ভারতের সংবিধান MCQ প্রশ্নোত্তর। Polity and Constitution MCQ In Bengali | Part - 8

 Indian Polity and Constitution Question Answer

Polity and Constitution MCQ
Indian Constitution For Competitive Exam
   


বন্ধুরা, 

Upcoming Competitive Exam যেমন WBCS, PSC, UPSC, WBP, SSC, CGL, RRB Rail, Bank, ICDS, MTS, ইত্যাদি পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জিকে প্রশ্নোত্তর, জিকে মক টেস্ট, জিকে পিডিএফ,  Exam Notification, exam update, ইত্যাদি দিয়ে থাকি। এই পর্বে আমরা দিচ্ছি Indian Constitution and Polity এর উপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk MCQ Question Answer পর্ব ৮। এর আগের পর্বে ভারতের সংবিধানের উপর থেকে অনেক গুলো জিকে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। আপনারা দেখে নিতে পারেন। 



MCQs on Indian Polity and Constitution

1➤ রাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতি পদের দায়িত্ব বহন করেন?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ দেশের প্রধান বিচারপতি
ⓒ স্পিকার
ⓓ উপরাষ্ট্রপতি

2➤ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতি পদের দায়িত্ব বহন করেন?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ দেশের প্রধান বিচারপতি
ⓒ স্পিকার
ⓓ অ্যাটর্নি জেনারেল

3➤ উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হলেন-

ⓐ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে
ⓑ প্রধানমন্ত্রীর দ্বারা নিযুক্ত হয়ে
ⓒ রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে
ⓓ পদাধিকার বলে

4➤ উপরাষ্ট্রপতির অবর্তমানে রাজ্য সভায় সভাপতিত্ব করেন-

ⓐ ডেপুটি চেয়ারম্যান
ⓑ স্পিকার
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ ডেপুটি স্পিকার

5➤ লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কার নিকট পদত্যাগপত্র পেশ করেন?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ রাষ্ট্রপতি
ⓒ ডেপুটি স্পিকার
ⓓ উপরাষ্ট্রপতি

6➤ রাজ্যসভার চেয়ারম্যান কে হন?

ⓐ রাষ্ট্রপতি
ⓑ স্পিকার
ⓒ উপরাষ্ট্রপতি
ⓓ প্রধানমন্ত্রী

7➤ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন?

ⓐ রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়
ⓑ প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত হয়
ⓒ রাজ্যসভার সদস্য কর্তৃক নির্বাচিত হয়ে
ⓓ উপরাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়

8➤ রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলা হয়?

ⓐ স্পিকার
ⓑ উপরাষ্ট্রপতি
ⓒ চেয়ারম্যান
ⓓ সভাধিপতি

9➤ নিচের কোনটি ঠিক?

ⓐ স্পিকার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন
ⓑ স্পিকার প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত হন
ⓒ স্পিকার দেশের প্রধান বিচারপতির দ্বারা নিযুক্ত হন
ⓓ স্পিকার লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন

10➤ ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন?

ⓐ 2 বার
ⓑ 3 বার
ⓒ 5 বার
ⓓ 6 বার


11➤ কে রাষ্ট্রপতি পদে কে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন?

ⓐ ডঃ রাজেন্দ্র প্রসাদ
ⓑ ডক্টর এস রাধাকৃষ্ণাণ
ⓒ ডক্টর শংকর দায়াল শর্মা
ⓓ ভি.ভি. গিরি

12➤ কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশিদিন আসীন ছিলেন ন?

ⓐ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
ⓑ ডক্টর জাকির হোসেন
ⓒ ভি.ভি. গিরি
ⓓ বি.ডি. জাত্তি

13➤ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?

ⓐ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
ⓑ ডক্টর জাকির হোসেন
ⓒ ভি.ভি. গিরি
ⓓ বি.ডি. জাত্তি

14➤ ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন?

ⓐ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
ⓑ ডক্টর জাকির হোসেন
ⓒ ভি.ভি. গিরি
ⓓ বি.ডি. জাত্তি

15➤ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ নিচের কোন বছরগুলিতে ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন?

ⓐ 1952-1962
ⓑ 1962-1967
ⓒ 1950-1953
ⓓ 1953-1960

16➤ ডঃ রাজেন্দ্র প্রসাদ এর নিচের কোন বছরগুলিতে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?

ⓐ 1950-1955
ⓑ 1950-1967
ⓒ 1950-1962
ⓓ 1950-1958

17➤ ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট?

ⓐ 2 স্তর
ⓑ 3 স্তর
ⓒ 4 স্তর
ⓓ কোনটিই নয়

18➤ পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি?

ⓐ গ্রাম পঞ্চায়েত
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ গ্রামসভা

19➤ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?

ⓐ গ্রাম পঞ্চায়েত
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ গ্রামসভা

20➤ পঞ্চায়েতের কোন স্তরটি ব্লক পর্যায়ে কাজ করে?

ⓐ গ্রাম পঞ্চায়েত
ⓑ পঞ্চায়েত সমিতি
ⓒ জেলা পরিষদ
ⓓ গ্রামসভা

Post a Comment

0 Comments