Biology GK MCQ In Bengali | Part - 3 | জীবন বিজ্ঞান MCQ Question Answer

 Life Science MCQ Question Answer For Competitive Exam

Biology GK
Biology GK | Life Science MCQ In Bengali
    



জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ৩। Competitive Exam এর জন্য Biology GK MCQ Question Answer গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। আগের পর্বে দেওয়া Life Science GK  গুলি না দেখে থাকলে দেখে নিন। নিচে আপনাদের জন্য Important Biology GK Questions Answers গুলি দেওয়া হল। 

   

MCQ GK on Biology In Bengali

   

. ক্যান্সার প্রতিরোধী ক্রোমোজোমীয় অংশটি হল-

(A) ক্রোমোটিড 

(B) টেলোমিয়ার 

(C) স্যাটেলাইট 

(D) সেন্ট্রোমিয়ার

 উত্তর: স্যাটেলাইট

 

. ক্যান্সার কোশের কারণ-

(A) ওঙ্কোজিন 

(B) সারকোমা 

(C) প্রোটোওঙ্কোজিন 

(D) হেলাকোশ

 উত্তর: প্রোটোওঙ্কোজিন 

 

. অনিয়ন্ত্রিত কোশগুচ্ছের বিভাজন কে বলে -

(A) হাইপারট্রফি 

(B) হাইপারপ্লাসিয়া 

(C) মেটাপ্লাসিয়া 

(D) ক্যান্সার কোশ

 উত্তর: হাইপারপ্লাসিয়া

 

. একটি কোশের একবার মাইটোসিস এর পর কতগুলি অপত্য কোশের সৃষ্টি হয়?

(A) 2 টি

(B) 4 টি

(C) 8 টি

(D) 16 টি

 উত্তর: 2 টি

 

. কোশে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে-

(A)  প্রোটিন 

(B);কার্বোহাইড্রেট 

(C) স্নেহপদার্থ  

(D) খার 

 উত্তর:  প্রোটিন

 

. আদর্শ ক্যান্সার কোশের নিদর্শন হল-

(A) মেলা কোশ 

(B)হেলা কোশ

(C) ভেলা কোশ 

(D) কলা  কোশ

 উত্তর: হেলা কোশ

 

. হরমোনের আধিক্য হলে কি হয়?

(A)  হাইপারপ্লাসিয়া 

(B) হাইপারট্রফি

(C) সাদা দাগ

(D)  শ্বেতী

 উত্তর: হাইপারপ্লাসিয়া

 

. কোশচক্র নিয়ন্ত্রণে কয়টি ব্যবস্থা রয়েছে?

(A) টি

(B) টি

(C) টি

(D) টি

 উত্তর: টি

 

. কোন কারণে কোশের গঠন আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে-

(A) হেলা কোশ

(B) মেটাপ্লাসিয়া

(C) হাইপারপ্লাসিয়া 

(D) কোনটাই নয়

 উত্তর: মেটাপ্লাসিয়া

 

১০. M- দশার কয়টি ভাগ?

(A) 4

(B) 3

(C) 2

(D) 6

 উত্তর:  4

 

১১. কোন মৌলটি DNA- এর গঠনে ব্যবহৃত হয় না

(A) কার্বন 

(B) ফসফরাস 

(C) হাইড্রোজেন 

(D) সালফার

 উত্তর: সালফার

 

১২. DNA- এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন -

(A) লিনিয়াস 

(B) রবার্ট ব্রাউন 

(C) ডারউইন

(D) ওয়াটসন ক্রিক

 উত্তর: ওয়াটসন ক্রিক

 

১৩. একটি ক্রোমোটিডে যে কটি দ্বিতন্ত্রী DNA থাকে তাদের সংখ্যা হল-

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

 উত্তর:  2

 

১৪. ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলে-

 (A) ক্রোমোমিয়ার

(B) সেন্ট্রোমিয়ার 

(C) টেলোমিয়ার 

(D) কাইনেটোকর

 উত্তর: টেলোমিয়ার

 

১৫. ক্রোমোজোম যে দুইটি তন্ত দ্বারা গঠিত তা হল -

(A) ক্রোমোনেমাটা 

(B) ক্রোমাটিড 

(C) পলিপেপটাইড 

(D) তন্ত

 উত্তর: ক্রোমাটিড

 

১৬. ক্রোমোজোম গুলি বেমের দুই প্রান্তে গমন করে -

(A) প্রফেজ

 (B) মেটাফেজ 

(C) অ্যানাফেজ 

(D) টেলোফেজ

 উত্তর: অ্যানাফেজ

 

১৭. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়-

(A) অ্যামাইটোসিস 

(B) মাইটোসিস

(C) মিয়োসিস 

(D) সমবিভাজন

 উত্তর:  মিয়োসিস

 

১৮. কোষ বিভাজনের প্রস্তুতিপর্ব কে বলে-

(A) প্রফেজ 

(B) মেটাফেজ 

(C);অ্যানাফেজ

(D) ইন্টারফেজ

 উত্তর: ইন্টারফেজ

 

১৯. মিওসিস বিভাজন ঘটে -

(A) জনন কোশে 

(B) দেহকোশে 

(C) যকৃৎ কোশে

(D) অগ্ন্যাশয়ে

 উত্তর: জনন কোশে

 

২০. কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে?

(A)  অ্যামাইটোসিস

(B) মাইটোসিস 

(C) মিওসিস 

(D) কোনোটিই নয়

 উত্তর: মিওসিস


Previous..                        Next..

Post a Comment

0 Comments