Vedic Civilization MCQ In Bengali

বৈদিক সভ্যতা প্রশ্নোত্তর 


প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্নোত্তর : নিচে আপনাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাস থেকে বৈদিক সভ্যতার বেশ কিছু প্রশ্নোত্তর দিয়ে দেওয়া হল। বাছাই করা এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে History Question Answer গুলি দেওয়া হল। 

                   
www.gkghor.in


 

Vedic Civilization mcq questions answers            

          

1.বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?

     (A) সংহিতা

     (B)ঋকবেদ

     (C)উপনিষদ

     (D)অথর্ববেদ

ঋকবেদ


2.আর্য কথাটির আক্ষঙ্গিক অর্থ কি?

     (A) সুশিষ্য

     (B)সুসভ্য বা শ্রেষ্ঠ

     (C)যাযাবর

     (D)মধ্যএশীয়

সুসভ্য বা শ্রেষ্ঠ


3.বেদের অপর নাম কী ?

     (A) সম্প্রীতি

     (B)শান্তি

     (C)শ্রমণ

     (D)শ্রুতি

শ্রুতি


4.বেদের শেষ ভাগের নাম কী ?

     (A) অথর্ববেদ

     (B)যজুবেদ

     (C)সামবেদ

     (D)ঋকবেদ

অথর্ববেদ


5.ঋকবেদ কত সালে রচিত হয়?

     (A) 2000 - 2002 B.C.

     (B)1800 – 2000 B.C.

     (C)1700 – 1200 B.C.

     (D)1500 – 1000 B.C

1500 – 1000 B.C


6.বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?

     (A) ব্রাহ্মণ

     (B)উপনিষদ

     (C)আরন্যক

     (D)সংহিতা

উপনিষদ


7.কোন বেদের স্ত্রোতগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত?

     (A) অথর্ববেদ

     (B)যজুর্বেদ

     (C)সামবেদ

     (D)ঋকবেদ

সামবেদ


8.নীচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে ?

     (A) উপনিষদে

     (B)সাম বেদে

     (C)যজুর বেদে

     (D)ঋক বেদে

ঋক বেদে


9.আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল?

     (A) সিন্ধু ও পাঞ্জাব

     (B)উত্তর প্রদেশ

     (C)কাশ্মীর

     (D)উপরের সবগুলি ঠিক

সিন্ধু ও পাঞ্জাব


10.ঋক বেদের কততম মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে

     (A) প্রথম মণ্ডলে

     (B)চতুর্থ মণ্ডলে

     (C)তৃতীয় মণ্ডলে

     (D)দ্বিতীয় মণ্ডলে

তৃতীয় মণ্ডলে


11.ভারতীয় সংগীতের আদি গ্রন্থ কি ?

     (A) যজুরর্বেদ

     (B)অথর্ববেদ

     (C)সামবেদ

     (D)ঋকবেদ

যজুরর্বেদ


12.অথর্ববেদের মূল বিষয় হল

     (A) গানের সংকলন

     (B)জাদুবিদ্যা ও সাধারন সমস্যা

     (C)যজ্ঞের নিয়ম

     (D)মন্ত্র

জাদুবিদ্যা ও সাধারন সমস্যা


13.বেদ নামক পবিত্র গ্রন্থ কে রচনা করেছেন?

     (A) মৌর্যরা

     (B)আর্যগণ

     (C)গুপ্তারা

     (D) দাসিয়াস

আর্যগণ


14.সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ হল

     (A) জামিনেয় ব্রাহ্মণ

     (B)অত্রেয় ব্রাহ্মণ

     (C)গোপথ ব্রাহ্মণ

     (D)শতপথ ব্রাহ্মণ

শতপথ ব্রাহ্মণ


15.আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে?

     (A) ঋকবেদ

     (B)অথর্ব বেদ

     (C)যজুর বেদ

     (D)সাম বেদ

ঋকবেদ


16.মোট উপনিষদের সংখ্যা হল

     (A) ১২০

     (B)১০৮

     (C)১০৫

     (D)১০০

১০৮


17.বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে বলা হত

     (A) জনপতি

     (B)বিশপতি

     (C)গৃহপতি বা কুলপা

     (D)কলকাতা

গৃহপতি বা কুলপা


18.দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে ?

     (A) অথর্ববেদে

     (B)যজুরবেদে

     (C)সামবেদে

     (D)ঋকবেদে

ঋকবেদে


19.বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কী বলা হত ?

     (A) শ্রেষ্ঠী

     (B)শূদ্র

     (C)সেনানী

     (D)মেলুহা

শ্রেষ্ঠী


20.বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?

     (A) শতমন

     (B)নিষ্ক ও মনা

     (C)তাম্র

     (D)রুপি

নিষ্ক ও মনা

Post a Comment

0 Comments