GK Questions Answers In Bengali Part 20 | জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

 Important General Knowledge For Competitive Exam 

www.gkghor.in
General Knowledge In Bengali | GK MCQ Question Answer
     



আপনাদের অনুরোধে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ কিছু বিষয়ের উপর ভিত্তি করে এই জিকে পর্ব টি তৈরি করা হয়েছে। মোট ২০ টি GK MCQ Question Answer দেওয়া হল। আগের পর্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর দিয়ে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। 

                          



GK Question Answer In Bengali



প্রশ্ন : বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের

উত্তর : প্রতিধ্বনি শুনে।


প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর

উত্তর : জুন।


প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি

উত্তর : টাংষ্টেন।


প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র

উত্তর : সিসমোগ্রাফ।


প্রশ্ন : মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান

উত্তর : ভাইকিং।


প্রশ্ন : মাছ অক্সিজেন নেয়

উত্তর : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।


প্রশ্ন : মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর

উত্তর : মেলানিন।


প্রশ্ন : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য

উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)


প্রশ্ন : যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়

উত্তর : সূর্য গ্রহণ।


প্রশ্ন : যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে

উত্তর : ভিটামিন ‘K’


প্রশ্ন : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে

উত্তর : দর্পণ।


প্রশ্ন : যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়

উত্তর : ইনসুলিন।


প্রশ্ন : রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়

উত্তর : গামা রশ্মি।


প্রশ্ন : রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ

উত্তর : ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।


প্রশ্ন : শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র

উত্তর : অডিও মিটার।


প্রশ্ন : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে

উত্তর : ১০ নিউটন।


প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা

উত্তর : ফ্যাদোমিটার।


প্রশ্ন : সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়

উত্তর : সবুজ আলোতে।


প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়

উত্তর : অবতল।


প্রশ্ন : CNG -এর অর্থ কমপ্রেস করা

উত্তর : প্রাকৃতিক গ্যাস।

Post a Comment

0 Comments