RRB Rail Group D Exam GK Part 3 | Rail Exam GK Questions Answers Pdf

 RRB Railway Exam Group D General Knowledge


www.gkghor.in
Rail Group D Exam | GK for Rail Exam




ভারতীয় রেলে গ্রুপ ডি পদের পরীক্ষার সূচী বেরিয়েছে। তাই আপনাদের পরীক্ষা প্রস্তুতির জন্য নিয়ে এসেছি জিকে প্রশ্নোত্তর পর্ব ৩। আগের পর্বে RRB NTPC Rail Group D Exam এর বেশ কিছু Important GK Questions Answers দেওয়া হয়েছে। এই পর্বেও গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া হল। 



RRB Group D General Knowledge GK MCQ In Bengali


. সিসমোগ্রাফ হল-

 

(A) মেঘের ছবি তোলার যন্ত্র 

(B) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র 

(C) সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র

(D) বায়ুমন্ডলের চাপের পরিবর্তন মাপার যন্ত্র

 

 উত্তর: ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র

 

. পশ্চিমবাংলায় শিক্ষার হার কত?

 

(A) 70%

(B) 75%

(C) 77%

(D) 80%

 

 উত্তর:  77%

 

. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন-

 

(A) সরাসরি ভারতীয় জনগণ দ্বারা

(B) লোকসভা, রাজ্যসভা রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা 

(C) রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর দ্বারা

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর:  লোকসভা, রাজ্যসভা রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা

 

. 2011- বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল 'ম্যান অফ দ্যা ম্যাচ' কে হন

 

(A) শচীন তেন্ডুলকর 

(B) যুবরাজ সিং 

(C) মাহিন্দ্রা সিং ধোনি

 (D) গৌতম গম্ভীর

 

 উত্তর: মাহিন্দ্রা সিং ধোনি

 

পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়?

 

(A) 100মিটার

(B) 1200মিটার

(C) 1500মিটার

(D) 2000মিটার

 

 উত্তর: 2000মিটার

. নিম্নলিখিত সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়-

 

 (A) আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার

(B) এশীয় উন্নয়ন ব্যাংক 

(C) ইউরোপীয় ইউনিয়ন 

(D) বিশ্ব ব্যাংক

 

 উত্তর: আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার

 

. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে?

 

 (A) প্রিয়দর্শ

 (B) ধম্মাশোক

 (C) দৈবপুত্র

(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শন

 

 উত্তর: দেবনামপ্রিয় প্রিয়দর্শন

 

. ভারতে নেশনাল গ্রীন ট্রিবুনাল প্রতিষ্ঠিত হয়-

 

(A) 2009

(B) 2010

(C) 2011

(D) 2012

 

 উত্তর: 2010

 

. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?

 

(A) উড়িষ্যা 

(B)ঝাড়খন্ড 

(C) ছত্রিশগড়

(D) পশ্চিমবাংলা

 

 উত্তর: ছত্রিশগড়

 

১০. 'বাকস্বাধীনতা' হল একটি

 

(A) মৌলিক অধিকার 

(B) নির্দেশক নীতিভিত্তিক 

(C) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর: মৌলিক অধিকার 

 

১১. পানীয় জলে কার উপস্থিতি কাম্য?

 

(A) K

(B) Ca

(C) As

(D) Fe

 

 উত্তর: K

 

১২. বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত?

 

(A) মহারাষ্ট্র

(B) উড়িষ্যা 

(C) ঝাড়খন্ড 

(D) বিহার

 

 উত্তর: উড়িষ্যা

 

১৩. ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হল-

 

(A) অঙ্গরাজ্যের বিষয়

(B) কেন্দ্রীয় সরকার বিষয়ে

(C) কেন্দ্র রাজ্য সরকারের যৌথ বিষয়

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর: কেন্দ্র রাজ্য সরকারের যৌথ বিষয়

 

১৪. ভারতের ধান উৎপাদনের হার পশ্চিমবঙ্গে কত?

 

(A) 10%

(B) 15%

(C) 20%

(D) 25%

 

 উত্তর: 25%

 

১৫. ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন-

 

(A) ভারতের রাষ্ট্রপতি 

(B) রাজ্যের রাজ্যপাল 

(C) ভারতের প্রধানমন্ত্রী 

(D) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

 

 উত্তর: ভারতের রাষ্ট্রপতি

 

১৬. ফেসবুক এর স্রষ্টা 

 

(A) স্টিভ জবস 

(B) মার্ক জুকারবার্গ 

(C) ল্যারি পেজ

(D) বিল গেটস

 

 উত্তর: মার্ক জুকারবার্গ 

 

১৭. বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে?

 

(A) 1956

(B) 1971

(C) 1990

(D) 1947

 

 উত্তর: 1971

 

১৮. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?

 

(A) 12

(B) 17

(C) 5

(D) 20

 

 উত্তর:  17

 

১৯. ভারতের ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত?

 

(A) 93%

(B) 68%

(C) 77%

(D) 16%

 

 উত্তর:  93%

 

২০. ভারতে প্রতিবছর কত -mmt পেট্রোলিয়াম পরিশোধন হয়?

 

(A) 195

(B) 215

(C) 230

(D) 250

 

 উত্তর: 215


 

Previous..                    Next..                               

Post a Comment

0 Comments