ভারতের সংবিধান MCQ GK প্রশ্নোত্তর | Part - 7 | Indian Constitution MCQ GK

 GK Question Answer on Indian Constitution

Indian Constitution GK
Indian Constitution GK | Indian Polity GK
   



ভারতের সংবিধান GK প্রশ্নোত্তর গুলি আপনাদের Competitive Examination এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। Indian Constitution GK Questions Answers গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে ভারতের সংবিধান জিকে প্রশ্নোত্তর গুলি দেখে নিন। 



Indian Constitution GK MCQ In Bengali

 

.ভারতের সংবিধান গৃহীত হয়েছিল-

(A) ভারতীয় ন্যাশনাল কংগ্রেস

(B) ভারতীয় সংবিধানের সভা

(C) ইন্ডিয়ান লিগ

(D) ওপরের কোনোটিই নয়

 উত্তর: ইন্ডিয়ান লিগ

 

. ভারতের সংবিধান দিবস পালিত হয়-

(A) 3 ডিসেম্বর

(B) 25অক্টোবর

(C) 5 জানুয়ারি

(D) 26নভেম্বর

উত্তর: 26নভেম্বর

 

.  Constituent Assembly ভারতীয় সংবিধান গ্রহণ করেছে-

(A) 15 অগাস্ট, 1947

(B) 26জানুয়ারি, 1950

(C) 26 নভেম্বর, 1949

(D) 2 অক্টোবর, 1950

উত্তর: 26 নভেম্বর,1949

 

. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন-

(A) মোহনদাস করমচাঁদ গান্ধী

(B) জওহরলাল নেহেরু

(C) . বি. আর. আম্বেদকর

(D) সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তর: . বি. আর. আম্বেদকর

 

ভারতের 70 তম সংবিধান দিবস পালিত হয়-

(A) 2020

(B) 2018

(C) 2017

(D) 2019

উত্তর: 2019

 

. ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল -

(A) 26নভেম্বর, 1949

(B) 20 নভেম্বর, 1949

(C) 25 নভেম্বর, 1949

(D) 26 জানুয়ারি, 1950

উত্তর: 26নভেম্বর, 1949

 

. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় -

(A) রাজা গোপালাচারী

(B) শরৎ বসু

(C) মতিলাল নেহেরু

 (D) শ্যামাপ্রসাদ মুখার্জী

উত্তর: মতিলাল নেহেরু

 

. ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল তারিখটি হল -

(A) 15আগস্ট, 1947

(B) 24 জুলাই, 1948

(C) 20 জানুয়ারি, 1951

(D) 26 জানুয়ারি,1950

উত্তর: 26 জানুয়ারি,1950

 

. সংবিধান সভার সভাপতি কে ছিলেন?

(A) . বি. আর. আম্বেদকর

 (B) রাজাগোপালাচারী

(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(D) জহরলাল নেহেরু

উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ

 

১০. গণপরিষদের সদস্য ছিলেন

(A) প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত

(B) প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত

(C) সরকার কর্তৃক মনোনীত

(D) একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি

উত্তর: প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত

 

১১. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন?

(A) জহরলাল নেহেরু

(B) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(C) ডঃ বি আর আম্বেদকর

(D) এদের কেউই নন

উত্তর: ডঃ বি আর আম্বেদকর

 

১২. নিচে বর্ণিত সময়কাল গুলির মধ্যে কোন সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে?

(A)  নভেম্বর, 1947- নভেম্বর, 1949

(B) নভেম্বর, 1947- নভেম্বর, 1949

(C) ডিসেম্বর, 1946- নভেম্বর, 1949

(D) ডিসেম্বর, 1947- নভেম্বর, 1949

উত্তর: ডিসেম্বর,1946- নভেম্বর,1949

 

১৩. ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল?

(A) 300

(B) 304

(C) 308

(D) 310

উত্তর:  (B) 304

 

 

১৪. কোন আইন দ্বারা ভারতীয় সংবিধান বৈধতা লাভ করেছিল?

(A) The govt.of India Act, 1919

(B) The govt. of India Act, 1935

(C) The Indian Independence Act, 1947

(D)  এগুলির কোনোটিই নয়

উত্তর: The govt. of India Act, 1935

 

১৫. গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন?

(A) রাজেন্দ্র প্রসাদ

(B) সচ্চিদানন্দ সিনহা

(C) ডঃ বি আর আম্বেদকর

(D) এইচ ভি কামাথ

উত্তর: সচ্চিদানন্দ সিনহা

 

১৬নিম্নলিখিতগুলির মধ্যে কে গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা ছিলেন?

(A) বি. শিবারাও

(B) ডঃ বি আর আম্বেদকর

(C) সচ্চিদানন্দ সিনহা

(D) বি. এন. রাও

উত্তর: বি. এন. রাও

 

১৭. ভারতের গণপরিষদ কাজ শুরু করে-

(A) 9 ডিসেম্বর,1946 থেকে

(B) 1 জানুয়ারি,1947 থেকে

(C) 26 জানুয়ারি,1947 থেকে

(D) 15 আগস্ট,1947 থেকে

উত্তর:  9 ডিসেম্বর,1946 থেকে

 

১৮. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না?

(A) সর্দার বল্লভভাই প্যাটেল

(B) আচার্য জে.বি কৃপালিনী

(C) জয়প্রকাশ নারায়ণ

(D) কে. এম. মুন্সি

উত্তর: জয়প্রকাশ নারায়ণ

 

১৯. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

(A) ডঃ বি আর আম্বেদকর

(B) রাজা গোপালাচারী

(C) আবুল কালাম আজাদ

(D) ডক্টর রাজেন্দ্র প্রসাদ

উত্তর: ডক্টর রাজেন্দ্র প্রসাদ

 

২০. স্বাধীনতার সময় ভারতের কতগুলি দেশীয় রাজ্য বর্তমান ছিল?

(A) 555 টি

(B) 558 টি

(C) 560 টি

(D) 562 টি

উত্তর: 562 টি

                       

Post a Comment

0 Comments