Mauryan age MCQ In Bengali | Set - 2 | মৌর্য সাম্রাজ্যের ইতিহাস MCQ

 Mauryan Dynasty Question Answer In Bengali

Mauryan age MCQ In Bengali
Mauryan Age MCQ Question Answer In Bengali | Ancient Indian History
  



প্রাচীন ভারতের ইতিহাস : মৌর্য যুগের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব ২। আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সফলতার জন্য আমরা এই  আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ Ancient Indian History MCQ Question Answer. আগের পর্বে Mauryan age MCQ In Bengali Part - 1 দেওয়া হয়েছে। সেই Question Answer গুলি দেখে নিতে পারেন। 

                      

             

MCQ on Mauryan Dynasty 


1. ’মহাবংশমএবং 'দীপবংশমবই দুইটিতে নিম্নের কোন সম্রাটের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ?

কণিষ্ক

অশোক

হর্ষবর্ধন

বিম্বিসার

Ans : অশোক

 

2. মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন-

বিন্দুসার

চন্দ্রগুপ্ত

অশোক

কুনাল

Ans : অশোক

 

3. অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়-

দশম লেখ

একাদশ লেখ

দ্বাদশ লেখ

ত্রয়োদশ লেখ

Ans : ত্রয়োদশ লেখ

 

4. নিম্নলিখিত কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময় ব্যাপী রাজত্ব করেছিলেন-

চন্দ্রগুপ্ত মৌর্য

বিন্দুসার

অশোক

কুনাল

Ans : অশোক

 

5. নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে ভারতের কোন অংশটি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভূক্ত ছিল না ?

পূর্ব ভারত

উত্তর ভারত

দক্ষিণ ভারত

কোনটিই নয়

Ans : দক্ষিণ ভারত

 

6. বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন-

বৈশালী

উজ্জয়িনী

ইন্দ্রপ্রস্থ

মৎস্য

Ans : উজ্জয়িনী

 

7. বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন-

ভগবান বিষ্ণু

ভগবান শিব

ভগবান কৃষ্ণ

কোনটিই নয়

Ans : ভগবান শিব

 

8. কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন-

খ্রীষ্টপূর্ব ২৬০ অব্দে

খ্রীষ্টপূর্ব ২৬২ অব্দে

খ্রীষ্টপূর্ব ২৬৫ অব্দে

খ্রীষ্টপূর্ব ২৭২ অব্দে

Ans : খ্রীষ্টপূর্ব ২৬০ অব্দে

 

9. মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিত ছিল-

রাজুকা

প্রদেশিকা

যুক্তা

এদের কোনটি নয়

Ans : প্রদেশিকা

 

10. কলিঙ্গের যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিলো ?

বারাবাটি

বালাসোর

ধৌলিক

উদয়গিরি

Ans : ধৌলিক

 

11. চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে দুর্ভিক্ষ দাসপ্রথার অস্তিত্ব ছিল না কথা কে বলেন ?

তারানাথ

মেগাস্থিনিস

হেলিওডোরাস

মার্কো পোলো

Ans : মেগাস্থিনিস

 

12. ইতিহাসে অশোক কি হিসাবে খ্যাত নন-

কামাশোক

চণ্ডাশোক

ধর্মাশোক

কালাশোক

Ans : কালাশোক

 

13. কে উল্লেখ করেছিলেনসকল মানুষই আমার সন্তান-

চন্দ্রগুপ্ত মৌর্য

বিন্দুসার

অশোক

কনিস্ক

Ans : অশোক

 

14. মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন-

কুনাল

দশরথ

বৃহদ্রথ

ধননন্দ

Ans : বৃহদ্রথ

 

15. অশোকের সময়কালেসুবর্ণগিরিকোন অঞ্চলের একটি শহরের নাম ছিল-

মধ্যপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

তামিলনাড়ু

আফগানিস্তান

Ans : অন্ধ্রপ্রদেশ

 

16. চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন-

পাটলিপুত্র

শ্রাবণ বেলাগোলা

মগধ

গয়া

Ans : শ্রাবণ বেলাগোলা

 

17. চন্দ্রগুপ্তের মতার নাম কী ?

চেল্লানা

কুমারদেবী

মুরা

এদের কেউ নয়

Ans : মুরা

 

18. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?

পুরু

আলেকজাণ্ডার

অম্ভি

সেলুকাস

Ans : সেলুকাস

 

19. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

প্রিয়দর্শী

ধম্মাশোক

দৈবপুত্র

দেবনামপ্রিয় প্রিয়দর্শন

Ans : দৈবপুত্র

 

20. 'রাজুক' 'স্ত্রীমহামাত্র' পদ প্রবর্তন করেন-

অজাতশত্রু

বিন্দিসার

বিম্বিসার

অশোক

Ans : অশোক



Post a Comment

0 Comments