Modern Indian History MCQ In Bengali Part - 2 | আধুনিক ভারতের ইতিহাস MCQ

 Modern Indian History Question Answer 

Modern Indian History part - 2
Indian History MCQ | Modern Indian History MCQ
    



Modern Indian History MCQ Part - 2 তে আপনাদের স্বাগতম। আগের পর্বে আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে বেশ কিছু Important MCQ Question Answer দেওয়া হয়েছে। এই পর্বে আপনাদের জন্য থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর। ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে History MCQ Question Answer গুলি দেওয়া হল। 

                                        


MCQ on Modern History In Bengali


. মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন?

(A) ১৯০৫ সালে

(B) ১৯১১ সালে

(C) ১৯১৫ সালে

(D) ১৯১৮ সালে

 

উত্তর: ১৯১৫ সালে

 

. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের কিছু আগে কোন বিশেষ ঘটনাটি ঘটে?

(A) ভারত ছাড়ো আন্দোলন হয়

(B) রাওলাট আইন পাশ হয়

(C) আইন অমান্য আন্দোলন শুরু হয়

(D) সাইমন কমিশন ভারতে আসে

 

উত্তর: রাওলাট আইন পাশ হয়

 

. বরদোলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন?

(A) সর্দার প্যাটেল

(B) মহাত্মা গান্ধী

(C) বালগঙ্গাধর তিলক

D) জহরলাল নেহেরু

 

উত্তর: সর্দার প্যাটেল

 

.  অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(A) মাদাম কামা

(B) চন্দ্রশেখর আজাদ

(C) ভি ডি সাভারকার

(D)  সূর্য সেন

 

উত্তর: ভি ডি সাভারকার

 

. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

(A) ১৯৩৪ খ্রিষ্টাব্দ

(B) ১৯৩৩ খ্রিষ্টাব্দ

(C) ১৯৩২ খ্রিষ্টাব্দ

(D) ১৯৩১ খ্রিষ্টাব্দ

 

উত্তর: ১৯৩২ খ্রিষ্টাব্দ

 

. "ভারতবর্ষের প্রথম আধুনিকমনস্ক মানুষ" কে?

(A) রবীন্দ্রনাথ

(B) রাজা রামমোহন রায়

(C) মতিলাল নেহেরু

(D) দাদাভাই নওরোজি

 

উত্তর: রাজা রামমোহন রায়

 

. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় বসে?

(A) দিল্লি

(B) লন্ডন

(C) সিমলা

(D) লখনও

 

উত্তর: লন্ডন

 

. অরবিন্দ ঘোষ কে কিসের জন্য দায়ী করা হয়েছিল?

(A) মিরাট ষড়যন্ত্র মামলা

(B) আলিপুর ষড়যন্ত্র মামলায়

(C) দিল্লি ষড়যন্ত্র মামলায়

(D) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের জন্য

 

উত্তর: আলিপুর ষড়যন্ত্র মামলায়

 

. "জয়হিন্দ" -এই অভিবাদনটি কে প্রথম করেন?

(A) সুভাষচন্দ্র বসু

B) মহাত্মা গান্ধী

(C) জহরলাল নেহেরু

(D) লালা লাজপত রায়

 

উত্তর: সুভাষচন্দ্র বসু

 

১০. "England's debt of India"-  এই বইটি কে লিখেছিলেন?

(A) লর্ড মাউন্টব্যাটেন

(B) জহরলাল নেহেরু

(C) লালা লাজপত রায়

(D) গোপালকৃষ্ণ গোখলে

 

উত্তর: লালা লাজপত রায়

 

১১. লোকমান্য তিলক কে ইংরেজরা কোথায় নির্বাসিত করেছিল?

(A) আন্দামান 

(B) মান্দালয়

(C) নিউজিল্যান্ড

(D) ব্রিষ্টল

 

উত্তর: মান্দালয়

 

১২.  "ভারত ভারতীয়দের জন্য"- এই রাজনৈতিক উক্তিটি কার?

(A) সুভাষচন্দ্র বসু

(B) বালগঙ্গাধর তিলক

(C) দয়ানন্দ

(D) লালা লাজপত রায়

 

উত্তর: দয়ানন্দ

 

১৩. "পাকিস্তান"-এই নামটি কে উদ্ভাবন করেছিলেন?

(A) মোহাম্মদ আলী জিন্নাহ

(B) লিয়াকত আলী

(C) চৌধুরী রহমত আলী

(D) মোহাম্মদ ইকবাল

 

উত্তর: চৌধুরী রহমত আলী

 

১৪. ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল?

(A) ১৯৪৬

(B) ১৯৪৫

(C) ১৯৪২

(D) ১৯৪১

 

উত্তর: ১৯৪২

 

১৫. কোন সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি উদ্ভাবন করেন?

(A) ১৯৪৬

(B) ১৯৪৭

(C) ১৯৩৩

(D) ১৯৩৪

 

উত্তর: ১৯৩৩

 

১৬. অবিভক্ত ভারতে প্রথম কবে পোস্টাল স্টাম্প চালু হয়?

(A) ১৯০২ সালে

(B) ১৮৫২ সালে

(C) ১৮৭২ সালে

(D) ১৮৯২ সালে

 

উত্তর: ১৮৫২ সালে

 

১৭. ক্রিপস প্রস্তাবকে ব্যাংকের "পোস্ট ডেটেড চেক"- এর সাথে তুলনা করেছেন কে?

(A) জহরলাল নেহেরু

(B) বালগঙ্গাধর তিলক

(C) জিন্না

(D) মহাত্মা গান্ধী

 

উত্তর: মহাত্মা গান্ধী

 

১৮. নিম্নলিখিত মধ্যে কে ছিলেন কবি এবং রাজনৈতিক চিন্তাবিদ? 

(A) বিপিনচন্দ্র পাল

(B) মোহাম্মদ ইকবাল

(C) জিন্না

(D) বল্লভভাই প্যাটেল

 

উত্তর: মোহাম্মদ ইকবাল

 

১৯.  সর্বভারতীয় ক্ষেত্রে  প্রথম কবে পোস্টাল স্টাম্প চালু হয়?

(A) ১৮৫৩ সালে

(B) ১৮৫৪ সালে

(C) ১৮৬০ সালে

(D) ১৮৬১ সালে

 

উত্তর:  ১৮৫৪ সালে

 

২০. মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন কোথায় হয়?

(A) করাচি

(B) ঢাকা

(C) মুম্বাই

(D) লাহোর

 

উত্তর: করাচি



Previous..                         Next..

Post a Comment

0 Comments