Economics MCQ In Bengali | Indian Economy GK | Part - 3

 MCQ on Indian Economy In Bengali

Economics MCQ
Economics for UPSC | PSC | WBCS | SSC | CGL | Bank | Rail
 

ভারতের অর্থনীতি MCQ GK Question Answer Part - 3. আপনারা হয়তো আগের দুটি পর্বে ভারতের অর্থনীতির জিকে প্রশ্নোত্তর গুলি দেখেছেন। এই পর্বে নতুন করে আরও বেশ কিছু Indian Economy থেকে প্রশ্নোত্তর দেওয়া হল। এই পর্বের সকল GK Questions Answers গুলি আপনাদের চাকরির পরীক্ষা যেমন WBCS, PSC, UPSC, WBP, SSC, SSC GD, CGL, Bank, RRB RAIl ইত্যাদি পরীক্ষায় সাহায্য করবে। নিচে Indian Economy Question Answer গুলো দেখে নিন। 



Economics MCQ GK In Bengali

1➤ সেবি (SEBI) হল একটি-সংস্থা-

ⓐ বিধিবদ্ধ
ⓑ উপদেষ্টা মূলক
ⓒ সাংবিধানিক
ⓓ অ- বিধিবদ্ধ

2➤ সার্ক (SAARC) গঠিত হয়-

ⓐ 8th ডিসেম্বর1984
ⓑ 1st জানুয়ারি,1984
ⓒ 8th ডিসেম্বর,1985
ⓓ 1st জানুয়ারি, 1985

3➤ কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?

ⓐ সুইজারল্যান্ড
ⓑ মাল্টা
ⓒ চেকরিপাবলিক
ⓓ পোল্যান্ড

4➤ প্রধানমন্ত্রী ভারত জোড়া প্রযোজনা- এর সঙ্গে সম্পর্কিত?

ⓐ যোগাযোগ
ⓑ সামাজিক সংহতি
ⓒ নদী সংযুক্তি
ⓓ হাইওয়ে উন্নয়ন

5➤ 'সাগরমালা' হল-

ⓐ একটি তৈলআহরণকারী জাহাজ
ⓑ ভারত মহাসাগরের একটি তৈলখনি
ⓒ একটি বন্দর পরিকল্পনা
ⓓ তৈল শোধনাগার

6➤ সেন ভ্যাট (CEN VAT) হলো-

ⓐ বিক্রয় কর
ⓑ এক্সাইজ কর
ⓒ কাস্টমস কর
ⓓ পরিষেবা কর

7➤ শিক্ষা উন্নয়ন সূচক অনুসারে কোন রাজ্য প্রথম এবং শেষ তম স্থান অর্জন করেছে?

ⓐ কেরল ও উড়িষ্যা
ⓑ কেরল ও বিহার
ⓒ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা
ⓓ কর্ণাটক ও বিহার

8➤ ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয়?

ⓐ কলকাতা
ⓑ দিল্লী
ⓒ মুম্বাই
ⓓ চেন্নাই

9➤ ভারতের আর্থিক বছর (Financial year) শুরু হয় কোন তারিখ থেকে?

ⓐ 28thফেব্রুয়ারি
ⓑ 1st মে
ⓒ 31st মার্চ
ⓓ 1st এপ্রিল

10➤ মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয়?

ⓐ ঋণদাতা
ⓑ চাকুরীজীবী
ⓒ কৃষক
ⓓ ঋণগ্রহীতা


11➤ প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কে?

ⓐ 1966-67
ⓑ 1966-69
ⓒ 1977-78
ⓓ 1990-92

12➤ ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হয় কত সালে?

ⓐ 1990
ⓑ 1991
ⓒ 1992
ⓓ 1993

13➤ সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবচেয়ে বেশি উন্নতি ঘটে?

ⓐ ধান
ⓑ পাট
ⓒ গম
ⓓ তৈলবীজ

14➤ কত সালে MRTP আইন চালু হয়?

ⓐ 1969
ⓑ 1965
ⓒ 1968
ⓓ 1972

15➤ কত সালে ভারত সরকার বাছাই করা শেয়ার ছাড়ে?

ⓐ 1990
ⓑ 1992
ⓒ 1991
ⓓ 1994

16➤ LIC কত সালে গঠিত হয়?

ⓐ 1951
ⓑ 1952
ⓒ 1955
ⓓ 1956

17➤ ভারতের পরিকল্পনা কমিশন একটি-

ⓐ স্বাধীন এবং স্ব-শাসিত সংস্থা
ⓑ বিধিবদ্ধ সংস্থা
ⓒ পরামর্শ দানকারী সংস্থা
ⓓ সাংবিধানিক সংস্থা

18➤ জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী সচিব হলেন-

ⓐ অর্থ মন্ত্রকের সচিব
ⓑ লোকসভার সাধারণ সচিব
ⓒ পরিকল্পনা কমিশনের সচিব
ⓓ পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান

19➤ দেশের পরিবহনের নিরিখে সড়ক পরিবহনের অবদান হল-

ⓐ 20%
ⓑ 40%
ⓒ 60%
ⓓ 80%

20➤ কোন রাজ্যে তপশিলি জাতির শতকরা অনুপাত সবচেয়ে বেশি?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ কেরল
ⓓ পাঞ্জাব

Post a Comment

0 Comments