NTPC RRB Railway Group D Exam GK In Bengali | Part - 2 | Rail Group D Exam 2021-2022

 RRB Railway Group D Exam GK Questions Answers

www.gkghor.in
Competitive Exam GK | Rail Exam GK | RRB Rail 




Indian Railway Group D Exam GK Questions Answers Part - 1 এর পর আপনাদের জন্য এই পর্বে থাকছে আরও ২০ টি General Knowledge। দ্বিতীয় পর্বের জিকে বা জেনারেল নলেজ গুলি খুবই গুরুত্বপূর্ণ। এই জিকে প্রশ্নোত্তর গুলি আপনাদের রেল পরীক্ষায় সাহায্য করবে। প্রথম পর্বের জিকে প্রশ্নোত্তর গুলি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।  



RRB Group D General Knowledge MCQ Question Answer 




ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র?

 

(A) 40%

(B) 83%

(C) 10%

(D) 66.66%

 

 উত্তর: 40%

 

. মানবাধিকার দিবস উদযাপিত হয়-

 

(A)10 মার্চ 

(B)10জুলাই

(C)10সেপ্টেম্বর

(D)10 ডিসেম্বর

 

 উত্তর: 10 ডিসেম্বর

 

. ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে?

 

 (A)কারেন্ট অ্যাকাউন্ট 

(B)ক্যাপিটাল অ্যাকাউন্ট 

(C)ট্রেড অ্যাকাউন্ট 

(D)ওপরের কোনোটিই নয়

 

 উত্তর:  কারেন্ট অ্যাকাউন্ট 

 

. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত গুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে-

 

(A) আয়কর

(B) বিক্রয়কর 

(C)টোল ট্যাক্স জলকর

(D) ভূমি রাজস্ব

 

 উত্তর:  ভূমি রাজস্ব

 

উইকিলিকসের- প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্সাঞ্জকে কোন দেশ আশ্রয় দেয়?

 

(A)মার্কিন যুক্তরাষ্ট্র 

(B)ফ্রান্স 

(C)ঘানা 

(D)ইকুয়েডর 

 

 উত্তর: ইকুয়েডর 

 

. জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে-

 

(A) বছরে 70 দিন

(B) বছরে 200 দিন

(C) বছরে 100 দিন

(D) বছরে 30 দিন

 

 উত্তর:  বছরে 100 দিন

 

. খড়গপুর রেলের কারখানা তৈরি হয়েছিল কবে?

 

(A)1850

(B)1875

(C)1900

(D)1930

 

 উত্তর: 1900

 

. ভারতবর্ষে রাষ্ট্র ব্যবস্থা হল-

 

(A) যুক্তরাষ্ট্রীয় 

(B)একরাষ্ট্রীয় 

(C) আধা-সামন্ততান্ত্রিক

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর:  ওপরের কোনোটিই নয়

 

লক্ষ্মী সেহগল কে ছিলেন?

 

 (A) প্রখ্যাত নিত্যকার

(B) খেলোয়াড় 

(C) খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী 

(D) প্রখ্যাত সঙ্গীতঙ্গ

 

 উত্তর:  খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী 

 

১০. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়

 

(A) মহারাষ্ট্র 

(B) গুজরাট 

(C) অন্ধপ্রদেশ 

(D) পাঞ্জাব

 

 উত্তর:  গুজরাট

 

১১. একই গতি শক্তি সম্পন্ন কণা  গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ?

 

(A) ইলেকট্রন 

(B) প্রোটন 

(C) নিউট্রন 

(D) আলফা কণা 

 

 উত্তর:  আলফা কণা 

 

১২. ভারতীয় অর্থনীতি হল-

 

(A) সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাধীন অর্থনীতি

(B) মিশ্র অর্থনীতি

(C) ধনতান্ত্রিক অর্থনীতি

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর:  মিশ্র অর্থনীতি

 

১৩. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক

 

(A) উত্তরপ্রদেশ 

(B) মধ্যপ্রদেশ 

(C) তামিলনাড়ু 

(D) অন্ধ্রপ্রদেশে

 

 উত্তর:  উত্তরপ্রদেশ 

 

১৪. কোন রাশির একক ডাইন-সেকেন্ড?

 

(A) বল

(B) ভরবেগ 

(C)শক্তি

(D) ক্ষমতা

 

 উত্তর: বল

 

১৫. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

 

(A) লর্ড মাউন্টব্যাটেন

(B) লর্ড ক্যানিং 

(C) আবুল কালাম আজাদ 

(D) চক্রবর্তী রাজা গোপালাচারী

 

 উত্তর:  চক্রবর্তী রাজা গোপালাচারী

 

১৬. ভারতের জাতীয় যোজনা কমিশন হল-

 

(A) একটি স্ট্যাটুটারি সংস্থা 

(B) কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা

(C) রাজ্য সরকারের একটি সংস্থা

(D) রিজার্ভ ব্যাংকের একটি সাবসিডিয়ারি সংস্থা

 

 উত্তর:  একটি স্ট্যাটুটারি সংস্থা 

 

১৭. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে?

 

(A) 6%

(B) 7.55%

(C) 8.24%

(D) 9.12%

 উত্তর:  7.55%

 

১৮. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কত?

 

(A) 6

(B) 7

(C) 8

(D) 9

 

উত্তর: 6

 

১৯. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভা গুলি পাস করতে পারে

 

(A) কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট

(B) রাজ্য সরকারের বার্ষিক বাজেট

(C) সংবিধান সংশোধন 

(D) ওপরের কোনোটিই নয়

 

 উত্তর: রাজ্য সরকারের বার্ষিক বাজেট

 

২০. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন?

 

(A) অন্তি

(B) মহাপদ্ম 

(C) পুরু

(D) ওপরের সবাই

 

 উত্তর: পুরু


 Previous..                       Next..                              

Post a Comment

0 Comments