ভারতের অর্থনীতি প্রশ্নোত্তর পর্ব ১ | Indian Economy MCQ In Bengali

 Economy Of Indian MCQ In Bengali

www.gkghor.in
Indian Economy For Competitive Exam | Economy Of India
  



ভারতের অর্থনীতি প্রশ্নোত্তর পর্ব ১ এ আপনাদের সু- স্বগত। আমরা আপনাদের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য Indian Economy MCQ Question Answer সিরিজ নিয়ে হাজির হয়েছি। আপনাদের বিভিন্ন পরীক্ষা WBCS, PSC, UPSC, WBP, SSC, MTS, RAIL, ICDS, Group C & D এছাড়াও ইত্যাদি পরীক্ষায় সাহায্য করবে। নিচে ভারতীয় অর্থনীতির প্রশ্নোত্তর গুলি দেখে নিন।



Indian Economy Question Answer 


1. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার কত ছিল?

[A] 5%

[B] 10%

[C] 18%

[D] উপরের কোনটিই নয়

উত্তর : 18%

 

2. ভারতের মোট অভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল

[A] পরিবার ক্ষেত্রের

[B] বেসরকারি শিল্পক্ষেত্রের

[C] সরকারি ক্ষেত্রের

[D] বৈদেশিক ক্ষেত্রের

উত্তর : পরিবার ক্ষেত্রের

 

3. ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করেন কোন ক্ষেত্রের উপর

[A] প্রাথমিক ক্ষেত্রের উপর

[B] সরকারি ক্ষেত্রের উপর

[C] তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর

[D] শিল্পক্ষেত্রের উপর

উত্তর : প্রাথমিক ক্ষেত্রের উপর

4. শিল্পের জন্য ঋণদান করে থাকে

[A] IDBI

[B] IFCI

[C] SFC সমূহ

[D] উপরের সবগুলি

উত্তর : উপরের সবগুলি

 

5. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়

[A] 1947 সালে

[B] 1950 সালে

[C] 1951 সালে

[D] 1955 সালে

উত্তর : 1951 সালে


6. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় ?

[A] প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে

[B] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে

[C] তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে

[D] চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়

উত্তর : দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে

 

7. ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে কি বৈশিষ্ট্য দেখা যায় ?

[A] বৃহদায়তন কৃষিজাত

[B] ধনতান্ত্রিক কৃষি

[C] ক্ষুদ্রায়তন কৃষিজাত

[D] সমবায় কৃষিজোত

উত্তর : ক্ষুদ্রায়তন কৃষিজাত

 

8. কৃষি আয়কর সংগ্রহ করে

[A] কেবলমাত্র কেন্দ্রীয় সরকার

[B] কেবলমাত্র রাজ্য সরকার

[C] থানীয় সরকারগুলি

[D] শেদীয়া। রাজ্য সরকার

উত্তর : কেবলমাত্র রাজ্য সরকার


9. গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হল

[A] প্রাথমিক কৃষি ঋণ সংস্থা

[B] গ্রামীণ কৃষি ঋণ সংস্থা,

[C] কৃষি ঋণ সংস্থা

[D] গ্রামীণ ব্যাঙ্ক

উত্তর : প্রাথমিক কৃষি ঋণ সংস্থা 

 

10. জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে ?

[A] জেলা পুলিশ সুপার

[B] রাজ্যপাল

[C] জেলাশাসক

[D] মুখ্যমন্ত্রী

উত্তর : রাজ্যপাল

 

11. মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশিত হয়

[A] বিশ্ব ব্যাক এর সহায়তায়

[B] UNDP এর সহায়তায়

[C] আন্তর্জাতিক অর্থ ভান্ডার এর সহায়তায়

[D] নীতি আয়ােগ এর সহায়তায়

উত্তর : UNDP এর সহায়তায়

 

12. প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নােবেল পুরস্কার পেয়েছে

[A] অধ্যাপক অভিজিং বিনায়ক ব্যানার্জী

[B] অধ্যাপক অমর্ত্য কুমার সেন

[C] অধ্যাপক ভি. কে. আর. ভি. রাও

[D] অধ্যাপক টি. এন. শ্রীনিবাসন

উত্তর : অধ্যাপক অমর্ত্য কুমার সেন


13. ভারতীয় রিজার্ভ ব্যাক-এর প্রতিষ্ঠার সাল

[A] 1930

[B] 1935

[C] 1947

[D] 1951

উত্তর : 1935

 

14. পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে কি বলা হয় ?

[A] উদারীকরণ

[B] বিশ্বায়ন

[C] শিল্পায়ন

[D] ব্যক্তিগণ (প্রাইভেটাইজেশন)

উত্তর : ব্যক্তিগণ (প্রাইভেটাইজেশন)

 

15. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক

[A] কানাড়া ব্যাংক

[B] পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

[C] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

[D] সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া

উত্তর : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

                   

Post a Comment

0 Comments