আধুনিক ভারতের ইতিহাস MCQ প্রশ্নোত্তর | Part 4 | Modern Indian History MCQ In Bengali

 Modern Indian History Question Answer In Bengali

Modern Indian History MCQ 4
History GK | Indian History MCQ | Modern Indian History MCQ
     



Modern Indian History MCQ Question Answer : আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর সিরিজে পার্ট ৪ পর্বে আমরা আরও Important History MCQ GK প্রশ্নোত্তর দিচ্ছি। আপনারা আগের পর্বের ভারতের ইতিহাস জিকে প্রশ্নোত্তর গুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। 

                     

MCQ on Modern Indian History


. "খুদা--খিদমদগার"- এর প্রতিষ্ঠাতা কে?

(A) ডক্টর জাকির হোসেন

(B) মোহম্মদ আলী জিন্নাহ

(C) খান আবদুল গফফর খান

(D) আবুল কালাম আজাদ

উত্তর:  খান আবদুল গফফর খান

 

. জালিয়ানওয়ালাবাগের নির্বিচারে ভারতীয়দের ওপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন?

(A) জেনারেল আর ডায়ার

(B) টেগার্ট সাহেব

(C) ডায়ার

(D) সিম্পসন

উত্তর: জেনারেল আর ডায়ার

 

. কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?

(A) কলকাতা

(B) ত্রিবান্দম

(C) কানপুর

(D) মুম্বাই

উত্তর: কানপুর

 

. সাইমন কমিশন কবে ভারতে আসে?

(A) 1926 খ্রিস্টাব্দে

(B) 1928 খ্রিস্টাব্দে

(C) 1930 খ্রিস্টাব্দে

(D) 1931 খ্রিস্টাব্দে

উত্তর: 1928 খ্রিস্টাব্দে

 

. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

(A) 1940 সালে

(B) 1941 সালে

(C) 1942 সালে

(D) 1944 সালে

উত্তর: 1942 সালে

 

. ভারতছাড়ো আন্দোলনের স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের -

(A) মেদিনীপুরে

(B) তমলুকে

(C) মুর্শিদাবাদে

(D) কৃষ্ণনগরে

উত্তর: তমলুকে

 

. ভারতে প্রথম রেলগাড়ি কোন সালে চলাচল শুরু করে?

(A) 1860

(B) 1855

(C) 1854

(D) 1853

উত্তর: 1853

 

. রঞ্জিত সিং এর-পর "পাঞ্জাব কেশরী" নামে কে পরিচিত ছিলেন?

(A) ভগৎ সিং

(B) বালগঙ্গাধর তিলক

(C) রাজগুরু

(D) লালা লাজপত রায়

উত্তর: লালা লাজপত রায়

 

. রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে হয়েছিল?

(A) 1939 সালে

(B) 1941 সালে

(C) 1942 সালে

(D) 1944 সালে

উত্তর: 1941 সালে

 

১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কত সালে হয়েছিল?

(A) 1901

(B) 1900

(C) 1891

(D) 1890

উত্তর: 1891

 

১১. রাওলাট আইন কোন ভাইসরয় পাস করেছিলেন?

(A) লর্ড আরউইন

 (B) লর্ড চেমসফোর্ড

(C) লর্ড কার্জন

(D)  লর্ড ওয়াভেল

উত্তর: লর্ড চেমসফোর্ড

 

১২. প্রথম কোন ভারতীয় পরপর দু'বছর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন?

(A) আচার্য কৃপালিনী

(B) জহরলাল নেহেরু

(C) রাসবিহারী ঘোষ

(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর: রাসবিহারী ঘোষ

 

১৩খিলাফৎ আন্দোলন কবে শুরু হয়?

(A) 1919 সালে

(B) 1911 সালে

(C) 1928 সালে

(D) 1918 সালে

উত্তর: 1919 সালে

 

১৪. সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন

(A) মঙ্গল পান্ডে

(B) বিরসা মুন্ডা

(C) সিধু, কানহু, চাঁদ ভৈরব চার ভাই

(D) মই মুন্ডা মানকি

উত্তর: সিধু, কানহু, চাঁদ ভৈরব চার ভাই

 

১৫. নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে চলে যান কবে?

(A) 1939 সালে

(B) 1940 সালে

(C) 1941 সালে

(D) 1942  সালে

উত্তর: 1941 সালে

 

১৬. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন?

 (A) কলকাতা অধিবেশন

(B) বোম্বাই অধিবেশন

(C) হরিপুরা অধিবেশন

(D) ত্রিপুরী অধিবেশন

উত্তর: হরিপুরা অধিবেশন

 

১৭. বুড়িবালামের তীরে ইংরেজ সশস্ত্র বাহিনীর সঙ্গে মুখোমুখি সংগ্রামে নিচের কোন বিপ্লবী প্রাণ দিয়েছিলেন?

 (A) বাঘা যতীন

(B) বিনয় বসু

(C) বাদল গুপ্ত

(D) রাজগুরু

উত্তর: বাঘা যতীন

 

১৮. "ভারত আবার বিশ্ব জয় করবে"- এই উক্তিটি কে করেছিলেন?

(A)  রাজা রামমোহন রায়

(B) স্বামী দয়ানন্দ সরস্বতী

(C) স্বামী বিবেকানন্দ

(D) রামকৃষ্ণ

উত্তর: স্বামী বিবেকানন্দ

 

১৯. ভারতের স্বাধীনতা আন্দোলনে "দিল্লি চলো" কার আহ্বান?

(A) গান্ধিজি

(B) নেতাজী সুভাষচন্দ্র বসু

(C) শাহনওয়াজ খান

(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

উত্তর: নেতাজী সুভাষচন্দ্র বসু

 

২০. কোন বইকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলা হয়?

(A) আনন্দমঠ

(B) ঘরে-বাইরে

(C) গোরা

(D) চার অধ্যায়

উত্তর: আনন্দমঠ


Previous..                        Next..


Post a Comment

0 Comments