ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব ৯ | History MCQ Pdf

 Indian History MCQ In Bengali

www.gkghor.in
Indian History | Modern Indian History | History MCQ
  



ভারতের ইতিহাস জিকে প্রশ্নোত্তর পর্ব ৯। আগের পর্ব গুলিতে ইতিহাসের উপর থেকে অনেক গুলো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। Indian History Question Answer In Bengali Part 9 তেও থাকছে নতুন কিছু প্রশ্নোত্তর।     



History MCQ In Bengali 


. হোমরুল আন্দোলনের সাথে নিচের কে সম্পর্ক রাখেনি

 

(A) মহম্মদ আলী জিন্না 

(B) বালগঙ্গাধর তিলক

(C)  বিপিনচন্দ্র পাল 

(D) অ্যানি বেসান্ত

 

 উত্তর: মহম্মদ আলী জিন্না 

 

. মহাত্মা গান্ধীর একটি উল্লেখযোগ্য অবদান হল অপৃস্শ্যতা দূরীকরণ। এই উদ্দেশ্যে তিনি 'অল ইন্ডিয়া হরিজন সংঘ' প্রতিষ্ঠা করেন কত সালে?

 

(A) 1924

(B) 1929

(C) 1932

(D) 1934

 

উত্তর: 1932

 

. কে বলেছিলেন-" ভারতের একমাত্র আশা তার সাধারন জনগন, উচ্চ শ্রেণীর মানুষ শারীরিক এবং মানসিকভাবে মৃত"?

 

 (A) বালগঙ্গাধর তিলক

(B)  মহাত্মা গান্ধী

(C) স্বামী বিবেকানন্দ 

(D) গোপালকৃষ্ণ গোখলে

 

উত্তর:স্বামী বিবেকানন্দ 

 

. একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব পেশ করার জন্য লর্ড ওয়াভেল কোন ভারতীয় রাজনৈতিক কে আহ্বান করেছিলেন?

 

 (A) জহরলাল নেহেরু 

(B) মহাত্মা গান্ধী 

(C) মৌলানা আবুল কালাম আজাদ 

(D) এম জিন্না

 

উত্তর: জহরলাল নেহেরু

 

. ভারতছাড়ো আন্দোলনের জন্য সাংবিধানিক অচলাবস্থা হওয়ার পরে কে বলেছিলেন "Back to Cripps" ? 

 

(A) জহরলাল নেহেরু

(B)  মহম্মদ আলী জিন্না

(C) মহাত্মা গান্ধী

(D)  রাজাগোপালাচারী

 

উত্তর: রাজাগোপালাচারী

 

. ১৯০৭ সালে কংগ্রেস অধিবেশনে নিচের কোনটিকে নিয়ে নরমপন্থী চরমপন্থীর মধ্যে মতবিরোধ ঘটেছিল

 

(A) শিক্ষা 

(B) বয়কট 

(C) সত্যাগ্রহ 

(D) স্বরাজ

 

উত্তর:  স্বরাজ

 

. নিচের কে "Liberator of thebPress"নামে পরিচিত ছিলেন?

 

 (A) হেস্টিংস 

(B) মেকলে

(C) মেটকাফে 

(D) বেন্টিঙ্ক

 

উত্তর: মেটকাফে

 

. ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা কার ছিল?

 

(A) লর্ড মেকলে 

(B) লর্ড বেন্টিং 

(C) ডেভিড হেয়ার

(D) অক্টাভিয়ান হিউম

 

উত্তর: লর্ড মেকলে 

 

. ১৮৮৭ সালে কে ইন্ডিয়ান ন্যাশনাল সোস্যাল কংগ্রেস স্থাপন করেন

 

(A) গোপালকৃষ্ণ গোখলে 

(B) রাজা রামমোহন রায়

(C)  এম জি  রাণাডে 

(D) বালগঙ্গাধর তিলক

 

উত্তর: এম জি  রাণাডে 

 

১০. কোন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার ভারত শাসন করার ক্ষমতা কেড়ে নেয়?

 

(A)  ম্যাগনাকার্টা অফ রাইটস 

(B) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট

(C) ইলবার্ট বিল 

(D) ওপরের কোনোটিই নয়

 

উত্তর:  ওপরের কোনোটিই নয়

 

১১. "জন-গণ-মন" গানটি ১৯১২ সালে জানুয়ারি মাসে কি নামে প্রথম প্রকাশিত হয়েছিল

 

(A) দেশমাতৃকা 

(B) তত্ত্ববোধিনী 

(C) ভারতমাতা 

(D) ভারত বিধাতা

 

উত্তর: ভারত বিধাতা

 

 ১২.কোন ব্রিটিশ শাসকের শাসনকালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল

 

(A) হার্ডিঞ্জ

(B) মিন্টো

(C) কার্জন 

(D) চেমসফোর্ড

 

উত্তর: হার্ডিঞ্জ

 

১৩. ডান্ডি অভিযানের সময় বিখ্যাত গান "রঘুপতি রাঘব রাজা রাম" কে গেয়ে ছিলেন?

 

(A) ওঙ্কার নাথ ঠাকুর

(B)  দিগম্বর বিষ্ণু পালুস্কর

(C) মল্লিকার্জুন মানসুর 

(D) কৃষ্ণ শংকর পন্ডিত

 

উত্তর: দিগম্বর বিষ্ণু পালুস্কর

 

১৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেছিলেন?

 

(A) ভগৎ সিং 

(B) উধম সিং 

(C) মদনলাল ধিংড়া

(D) হসরৎ মোহানী

 

উত্তর: উধম সিং 

 

১৫. কে প্রথম বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা করেন

 

(A) জহরলাল নেহেরু

(B) মহাত্মা গান্ধী 

(C) রামমোহন রায় 

(D) দয়ানন্দ সরস্বতী

 

উত্তর: মহাত্মা গান্ধী 

 

১৬. ভারতে ব্রিটিশ শাসকরা কবে থেকে গভর্নর জেনারেল এর পরিবর্তে ভাইসরয় পদ মর্যাদায় ভূষিত হন

 

(A) 1858 সাল

(B) 1885 সাল

(C) 1888 সাল

(D) 1911 সাল

 

উত্তর: 1858 সাল

 

১৭. নিচের কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন?

 

(A)  বিজয়লক্ষ্মী পণ্ডিত 

(B) অ্যানি বেসান্ত

(C) অরুনা আসফ আলী

(D) সুচেতা কৃপালিনী

 

উত্তর: অ্যানি বেসান্ত

 

১৮. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের ঘটনায় অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে সেই কমিটির প্রধান কে ছিলেন?

 

(A)  জন সাইমন 

(B) ক্রিপস

(C)  হান্টার 

(D) জেনারেল ডায়ার

 

উত্তর: হান্টার

 

১৯. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেেশ আইন অমান্য আন্দোলনের নেতৃেত্ব কে ছিলেন

 

(A) ডঃ এম আনসারি 

(B) সেওয়া সিং থিকরিওয়ালা

(C) খান আবদুল গফফুর খান 

(D) শেখ আব্দুল্লাহ

 

উত্তর: খান আবদুল গফফুর খান

 

২০. 1946 সালের সেপ্টেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ নেতৃত্বে কে ছিলেন?

 

(A) মহাত্মা গান্ধী 

(B) জহরলাল নেহেরু

(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ 

(D) রাজাগোপালাচারী

 

উত্তর: জহরলাল নেহেরু


             

Post a Comment

0 Comments