Indian History MCQ In Bengali | Part - 7 | ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

 MCQ Question Answer On Indian History In Bengali

www.gkghor.in
History of India | Indian History MCQ In Bengali | History GK 
    




Indian History MCQ Question Answer In Bengali Part - 7 এ আপনাদের স্বাগত। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ইতিহাস প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল। 




History MCQ Question Answer For Competitive Exam



. নিচের কোনটি হিন্দুধর্মের বৈশিষ্ট্য নয়?

 

(A)বেদের প্রতি আনুগত্য 

(B)ঈশ্বরে বিশ্বাস 

(C)অহিংসা নীতি

(D)প্রার্থনা আচারবিধির প্রাধান্য

 

উত্তর: অহিংসা নীতি

 

. 'বুদ্ধচরিতের' রচয়িতা কে?

 

(A)বুদ্ধঘোষ

(B)অশ্বঘোষ

(C)বসুমিএ

(D)লোপামুদ্রা

 

উত্তর: অশ্বঘোষ

 

.মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়

 

(A)বৈদিক

(B)প্রাক-আর্য

(C)মৌর্য

(D)কুষাণ

উত্তর: প্রাক-আর্য

 

.কবে প্রথম মহেন-জো-দারো আবিস্কৃত হয়?

 

(A) 1882 খ্রিষ্টাব্দ

(B) 1892 খ্রিষ্টাব্দ

(C) 1922 খ্রিষ্টাব্দ

(D) 1932 খ্রিষ্টাব্দ

 

উত্তর: 1922 খ্রিষ্টাব্দ

 

. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের?

 

(A)চিন

(B)মঙ্গোলিয়া 

(C)তিব্বত 

(D)সুমাএা

 

উত্তর: তিব্বত

 

.হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহখেএ কোথায় অনুষ্ঠিত হয়?

 

(A)নালন্দা

(B)পুরুষপুর

(C)সাঁচী

(D)প্রয়াগ

 

উত্তর: প্রয়াগ

 

.কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন

 

(A)খনা

(B)সাবিত্রী 

(C)গার্গী

(D) লীলাবতী 

 

উত্তর: গার্গী

 

.কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে?

 

(A)বুদ্ধদেব

(B)মহাবীর 

(C)শংকরাচার্য

(D)চৈতন্য

 

উত্তর: বুদ্ধদেব

 

.প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হয়?

 

(A)গ্রামণী

(B)গ্রামমুখ

(C)পাঞ্চাল 

(D)বালি

 

উত্তর: গ্রামণী

 

১০. উপনিষদের মূল বিষয়বস্তু কী?

 

(A)দর্শন

(B)যোগ

(C)আইন নীতি

(D)ধর্ম

 

উত্তর: দর্শন

 

১১.ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল?

 

(A)কম্বোডিয়া 

(B)থাইল্যান্ড 

(C)শ্রীলঙ্কা

(D)চিন

 

উত্তর: শ্রীলঙ্কা

 

১২. কার রাজত্বকালে বৌদ্ধধর্মাবলম্বীরা হীনযান মহাযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়?

 

(A)হর্ষবর্ধন 

(B)কনিস্ক

(C)সমুদ্রগুপ্ত

(D)অশোক 

 

উত্তর: কনিস্ক

 

১৩. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী?

 

(A)'নিস্ক' 'মনা'

(B)'বৃহ' 'কারা'

(C)'ঋক্' 'তাম্র

(D)'কুরুস' 'কল্প'

 

উত্তর: 'নিস্ক' 'মনা'

 

১৪. বুদ্ধের বাণী নিচের কোনটিকে সর্মথন করে না?

 

(A)বেদের আচরণ-বীধি

(B)কঠোর তপশ্চর্যা

(C)ঈশ্বর-কল্পনা

(D)বর্ণপ্রথা

 

উত্তর: বর্ণপ্রথা

 

১৫. প্রথম কোন সম্রাট তাঁর মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন

 

(A)হর্ষবর্ধন 

(B)অশোক 

(C)কনিস্ক

(D)সমুদ্রগুপ্ত

 

উত্তর: কনিস্ক

 

১৬. ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে?

 

(A) 224

(B) 864

(C) 1028

(D) 1800

 

উত্তর: 1028

 

১৭. কোন বেদে গায়এী মন্ত্র রচিত আছে

 

(A)সামবেদ

(B)যজুর্বেদ

(C)অর্থববেদ

(D)ঋগ্বেদে 

 

উত্তর: ঋগ্বেদে

 

১৮.সিন্ধুসভ্যতায় নীচের কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায়নি?

 

(A)গোরু

(B)উট

(C)ঘোড়া 

(D)হাতি

 

উত্তর:  ঘোড়া

 

১৯.শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল?

 

(A) 78খ্রিষ্টাব্দ

(B) 4খ্রিস্টপূর্ব

(C) 76খ্রিষ্টাব্দ

(D) 76খ্রিস্টপূর্ব

 

উত্তর:  78 খ্রিষ্টাব্দ

 

২০. কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল

 

(A)পাল বংশ

(B)সেন বংশ

(C)মৌর্য বংশ

(D)শাহী বংশ

 

উত্তর:  শাহী বংশ

                      

Post a Comment

0 Comments