ভূগোল MCQ GK প্রশ্নোত্তর | Geography MCQ GK In Bengali

 Geography Most Important GK MCQ

Geography mcq gk
Geography MCQ GK In Bengali | Geography Question Answer
    



ভূগোল জিকে প্রশ্নোত্তর পর্ব - ৬। আগের পর্বে Geography থেকে অনেক গুলো জিকে প্রশ্নোত্তর দেওয়া হয়েছিল। এই পর্বে থাকছে আরও ২০ গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর। আমাদের দেওয়া প্রতিটি প্রশ্ন উত্তর আপনাদের Competitive Exam এ সাহায্য করবে। নিচে Indian Geography GK MCQ Question Answer গুলি দেখে নিন।



MCQ on Geography In Bengali


1➤ নিচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত ও সীমাবদ্ধ?

ⓐ আরাবল্লী
ⓑ সাতপুরা
ⓒ অজন্তা
ⓓ পূর্বঘাট

2➤ 'উইলি উইলি' কাকে বলে?

ⓐ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
ⓑ সুনামির অন্য নাম
ⓒ অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন
ⓓ চিরহরিৎ বৃক্ষ

3➤ সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?

ⓐ বঙ্গোপসাগর
ⓑ রেড সি
ⓒ বাল্টিক সাগর
ⓓ প্রশান্ত মহাসাগর

4➤ সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি?

ⓐ নেপচুন
ⓑ বৃহস্পতি
ⓒ পৃথিবী
ⓓ শনি

5➤ পাট চাষের জন্য প্রয়োজন-

ⓐ উষ্ণ এবং আর্দ্র জলবায়ু
ⓑ উষ্ণ ও শুষ্ক জলবায়ু
ⓒ ভূমধ্যসাগরীয় জলবায়ু
ⓓ আর্দ্র জলবায়ু

6➤ ভারতের কোথায় টোডা উপজাতি দেখা পাওয়া যেতে পারে?

ⓐ সিকিম
ⓑ আন্দামান
ⓒ নীলগিরি
ⓓ গারো

7➤ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল-

ⓐ পুষ্পগীরি
ⓑ ধবলগিরি
ⓒ ডোডাবেট্টা
ⓓ আনাইমুদি

8➤ পৃথিবীর স্থল ভূমির ক্ষেত্রফল প্রায়-

ⓐ 360 মিলিয়ন বর্গ কিমি
ⓑ 252 মিলিয়ন বর্গ কিমি
ⓒ 148 মিলিয়ন বর্গ কিমি
ⓓ 125 মিলিয়ন বর্গ কিমি

9➤ Beaufort স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত?

ⓐ বায়ুর গতিবেগ
ⓑ ভূমিকম্পের তীব্রতা
ⓒ সমুদ্রস্রোতের উষ্ণতা
ⓓ বৃষ্টিপাতের পরিমাণ

10➤ নিম্নলিখিত মধ্যে কোনটি ভূতত্ত্ব অনুয়ায়ী সর্বাপেক্ষা প্রাচীন?

ⓐ হিমালয় পর্বত শ্রেণী
ⓑ গাঙ্গেয় -ব্রহ্মপুত্র উপত্যকা
ⓒ দাক্ষিণাত্যের মালভূমি
ⓓ উপকূলীয় সমভূমি


11➤ পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়?

ⓐ জাপান
ⓑ মিশর
ⓒ নরওয়ে
ⓓ থাইল্যান্ড

12➤ ভারতের কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত?

ⓐ সম্বর হ্রদ
ⓑ চিলকা হ্রদ
ⓒ উলার হ্রদ
ⓓ পেরিয়ার হ্রদ

13➤ লিথোস্ফিয়ার নিচের কোনটিকে বোঝায়?

ⓐ পৃথিবীর কেন্দ্রস্থলে
ⓑ মরু প্রদেশের আবহাওয়া
ⓒ সামুদ্রিক প্রাণী জগৎ
ⓓ ভূত্বক

14➤ আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি

ⓐ ব্যারোমিটার
ⓑ হাইড্রোমিটার
ⓒ হাইগ্রোমিটার
ⓓ রেনগজ

15➤ আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে?

ⓐ পশ্চিমদিক থেকে পূর্বদিকে
ⓑ পূর্বদিক থেকে পশ্চিমদিকে
ⓒ উত্তরদিক থেকে দক্ষিণদিকে
ⓓ দক্ষিণদিক থেকে উত্তরদিকে

16➤ ফেরেলের সূত্র উচ্চতার তারতম্যের বায়ু চাপের তারতম্য নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ⓐ উচ্চতার তারতম্যের বায়ু চাপের তারতম্য
ⓑ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ
ⓒ দ্রাঘিমাংশ নির্ণয়
ⓓ ওপরের কোনোটিই নয়

17➤ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

ⓐ প্রায় 15 কোটি কিলোমিটার
ⓑ 3 লক্ষ 85 হাজার কিলোমিটার
ⓒ এক কোটি 28 লক্ষ কিলোমিটার
ⓓ প্রায় 51 কোটি কিলোমিটার

18➤ সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কত গুণ বেশি?

ⓐ 10 গুণ
ⓑ 140 গুণ
ⓒ প্রায় 13 হাজার গুণ
ⓓ প্রায় 13 লক্ষ গুণ

19➤ ভারতের ব্যারেন দ্বীপে-

ⓐ সঞ্চয়জাত
ⓑ ক্ষয়জাত
ⓒ ভঙ্গিল
ⓓ স্তুুপ পর্বত দেখা যায়

20➤ ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হল -

ⓐ সিয়েরা নেভাদা
ⓑ আল্পস
ⓒ ভোজ
ⓓ ব্ল্যাক ফরেস্ট

Previous..                            Next.. 

          

Post a Comment

0 Comments