শ্বসন প্রক্রিয়া প্রশ্নোত্তর | জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর

 Life Science - Respiration Question Answer

Respiration System GK
Biology GK In Bengali
   


বন্ধুরা, 

এই পর্বে জীবন বিজ্ঞানের উপর থেকে শ্বসন প্রক্রিয়া বিষয়ে বেশ কিছু প্রশ্নোত্তর দেওয়া হল। Biology Respiration System GK MCQ Question Answer গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে দেওয়া জিকে প্রশ্নোত্তর গুলি দেখে নিন। 


Life Science GK Question and Answer


MCQ on Respiratory System MCQ In Bengali

1➤ আবহসহিষ্ণুতা কোন উচ্চতা পর্যন্ত সম্ভব?

ⓐ 16000 ফুট
ⓑ 10000 ফুট
ⓒ 12000 ফুট
ⓓ 18000 ফুট

2➤ যক্ষ্মারোগে প্রাথমিকভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়?

ⓐ ফুসফুস
ⓑ যকৃৎ
ⓒ গলা
ⓓ লসিকা গ্রন্থি

3➤ কোন উচ্চতা পর্যন্ত পর্বত পীড়া শুরু হয়?

ⓐ 16000 ফুট
ⓑ 10000 ফুট
ⓒ 20000 ফুট
ⓓ 18000 ফুট

4➤ হাঁপানি রোগের লক্ষণ কি?

ⓐ শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি
ⓑ শ্বাসক্রিয়ার সময় সাঁ সাঁ করে শব্দ সৃষ্টি হয়
ⓒ ত্বকে লাল দাগ
ⓓ সবকটিই ঠিক

5➤ বায়ুধারকত্ব হ্রাস পায় নিন্মের কোন রোগে?

ⓐ এনকেফেলাইটিস
ⓑ যক্ষা
ⓒ টাইফয়েড
ⓓ আন্ত্রিক প্রদাহ

6➤ ভাসমান বা ফ্লোটিং শ্বসনে নিচের কোন পদার্থের শ্বসন হয়?

ⓐ প্রোটিন
ⓑ গ্লুকোজ
ⓒ ফ্যাট
ⓓ ভিটামিন

7➤ আমাদের ফুসফুসের বায়ু ধারকত্ব কত?

ⓐ 4-7 লি
ⓑ 4-5 লি
ⓒ 4-3 লি
ⓓ 4-8 লি

8➤ প্রত্যহ মোটামুটিভাবে কতগুলি সিগারেট মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে?

ⓐ 30 টি
ⓑ 31 টি
ⓒ 39 টি
ⓓ 40 টি

9➤ E.M.P. পথ কাকে বলে?

ⓐ সবাতশ্বসন
ⓑ গ্লাইকোলিসিস
ⓒ ক্রেবসচক্র
ⓓ অবাতশ্বসন

10➤ নিচের কলাম দুটির ম্যাচ করুন: 

1. কেঁচো -               i.ম্যান্টল পর্দা 

 2. রাজকাকড়া      ii.দেহত্বক 

3. আরশোলা        iii.বইফুলকা 

 4. শামুক               iv.ট্রাকিয়া

ⓐ 1-ii, 2-iii, 3-i, 4-iv
ⓑ 1-iii, 2-ii, 3-iv, 4-i
ⓒ 1-iii, 2-iv, 3-ii, 4-i
ⓓ 1-iii, 2-ii, 3-iv, 4-i


11➤ সাইট্রিক অ্যাসিড কি থেকে প্রস্তুত হয়?

ⓐ আখের রস
ⓑ ছানার জল
ⓒ গ্লুকোজ
ⓓ গুড়

12➤ বিয়ারে অ্যালকোহল থাকে কত শতাংশ?

ⓐ 10-12
ⓑ 16
ⓒ 4-8
ⓓ 1-2

13➤ অ্যাসিটিক অ্যাসিডকি থেকে প্রস্তুত

ⓐ আখের রস
ⓑ ছানার জল
ⓒ গ্লুকোজ
ⓓ গুড়

14➤ C2 চক্র অন্য কী নামে পরিচিত?

ⓐ ক্রেবস চক্র
ⓑ গ্লাইকোলিসিস চক্র
ⓒ গ্লাইকোলেট চক্র
ⓓ E.M.P. চক্র

15➤ অ্যামিবার শ্বাসঅঙ্গ কোনটি?

ⓐ দেহত্বক
ⓑ ফুলকা
ⓒ দেহতল
ⓓ দেহগাত্র

Post a Comment

0 Comments