Biology MCQ In Bengali Pdf Part - 2 | জীবন বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর

 Life Science MCQ Question Answer In Bengali

www.gkghor.in
Life Science GK MCQ In Bengali
   



জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ২ তে আপনাদের স্বাগতম। Competitive Exam এর জন্য Biology এর গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর গুলি আপনাদের জন্য দেওয়া হল। নিচে Life Science এর MCQ গুলি দেওয়া হল।



Biology GK MCQ Question Answer



. ভূতাত্ত্বিকের মতানুসারী জীবনের সূচনা হয়েছিল-

 

(A) প্যালিওজোয়িক  যুগে

(B) মেসোজোয়িক যুগে 

(C) প্রোটোজোয়িক যুগে

(D) সিনোজোয়িক যুগে

 

উত্তর: মেসোজোয়িক যুগে 

 

. জীবন সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল-

 

(A) অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি

(B) কার্বোহাইড্রেটের সৃষ্টি

(C) জিব্বেরেলিক অ্যাসিডের সৃষ্টি

(D) নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি

 

উত্তর:  নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি

 

. নিম্নের কোনটি জীবন সৃষ্টির আগে পারে প্রথমে উৎপন্ন হয়েছিল

 

(A) প্রোক্যারিওটিক কোশ

(B) ইউক্যারিওটিক কোশ

(C) উভয়ই A এবং

(D) কোনোটিই নয়

 

উত্তর:  প্রোক্যারিওটিক কোশ

 

. বর্তমানকালে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল-

 

(A) আধুনিক রাসায়নিক উদবর্তন

(B) বিশেষভাবে সৃষ্টিতত্ত্ব 

(C) কোনোটিই নয় 

(D) সবই 

 

উত্তর: আধুনিক রাসায়নিক উদবর্তন

 

. কে এই ধারণাটি দেন যে 'Hotdilute Soup'?

 

(A) ফক্স 

(B) কেলভিন 

(C) কোপারনিকাস 

(D) গল্ডেন

 

উত্তর: গল্ডেন

 

. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল-

 

(A) জল 

(B) স্থল 

(C) বায়ু 

(D) কোনোটিই নয়

 

উত্তর: জল

 

কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন ' Origin of Species'?

 

(A) তাকতাজান 

(B) ডারউইন

(C) নিধাম 

(D) গ্যাগারিন

 

উত্তর: ডারউইন

 

. ভূতাত্ত্বিক দের মত অনুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক

 

(A) 3.6 লক্ষ

(B) 4.6 বিলিয়ন বছর 

(C) 5.6 লক্ষ 

(D) 6.6 লক্ষ বছর আগে


উত্তর: 4.6 বিলিয়ন বছর 


কেমোজেনি কি


(A)ভৌত উদবর্তন

(B) যৌগিক উদবর্তন 

(C) রাসায়নিক উদবর্তন 

(D) মৌলিক উদবর্তন 

 

উত্তর: রাসায়নিক উদবর্তন

 

১০. ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন?

 

(A) 1928

(B) 1940

(C) 1941

(D) 1942

 

উত্তর:  1928

 

১১. কোশ কথাটি প্রবর্তন করেন

 

(A) রবার্ট হুক 

(B) রবার্ট ব্রাউন

(C) পারকিনজি 

(D) স্লেইডেন স্বোয়ান

 

উত্তর: রবার্ট হুক

 

১২. গাছের যে অংশ সূর্যালোক পায়-

 

(A) ক্লোরোপ্লাস্টিড

(B) ক্রোমোপ্লাস্টিড 

(C) লিউকোপ্লাস্টিড

 

উত্তর: ক্লোরোপ্লাস্টিড

 

১৩. সেন্ট্রোজোম থাকে

 

(A) উদ্ভিদ কোশে 

(B) প্রাণী কোশে

(C) আদি কোশে

(D) আদর্শ কোশে

 

উত্তর:  প্রাণী কোশে

 

১৪. আয়তনে বৃহত্তম প্রাণীকোশ-

 

(A) নার্ভকোশ

(B) রেমি উদ্ভিদের তন্তু 

(C) উটপাখির ডিম

(D) মাইকোপ্লাজমা

 

উত্তর:  উটপাখির ডিম

 

১৫. পদার্থবিহীন কোশীয় অঙ্গাণু হল-

(A) লাইসোজোম 

(B) সেন্ট্রোজোম 

(C) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম 

(D) গলগিবডি

 

উত্তর:  সেন্ট্রোজোম

 

১৬. কোশের শক্তিঘর বলা হয়

 

(A) লাইসোজোম 

(B) গলগিবডি 

(C) রাইবোজোম 

(D) মাইটোকনড্রিয়া

 

উত্তর:  মাইটোকনড্রিয়া

 

১৭. পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়-

 

(A) কঠিন খাদ্য 

(B) তরল খাদ্য 

(C) কঠিন তরল খাদ্য 

(D) অর্ধ তরল খাদ্য

 

উত্তর:  তরল খাদ্য 

 

১৮. কোয়ান্টোজোম থাকে

 

(A) ক্রোমোপ্লাস্টে 

(B) ক্লোরোপ্লাস্টে 

(C) লিউকোপ্লাস্টে

(D) জ্যান্হোপ্লাস্টে

 

উত্তর: ক্লোরোপ্লাস্টে

 

১৯কোশের মস্তিষ্ক বলা হয়

 

(A) নিউক্লিয়াস 

(B) রাইবোজোম 

(C) মাইটোকনড্রিয়া 

(D) প্লাস্টিড

 

উত্তর:  নিউক্লিয়াস

 

২০. RNA- এর একটি বেস হল-


(A) অ্যাডেনাইন 

(B) ইউরাসিল 

(C) গুয়ানিন 

(D) সাইটোসিন

 

উত্তর: ইউরাসিল

 


Previous..                        Next..           

Post a Comment

0 Comments