NTCP RRB Rail Exam GK MCQ | Part - 5 | Rail Group D Exam 2022

 RRB Railway Exam GK Questions Answers

Railway Group D Exam GK
Railway Group D Exam | Gk in Bengali | General Knowledge 
  


Rail Group D Exam 2022 GK In Bengali.  আগের পর্বে আপনাদের জন্য রেল পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও বেশ কিছু বাছাই করা Important GK MCQ Question Answer. নিচে জিকে প্রশ্নোত্তর গুলি দেখে নিন। 



General Knowledge MCQ In Bengali


. নিচের নদী গুলির মধ্যে কোনটি উপনদী নয়?

(A) শোন

(B)গোমতী

(C) সুবর্ণরেখা

(D) গণ্ডক

উত্তর: সুবর্ণরেখা

 

. নিম্নোক্ত সংখ্যা গুলির মধ্যে কোনটি ব্যতিক্রম 7,28,63,124,215,342,511

(A) 28

(B) 124

(C) 342

(D) 215

উত্তর: 28

 

. পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে?

(A) মেদিনীপুর

(B) মুর্শিদাবাদ

(C) পুরুলিয়া

(D) বর্ধমান

উত্তর: পুরুলিয়া

 

. কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য?

(A) দুটি লেন্স

(B) অতিবেগুনি রশ্মির প্রয়োজন

(C) শুধুমাত্র মৃত জীব দেখার জন্য ব্যবহার

(D) বৃহৎ জায়গার প্রয়োজন

উত্তর: দুটি লেন্স

 

. ওয়াভেল পরিকল্পনা পূর্ণ ফলশ্রুতি কি ছিল?

(A) উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ গণভোট গ্রহণ

(B) হায়দ্রাবাদ রাজ্য কে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ

(C) সিমলা কনফারেন্স আহ্বান করা

(D) কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা

উত্তর: সিমলা কনফারেন্স আহ্বান করা

 

. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলা --------  নামে পরিচিত?

(A) ডুয়ার্স

(B) তরাই

(C) রাঢ়

(D) বারিন্দ

উত্তর: তরাই

 

. যে কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপস এর সঙ্গে এবং ওয়াভেল এর সঙ্গে সিমলায় কথাবার্তা চলছে চালিয়েছিলেন তিনি ছিলেন-

(A) জহরলাল নেহেরু

(B) আবুল কালাম আজাদ

(C) জে বি কৃপালিনী

(D) রাজাগোপালাচারী

উত্তর: আবুল কালাম আজাদ

 

. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি V,J,Lঅথবা I আকৃতির হয়?

(A) প্রোফেজ

(B) মেটাফেজ

(C) অ্যানাফেজ

(D) টেলোফেজ

উত্তর: মেটাফেজ

 

. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত?

(A) 600 কিলোমিটার

(B) 700 কিলোমিটার

(C) 800 কিলোমিটার

(D) 400 কিলোমিটার

উত্তর: 700 কিলোমিটার

 

১০. পাচিত খাদ্য শোষণ হয়-

(A) পাকস্থলীতে

(B) ক্ষুদ্রান্তে

(C) বৃহদন্ত্রে

(D) কোলনে

উত্তর: (B) ক্ষুদ্রান্তে


১১. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ হল-

(A) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু 

(B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু 

(C) পশ্চিমী ঝঞ্জা 

(D) অক্লুসান

উত্তর: প্রত্যাবর্ত মৌসুমী বায়ু 

 

১২. রাভার কোন কাজে ব্যবহৃত হয়?

(A) নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে 

(B) বেতার গ্রাহক থেকে সংকেত সংগ্রহ করতে 

(C) ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে

(D) কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

উত্তর: কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

 

১৩. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স -

(A) 70 বছর

(B) 65 বছর

(C) 62 বছর

(D) 60 বছর

উত্তর:  65 বছর

 

১৪. শশাঙ্ক কোন  রাজবংশের রাজা ছিলেন?

(A)  পাল 

(B) সেন 

(C) গৌড় 

(D) কামরূপ  

উত্তর: গৌড়

 

১৫. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র

(A) আকাশ

(B) পৃথ্বী 

(C) অগ্নি 

(D)  ব্রহ্মস

উত্তর: আকাশ

 

১৬. ভারতের কোথায় হীরার খনি গুলি অবস্থিত

(A) উত্তরপ্রদেশ 

(B) কর্ণাটক 

(C) মধ্যপ্রদেশ 

(D) গুজরাট

উত্তর: মধ্যপ্রদেশ

 

১৭. আলোকবর্ষ কিসের একক

(A) দূরত্ব 

(B) আলো 

(C) আলোর প্রাবল্য 

(D) সময়

উত্তর: দূরত্ব

 

১৮. কোন রশ্মিটি সবচেয়ে বিপদজনক?

(A) আলফা রশ্মি

(B) বিটা রশ্মি 

(C) গামা রশ্মি 

(D) রঞ্জন রশ্মি

উত্তর: গামা রশ্মি

 

১৯. ভারতের কোন তটীয় রাজ্যের মৃত্তিকাক্ষয় অত্যন্ত উদ্বেগপূর্ণ

(A) কেরালা 

(B) তামিলনাড়ু 

(C) উড়িষ্যা

(D) কর্ণাটক

উত্তর: উড়িষ্যা

 

২০. 42cm ব্যাসার্ধের একটি গোলাকার তারকে একটি আয়তক্ষেত্রের পরিণত করা হলো যার বাহুর অনুপাত 6:5 l আয়তক্ষেত্রটির ছোট বাহুর মাপ বের কর?

(A) 120 cm

(B) 144 cm

(C) 177 cm

(D) 110 cm

উত্তর: 120 cm


Previous..                    Next..                            

Post a Comment

0 Comments