General Knowledge For WBCS PSC Competitive Exam Part 17 | জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

 GK MCQ Questions Answers For Competitive Exam

www.gkghor.in
Competitive Exam GK Question Answer
  



WBCS, PSC, UPSC, SSC, ICDS, TET, Rail, Wbp, Group D ইত্যাদি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK Questions Answers Part - 17। আপনারা যদি আমাদের পূর্ববর্তী পর্বের প্রশ্নোত্তর গুলি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমাদের দেওয়া সকল প্রশ্নোত্তর আপনাদের আসন্ন পরীক্ষায় সাহায্য করবে। 



👉 আপনারা যদি Tense এর উপর বিস্তারিত জানতে চান, তাহলে টেনস এর Pdf টি ডাউনলোড করে নিতে আমাদের Telegram Channel এ যুক্ত হন। ফ্রীতে Tense এর বিস্তারিত পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।    



Bengali General Knowledge Question Answer   



. কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের এর সদস্য ছিলেন না?

 

(A) পি কে সাহগল

(B) শাহনাওয়েজ খান 

(C) ক্যাপ্টেন মোহন সিং

(D) জি এস ধীলন

 

 উত্তর: শাহনাওয়েজ খান 

 

. ভারতের GDP -তে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের তা হল-

 

(A) শিল্পক্ষেত্র 

(B) কৃষিক্ষেত্র 

(C) পরিষেবা ক্ষেত্র

(D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র

 

 উত্তর: পরিষেবা ক্ষেত্র

 

. যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন?

 

(A) এইচ এস সুরাওয়ার্দী 

(B) শ্যামাপ্রসাদ মুখার্জী 

(C) মৌলানা আবুল কালাম আজাদ

 (D) উপরের কেউই নন

 

উত্তর: এইচ এস সুরাওয়ার্দী

 

ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার-

 

(A) কেন্দ্রীয় মন্ত্রিসভা 

(B) রাষ্ট্রপতি

(C) সংসদ

(D) সুপ্রিম কোর্ট

 

উত্তর: সুপ্রিম কোর্ট

 

. মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল তা হল

 

(A) কৃষি ক্ষেত্র 

(B) পরিষেবা ক্ষেত্র 

(C) ভারী মূলধনী বস্তুর প্রস্তুতকারক শিল্পক্ষেত্র 

(D) গ্রামীণ শিল্পক্ষেত্র

 

উত্তর: ভারী মূলধনী বস্তুর প্রস্তুতকারক শিল্পক্ষেত্র

 

. 12 : 20 = * : 25, লুপ্ত পদটি হবে

 

(A) 16

(B) 24

(C) 18

(D) 25

 

উত্তর:  24

 

. কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রিডম'?

 

(A) জহরলাল নেহেরু 

(B) মৌলানা আবদুল কালাম আজাদ (C)সর্দার প্যাটেল

(D) এম জিন্না

 

উত্তর:  মৌলানা আবদুল কালাম আজাদ

 

. কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষের আইনত নিষিদ্ধ?

 

(A) 12 বছর

(B) 17 বছর

(C) 14 বছর

(D) 10 বছর

 

উত্তর: 14 বছর

 

. ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচ করতে পারে-

 

(A) বিশেষ ট্রাইবুনাল

(B) সুপ্রিমকোর্ট 

(C) কেন্দ্রীয় মন্ত্রিসভা 

(D) সংসদ

 

উত্তর:  সুপ্রিমকোর্ট

 

১০. ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে

 

(A) পাঞ্জাব 

(B) রাজস্থান 

(C) সিন্ধু 

(D) গুজরাট

 

উত্তর: পাঞ্জাব

 

১১. দুটি সংখ্যার অনুপাত 7 : 9এবং তাদের বিয়োগফল 6  সংখ্যা দুটি হবে?

 

(A) 49,55

(B) 91,97

(C) 21,27

(D) 42,54

 

উত্তর:  21,27

 

১২. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান?

 

(A) রাজস্থান 

(B) মধ্যপ্রদেশ 

(C) পশ্চিমবঙ্গ 

(D) অসম

 

উত্তর: পশ্চিমবঙ্গ

 

১৩.  1942- কোথায় 'স্বরাজ পঞ্চায়েত' তৈরি হয়?

 

(A) তমলুক

(B) কাঁথি 

(C) কটক 

(D) পুরী

 

উত্তর: তমলুক

 

১৪. বৃহৎ স্নানাগার টি কোথায় পাওয়া গেছে?

 

(A) হরপ্পা 

(B) মহেঞ্জোদারো 

(C) কালিবঙ্গান 

(D) লোথাল

 

উত্তর: মহেঞ্জোদারো

 

১৫. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়?

 

(A) 1942

(B) 1944

(C) 1945

(D) 1946

 

উত্তর: 1946

 

১৬. রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়?

 

(A) চোখের বালি 

(B) ঘরে-বাইরে 

(C) চতুরঙ্গ 

(D) চার অধ্যায়

 

উত্তর: ঘরে-বাইরে

 

১৭. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক-

 

(A) জেট স্ট্রীম

(B) তাপমান

(C) হিমালয় পর্বতের অবস্থিতি

(D) নিম্ন বায়ুর গতিবীধি

 

উত্তর: তাপমান

 

১৮. এপ্রিল মাসের কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি

 

(A) পশ্চিমবঙ্গ

(B) রাজস্থান

(C) বিহার 

(D) অসম 

 

উত্তর:  পশ্চিমবঙ্গ

 

১৯. 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে?

 

(A) 2

(B) 7

(C) 3

(D) 11

 

উত্তর:  7

 

২০. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার এর মৃত্যু হয়?

 

(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 

(B) ফেনী অভিযান 

(C) কার্পোল অভিযান 

(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ

 

উত্তর: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ

      

Post a Comment

0 Comments