ভারতের সংবিধান প্রশ্নোত্তর পর্ব ৫ | Indian Constitution MCQ In Bengali

 Indian Constitution And Polity MCQ 

www.gkghor.in
Indian Constitution MCQ For All Competitive Exam | GK In Bengali 
  



Indian Polity And Constitution Question Answer In Bengali পর্ব ৫ আপনাদের স্বাগতম। এর আগের পর্বে আমরা ভারতের সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি। আজকে পর্ব ৫ আপনাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। 



MCQ On Indian Constitution And Polity


  . কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই

 

 (A)ভারত 

(B)ব্রিটেন

 (C)আমেরিকা

(D)ভারত ব্রিটেন

 

 উত্তর:  ব্রিটেন

 

. ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গুলি সংযুক্ত হয়েছে

 

(A) Part- I

(B) Part- II

(C) Part - III

(D) Part- IV

 

উত্তর:  Part- IV

 

. ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই

 

(A) বাক্ স্বাধীনতা  

(B) মতামত প্রকাশের স্বাধীনতা

(C) সংবাদপত্রের স্বাধীনতা

 (D)সংগঠন করার স্বাধীনতা

 

উত্তর:  সংবাদপত্রের স্বাধীনতা

 

কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার গুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে?

 

(A) আমেরিকা

 (B)ব্রিটেন

 (C)ভারত

 (D)কোনোটিই নয় 

 

উত্তর: আমেরিকা

 

. নিচের কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের ওপরও বর্তায়?  

 

(A)17 ধারা

(B)18 ধারা

(C)24 ধারা

(D) সবগুলি

 

উত্তর:  সবগুলি 

 

 .বিশ্বের কোন দেশের  সংবিধানে মৌলিক অধিকার গুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে

 

(A)মার্কিন যুক্তরাষ্ট্র

(B) ভারত

(C) ব্রিটেন 

(D)কানাডা

 

উত্তর:  ভারত

 

. বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশ যুক্ত হয়েছে?

 

 (A) Part -III

(B) Part -IV

(C) Part -X

(D) Part –XII

 

উত্তর:  Part –XII

 

. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করতে পারবে?

 

 (A) 32 ধারা

(B) 33 ধারা

(C) 34 ধারা

(D) 35 ধারা

 

উত্তর: 35 ধারা

 

. ভারতীয় সংবিধানে কত বছরের নিচের শিশুদের কলকারখানায় অথবা বিপদজনক কাজে নিয়োগ কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

 

(A)১৪ বছর

 (B) ১৫ বছর

(C) ১৬ বছর

(D)১০ বছর

 

উত্তর: ১৪ বছর 

 

১০. ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোন আইন কে বাতিল করতে পারে

 

(A) শুধুমাত্র সুপ্রিমকোর্ট 

(B)শুধুমাত্র হাইকোর্ট 

(C)হাইকোর্ট সুপ্রিমকোর্ট উভয়ই

 (D)কোনোটিই নয়

 

উত্তর:  হাইকোর্ট সুপ্রিমকোর্ট উভয়ই

 

১১.' অধিকারের বিল' বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইন কে বোঝানো হয়েছে

 

(A)আমেরিকা

 (B)ব্রিটেন 

(C)কানাডা 

(D)ভারত

 

উত্তর: আমেরিকা

 

১২. বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্রকর্তৃক বিঘ্নিত হলে, নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে?

 

 (A)সাম্যের অধিকার

 (B)স্বাধীনতার অধিকার

 (C)ধর্মীয় স্বাধীনতার অধিকার (D)সম্পত্তির অধিকার

 

উত্তর:  সম্পত্তির অধিকার

 

১৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায় ভাবে গ্রেফতার আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে?

 

  (A) ২০ ধারা

(B) ২১ ধারা

(C) ২২ ধারা

(D) ২৩ ধারা

 

উত্তর: ২২ ধারা

 

১৪. ভারতীয় সংবিধানের 16(4)ধারা অনুসারে পশ্চাত্পদ শ্রেণীর জন্য সরকারি চাকরি সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে?

 

 (A) 30%

(B)40%

(C)33%

(D)50%

 

উত্তর:  50%

 

১৫. কোন মামলায় সুপ্রিমকোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না

 

(A)শঙ্করীপ্রসাদ মামলা,১৯৫১

(B)গোলকনাথ মামলা, ১৯৬৭

(C) কেশবানন্দ ভারতী মামলা,১৯৭৩

(D) মিনার্ভা মিলস মামলা,১৯৮০

 

উত্তর:  গোলকনাথ মামলা, ১৯৬৭

 

১৬.ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন?

 

(A) গ্রেপ্তারের কারণ জানতে পারা

(B) পছন্দমত আইনজীবীর সঙ্গে পরামর্শ করা 

(C) আত্মপক্ষ সমর্থনের অধিকার

(D) উপরের সবগুলি

 

উত্তর:  উপরের সবগুলি

 

১৭ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতি উপজাতিদের জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে

 

(A) 32 ধারা

(B) 33 ধারা

(C) 34 ধারা

(D) 35 ধারা

 

উত্তর: 35 ধারা

 

১৮. কে মন্তব্য করেছিলেন যে, 'আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক  সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয় '-

 

(A)পন্ডিত জহরলাল নেহেরু 

(B)মহাত্মা গান্ধী 

(C)মতিলাল নেহেরু

(D) . বি. আর. আম্বেদকর

 

উত্তর:  পন্ডিত জহরলাল নেহেরু

 

১৯.ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণি তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন রক্ষণাবেক্ষণ করতে পারবে?

 

(A)25 ধারা 

(B) 28 ধারা

(C) 29 ধারা

(D) 30 ধারা

 

উত্তর: 30 ধারা

 

২০. নিবর্তনমূলক আটক আইনে সরকার কোন অপরাধীকে প্রাথমিকভাবে কতদিন আটকে রাখতে পারে?

 

(A)এক মাস 

(B)দু'মাস 

(C)তিন মাস

(D) ছয় মাস

 

উত্তর: তিন মাস           


Post a Comment

0 Comments