পদার্থ বিজ্ঞান MCQ GK | Part - 4 | Physic GK MCQ Question Answer

 Physical Science GK MCQ In Bengali

Physical Science
GK for Competitive Exam | Physics GK In Bengali
    



পদার্থ বিজ্ঞানের উপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর। আপনাদের অনুরোধে আবারও Physics এর উপর থেকে Important Physics MCQ GK Questions Answers. আগের পর্ব গুলিতেও আমরা Physical Science এর উপর থেকে অনেক জিকে প্রশ্নোত্তর দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন। 


MCQ GK on Physics In Bengali



. অপসারী লেন্স কোনটি

(A) অবতল লেন্স 

(B) উত্তল লেন্স 

(C) গোলক লেন্স 

(D) কোনটাই না 

উত্তর: অবতল লেন্স 

 

. অভিসারী লেন্স কোনটি

(A) অবতল লেন্স 

(B) উত্তল লেন্স 

(C) গোলক লেন্স 

(D) কোনটাই না

উত্তর: উত্তল লেন্স 

 

. পাতলা লেন্স -এর অভ্যন্তরস্থ কোন বিন্দু দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে তার কোন বিচ্যুতি হয় না

(A) ফোকাস বিন্দু 

(B) ভরকেন্দ্র 

(C) আলোক কেন্দ্র

(D) উচ্চ বিন্দু 

উত্তর: আলোক কেন্দ্র

 

. কোন ধরনের প্রতিবিম্ব কে পর্দায় ধরা যায় না, কিন্তু তার ছবি তোলা যায়

(A) সদ্ বিম্ব 

(B) অসদ্ বিম্ব 

(C) অসমান বিম্ব 

(D) সমান বিম্ব

উত্তর: অসমান বিম্ব 

 

. অসদ্ বিম্বের সদ্ বিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে?

(A) চশমা 

(B) পেরিস্কোপ

(C) ক্যামেরা 

(D) আতস কাঁচ

উত্তর: ক্যামেরা 

 

. মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়

(A) অসদ্ বিম্ব 

(B) সদ্ বিম্ব 

(C) উল্টানো সদ্ বিম্ব 

(D) সোজা সদ্ বিম্ব 

উত্তর: অসদ্ বিম্ব 

 

. বস্তু অসীমে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়

(A)  অসীমে 

(B) f 2f এর মধ্যে 

(C) ফোকাস তলে

(D) f 2f এর বাইরে

উত্তর: ফোকাস তলে

 

. বিবর্ধক হিসেবে উওল লেস্ন ব্যবহারের সময় বস্তুকে লেন্স থেকে লেন্সের -

(A) ফোকাস দূরত্বে

(B) ফোকাস দূরত্ব অপেক্ষা কম

(C) ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি 

(D) দ্বিগুণ ফোকাস দূরেত্ব

উত্তর: ফোকাস দূরত্ব অপেক্ষা কম


. বিবর্ধক হিসেবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়

(A) অসদ্ ছোটো 

(B) সদ্ ছোটো 

(C) অসদ্ বড়ো 

(D) সদ্ বড়ো

উত্তর: অসদ্ বড়ো

 

১০. রৈখিক বিবর্ধন কোন বক্তব্যটি সঠিকরৈখিক বিবর্ধন=

(A) বস্তু দূরত্ব /প্রতিবিম্ব দূরত্ব 

(B) প্রতিবিম্ব দূরত্ব  /বস্তু দূরত্ব

(C) বিবর্ধনের মান অনুযায়ী উপরোক্ত দুটি সত্য হতে পারে 

(D) কোনোটিই নয় 

উত্তর: প্রতিবিম্ব দূরত্ব  /বস্তু দূরত্ব

 

১১. কি ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে

(A) প্রতিসম বস্তুর 

(B) দীর্ঘ বস্তুর

(C) খর্ব বস্তুর

(D) অপ্রতিসম বস্তুর 

উত্তর: অপ্রতিসম বস্তুর

 

১২. ডেন্টিস্টের দর্পণ কি ধরনের?

(A) চোঙাকৃতি 

(B) সমতল 

(C) উত্তল

(D) অবতল

উত্তর: অবতল

 

১৩. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়

(A) 8 মিনিট

(B) 8.3 মিনিট

(C) 9 মিনিট

(D) 10 মিনিট

উত্তর:  8.3 মিনিট

 

১৪. ক্যামেরার কোন অংশ মানুষের চোখের রেটিনা সঙ্গে সাদৃশ্য রাখে

(A) লেন্স 

(B) অ্যাপারচার 

(C) ফিল্ম

(D) সাটার 

উত্তর:  লেন্স

 

১৫রঙের সঠিক পর্যায়ক্রমটি লেখ -

 (A) বেগুনি, নীল, লাল 

(B) সবুজ, কমলা লাল 

(C) লাল, সবুজ, আকাশি 

(D) নীল, সবুজ, হলুদ 

উত্তর: বেগুনি, নীল, লাল 

 

১৬. বস্তুর ত্রিমাত্রিক চিত্র গ্রহণ চিত্র প্রদর্শনীর প্রযুক্তিকে বলে-

(A)  ভিডিওগ্রাফি

(B) লেক্সিকোগ্রাফি

(C) হলোগ্রাফি

(D) ফটোগ্রাফি

উত্তর:  ভিডিওগ্রাফি

 

১৭. সিনেমার পর্দায় যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফিল্ম লেন্স থেকে কত দূরে রাখা হয়?

 (A) f 2f এর মধ্যে 

(B) 2f এর বাইরে 

(C) f এর মধ্যে 

(D) 2f এর দূরত্ব

উত্তর:  f 2f এর মধ্যে

 

১৮. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য-

(A) কম হত

(B) পরিবর্তন হয় না 

(C) বেড়ে যেত 

(D) প্রায় অর্ধেক হয়ে যেত

উত্তর: কম হত

 

১৯. সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত সূর্যকে দেখা যায় কারণ -

(A) বায়ুমণ্ডলের প্রতিসরণ 

(B) আলোকের বিচ্ছুরণ 

(C) প্রতিফলন

(D) বিচ্ছুরণ

উত্তর: বায়ুমণ্ডলের প্রতিসরণ 

 

২০. সদ্ বিম্ব গঠন করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়

(A) সমতল 

(B) অবতল 

(C) উত্তল 

(D) কোনটাই নয়

উত্তর: অবতল


Previous..                    Next..   

Post a Comment

0 Comments