History MCQ In Bengali Part 8 | ইতিহাস MCQ প্রশ্নোত্তর

 Indian History MCQ For Competitive Exam

www.gkghor.in
History GK MCQ Question Answer In Bengali
  



MCQ Question Answer On Indian History। পূর্ববর্তী পর্বে আমরা ভারতের ইতিহাসের উপর থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছিলাম। আজকের Indian History MCQ Part 8 তেও থাকছে নতুন কিছু কমনযোগ্য Important Question Answer।



History Question Answer 


. নিচের কোন প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত  করা হয়েছিল?

 

(A) ক্যাবিনেট 

(B) ক্রিপস মিশন 

(C) মাউন্টব্যাটেন প্ল্যান 

(D) ওয়াভেল প্লান

 

 উত্তর: মাউন্টব্যাটেন প্ল্যান 

 

. ভারতীয় জনতা অতিক্ষুদ্র সংখ্যালঘু একাংশের জনপ্রতিনিধি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস- এই অভিমত পোষণ করেছিলেন

 

(A) লর্ড ল্যান্সডাউন

(B) লর্ড কার্জন

(C) লর্ড এলগিন 

(D) লর্ড ডাফরিন

 

 উত্তর: লর্ড ডাফরিন

 

. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস  ১৯৩০  খ্রিস্টাব্দে নিচের কোনটির জন্য উল্লেখযোগ্য?

 

(A) ডান্ডি অভিযান 

(B) বঙ্গভঙ্গ 

(C) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 

(D) অসহযোগ আন্দোলন

 

 উত্তর:  ডান্ডি অভিযান 

 

. কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহবান করেছিলেন

 

(A) আইন অমান্য আন্দোলন 

(B) খিলাফৎ আন্দোলন 

(C) অসহযোগ আন্দোলন

(D) স্বদেশী আন্দোলন

 

 উত্তর:  অসহযোগ আন্দোলন

 

. হিন্দু-মুসলিম ঐক্যের প্রকৃত প্রতিফলন কোন আন্দোলনের স্পষ্ট ছিল?

 

(A) ভারত ছাড়ো আন্দোলন

(B) খিলাফৎ আন্দোলন

(C) স্বদেশী আন্দোলন 

(D) আইন অমান্য আন্দোলন

 

 উত্তর: খিলাফৎ আন্দোলন

 

. পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন-

 

(A) মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির 

(B) তাঞ্জোর মন্দির 

(C) ইলোরার কৈলাসনাথ মন্দির

 (D) মহাবলীপুরমের রথ মন্দির

 

 উত্তর: মহাবলীপুরমের রথ মন্দির

 

. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাকটিকিটের প্রবর্তন করেন

 

(A) ডালহৌসি

(B) ওয়েলেসলি 

(C) ক্যানিং 

(D) বেন্টিঙ্ক

 

 উত্তর: ডালহৌসি

 

. শেষ মৌর্য সম্রাট কে হত্যা করে তার সেনাপতি পরামর্শদাতা মগধের সিংহাসনে দখল করেন। তিনি কে ছিলেন?

 

(A) পুষ্যমিত্র শুঙ্গ 

(B) অগ্নিমিত্র 

(C) কনিষ্ক 

(D) বৃহদ্রথ

 

 উত্তর: পুষ্যমিত্র শুঙ্গ 

 

. নিচের কোন রাজবংশ মহাবালেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন

 

(A) চোল 

(B) পান্ড্য

(C) পল্লব

(D) চালুক্য

 

 উত্তর: পল্লব

 

১০. মারাঠা পেশোয়ারদের  মধ্যে কে 'হিন্দুপদ- পাদশাহী' আদর্শ অনুসরণ করেছিলেন?

 

 (A) বালাজি বিশ্বনাথ 

(B) প্রথম বাজিরাও 

(C) নারায়ণ রাও 

(D) মাধব রাও

 

 উত্তর:  প্রথম বাজিরাও 

 

১১. মোহাম্মদ ঘুরীর কোন পুত্র সন্তান না থাকায় তিনি তার বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পন করেছিলেন। কে ছিলেন সেই সেনাপতি?

 

(A) মালিক কাফুর 

(B) কুতুবউদ্দিন আইবক 

(C) ইলতুৎমিস 

(D) নাসিরুদ্দিন

 

 উত্তর:  কুতুবউদ্দিন আইবক 

 

১২. নিচের কে সম্রাট অশোকের স্ত্রী ছিলেন যিনি অশোককে অনেকাংশে প্রভাবিত করেছিলেন

 

(A) চণ্ডালিকা 

(B) চারুলতা

(C) গৌতমি 

(D) কারুবকী

 

 উত্তর: কারুবকী

 

১৩. ভারতে গরিলা যুদ্ধে নিচের কে পারদর্শী ছিলেন?

 

(A) ঔরঙ্গজেব 

(B) রানা প্রতাপ 

(C) শিবাজী 

(D) টিপু সুলতান

 

 উত্তর: শিবাজী

 

১৪. কোন সুফি সাধক বলেছিলেন ভক্তিমূলক সংগীত হল ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটি উপায়?

 

(A) মইনুদ্দিন চিশতী

(B)  বাবা ফরীদ 

(C) সৈয়দ  মুহাম্মদ   

(D) শাহ আলম বুখার

 

 উত্তর:  মইনুদ্দিন চিশতী

 

১৫. মহারানা প্রতাপ এর বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল?

 

(A) চেতক 

(B) অশ্বথামা 

(C) দ্রুতি

(D)  চিতোর

 

 উত্তর:  চেতক

 

১৬. কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন?

 

(A)  লক্ষীবাই 

(B) রুক্মিণী দেবী 

(C) যোধাবাঈ 

(D) পদ্মিনী

 

 উত্তর: যোধাবাঈ

 

১৭. ১৯৫০ শালের স্বদেশী আন্দোলন নিচের কোন গোষ্ঠীকে কার্যত প্রভাবিত করেনি

 

(A) নারী

(B)  কৃষক 

(C) মুসলিম

(D) বুদ্ধিজীবী

 

 উত্তর:  কৃষক

 

১৮. ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার জন্য কে প্রথম সোচ্চার হয়েছিলেন?

 

 (A) মহম্মদ ইকবাল 

(B) আহমদ খান

(C)  শেখ আব্দুল্লাহ

(D) এমকে জিন্নাহ

 

 উত্তর: মহম্মদ ইকবাল 

 

১৯. অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স কবে গঠিত হয়েছিল?

 

(A) ১৯২৪

(B) ১৯২৬

(C) ১৯২৭

(D) ১৯৩০

 

 উত্তর: ১৯২৭

 

২০. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল?

 

(A) অমৃতসর 

(B) লুধিয়ানা 

(C) হায়দ্রাবাদ

(D) লাহোর

 

 উত্তর:  অমৃতসর 

                        

Post a Comment

0 Comments