীরিক পরীক্ষা  

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় ছেলেদের বেলায় 15 মিনিটে 600 মিটার হাঁটতে হবে  ও  30 মিনিটে 8 কিমি সাইকেল চালাতে হবে | আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিমি হাঁটতে হবে ও 25 মিনিটে ৩ কিমি সাইকেল চালাতে হবে । 


আবেদন প্রক্রিয়া  

30 শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে | অফিশিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের নাম প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তখন বৈধ মোবাইল নম্বর, ই-মেইল আইডি, আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ স্কুল বা কলেজের আইডি কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে । 


পরীক্ষা ফি  

পরীক্ষা ফি বাবদ 100 টাকা দিতে হবে। অনলাইনে পেমেন্ট করতে পারবেন ২ মে অবধি। ব্যাংকের চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ 4 মে। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের কোন প্রকার ফ্রি লাগবে না ।


বিশেষ তারিখ গুলি 

আবেদনের শেষ তারিখ - 30/04/2022

ফি জমার শেষ দিন - 02/05/2022 (Online)

                                - 04/05/2022 (Bank Challan)

সংশোধনের দিন - 05/05/2022 to 09/05/2022


আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন |


👉 আবেদন করুন  - Click Here

Post a Comment

0 Comments