Chemistry MCQ In Bengali | Part - 1 | রসায়ন বিজ্ঞান প্রশ্নোত্তর

 Science (Chemistry) MCQ Question Answer

www.gkghor.in
Chemistry MCQ Question Answer | General GK MCQ For WBCS, UPSC, PSC, WBP, SSC
    



Science এর উপর থেকে বিশেষ করে Chemistry এর উপর থেকে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের পর্ব ১ টি শুধুমাত্র আপনাদের পরীক্ষা সফলতার জন্য। নিচে রসায়ন বিজ্ঞানের প্রশ্নোত্তর গুলি দেওয়া হল।



MCQ Question Answer On Chemistry In Bengali For Competitive Exam



. কোন  মৌলটিকে 'quick silver' বলা হয়?

 

(A) সিলিকন 

(B)রূপা 

(B)পারদ 

(D)সোডিয়াম

 

 উত্তর: পারদ

 

. এই গুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী?

 

(A)সাধারণ জল

(B)সমুদ্রের জল 

(C)ফোটানো জল 

(D)বৃষ্টির জল

 

 উত্তর: সমুদ্রের জল

 

. নন-স্টিক বাসনপত্র কি দিয়ে কাটিং করা হয়

 

(A)পিভিসি 

(B)গ্রানাইট 

(C)তামা

(D)টেফলন

 

 উত্তর:  টেফলন

 

. সাধারণ পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে

 

(A) সিলিকন 

(B)গ্রাফাইট 

(C)কাঠগোলা

(D) লিগনাইট

 

 উত্তর:  গ্রাফাইট

 

. নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়?

 

(A)কার্বন 

(B)হাইড্রোজেন 

(C)সালফার

(D) অক্সিজেন

 

 উত্তর:  হাইড্রোজেন

 

. বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কারণ পাতায় আছে-

 

(A) অক্সালিক অ্যাসিড 

(B)ফরমিক অ্যাসিড 

(C)জিংক ক্লোরাইড 

(D)সালফিউরিক অ্যাসিড

 

 উত্তর:  অক্সালিক অ্যাসিড 

 

. এই গ্যাস গুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা

 

(A)নাইট্রোজেন

(B) অক্সিজেন 

(C)হিলিয়াম

(D) হাইড্রোজেন

 

 উত্তর:  হাইড্রোজেন

 

. নিচের কোনটি ক্লোরোফরম নামেই অধিক পরিচিত?

 

(A)ট্রাইক্লোরো মিথেন

(B) ট্রাইক্লোরো ইথেন 

(C) ট্রাইক্লোরো ইথানল 

(D)ক্যালসিয়াম হাইপোক্লোরাইড

 

 উত্তর:  ট্রাইক্লোরো মিথেন

 

. বাতাস হল একটি

 

(A)মৌলিক পদার্থ 

(B)যৌগিক পদার্থ 

(C)মিশ্রণ পদার্থ 

(D)কোনোটিই নয়

 

 উত্তর:  মিশ্রণ পদার্থ

 

১০ক্যালামাইন সলিউশনে নিচের কোনটি আছে

 

(A)জিংক কার্বনেট 

(B)ক্যালসিয়াম নাইট্রেট 

(C)জিংক সালফেট 

(D)ক্যালসিয়াম কার্বনেট

 

 উত্তর:  জিংক কার্বনেট

 

১১. পিতল কোন দুটি উপাদানের মিশ্রণে তৈরি হয়

 

(A) তামা, টিন 

(B)  দস্তা,ম্যাঙ্গানিজ 

(C)তামা, দস্তা 

(D)অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ

 

 উত্তর: তামা, দস্তা 

 

১২. নিচের ধাতু গুলির মধ্যে কোনটির ওজন সবচেয়ে কম

 

(A)রুপা 

(B)অ্যালুমিনিয়াম

(C) লিথিয়াম 

(D)তামা

 

 উত্তর:  লিথিয়াম

 

১৩. নিচের কোন মৌলটি শিলা এবং খনিজ পদার্থের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়

 

(A)কার্বন 

(B)অ্যালুমিনিয়াম 

(C)হাইড্রোজেন

(D) সিলিকন

 

 উত্তর:  সিলিকন

 

১৪.গোবর গ্যাসে নিচের কোনটি বর্তমান

 

(A) ইথেন 

(B)হাইড্রোজেন 

(C)প্রপেন 

(D)মিথেন

 

 উত্তর:  মিথেন

 

১৫. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি?

 

(A)নিয়ন 

(B)আর্গন

(C) ক্রিপটন

(D) হিলিয়াম

 

 উত্তর:  হিলিয়াম

 

6. নিচের কোনটি এমন একটি অধাতু যা তাপ বিদ্যুতের সুপরিবাহী?

 

(A)সালফার 

(B)পটাশিয়াম 

(C)আয়োডিন

(D) গ্রাফাইট

 

 উত্তর:  গ্রাফাইট

 

১৭. এ্যাটমিক থিওরির জনক কে?

 

(A)মেন্ডিলিফ 

(B)মোসলে 

(C)ডালটন 

(D)কেভেন্ডিস

 

 উত্তর: ডালটন 

 

১৮. ফরমিক অ্যাসিড কোন পতঙ্গের দেহে বর্তমান

 

(A)সবুজ মাছি 

(B)উইপোকা 

(C)লাল পিঁপড়ে 

(D)জোনাকি পোকা

 

 উত্তর:  লাল পিঁপড়ে

 

১৯. পরমাণুর মধ্যে যে নিস্তড়িৎ কণা থাকে তার নাম কি?

 

(A) নিউট্রন 

(B)প্রোটন

(C) নিউক্লিয়াস

(D) ইলেকট্রন

 

 উত্তর:  নিউট্রন

 

২০. কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?

 

(A) 0°C

(B) 4°C

(C) 8°C

(D) 100°C

 

উত্তর: 4°C

                   


Next.. 


Post a Comment

0 Comments