Khalji Dynasty MCQ In Bengali | খলজি বংশের ইতিহাস প্রশ্নোত্তর

 Khalji Dynasty Question Answer | Delhi Sultanate

www.gkghor.in
Khalji Dynasty Question Answer In Bengali | Indian History



খলজি বংশ প্রশ্নোত্তর : 

আগের একটি পর্বে খলজি বংশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি আবনারা না দেখে থাকলে দেখে নিন। আর এই পর্বে আপনাদের জন্য থাকছে খলজি বংশ ও খলজি সাম্রাজ্যের ইতিহাসের উপর থেকে বাছাই করা প্রশ্ন উত্তর গুলি। এই পর্বের Khalji Dynasty এর Question Answer গুলি সব গুলোই গুরুত্বপূর্ণ। তাই আপনারা সকল প্রশ্নোত্তর গুলি দেখে নিন।


                                   

Medieval Indian History (Khalji Dynasty) MCQs


1.তুর্কি কথায় 'খলজি' শব্দের অর্থ কি ?

     (A) বীর

     (B)যোদ্ধা

     (C)রাজা

     (D)সম্রাট

যোদ্ধা


2.আলাউদ্দিন খলজির রাজধানী কি ছিল ?

     (A) মাদ্রাজ

     (B)তরাইন

     (C)সিরি

     (D)কীলোখারী

সিরি


3.খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন-

     (A) খসরু খান

     (B)মোবারক খান

     (C)আলাউদ্দিন খলজি

     (D)জালালউদ্দিন ফিরোজ খলজি

জালালউদ্দিন ফিরোজ খলজি


4.আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতির নাম কি ?

     (A) ফিরোজ খলজী

     (B)আমির খসরু

     (C)মালিক কাফুর

     (D)কায়কোবাদ

মালিক কাফুর


5.জালালউদ্দিন ফিরোজ খলজির প্রকৃত নাম কি ছিল ?

     (A) মালিক কাফুর

     (B)মালিক ফিরোজ

     (C)আলি গুরুসাস্প

     (D)আলতুনিয়া

মালিক ফিরোজ


6.আলাউদ্দিন খলজী কোন কর প্রবর্তন করেছিলেন ?

     (A) বারিন

     (B)চড়াই ও ঘরাই

     (C)সিজদা ও পাইবস

     (D)কোনোটিই নয়

চড়াই ও ঘরাই


7.আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল ?

     (A) আলি গুরুসাস্প

     (B)আলতুনিয়া

     (C)মালিক ফিরোজ

     (D)মালিক কাফুর

আলি গুরুসাস্প


8.আলাউদ্দিন খলজী পরিমাপের এক নতুন একক প্রবর্তন করেন সেটি হল

     (A) বিশ্ব

     (B)উষ্ণ

     (C)প্রস্থ

     (D)দৈর্ঘ্য

বিশ্ব


9.'সিকান্দার-ই-সানি' বা 'দ্বিতীয় আলেকজান্ডার' কার উপাধি ?

     (A) মালিক কাফুর

     (B)আলাউদ্দিন খলজি

     (C)ইলতুৎমিস

     (D)আকবর

আলাউদ্দিন খলজি


10.প্রথম মুসলিম শাসক হিসেবে আলাউদ্দিন খলজী কোন অঞ্চল অভিযান করেছিলেন ?

     (A) দক্ষিণ ভারত

     (B)উত্তর ভারত

     (C)পশ্চিম ভারত

     (D)পূর্ব ভারত

দক্ষিণ ভারত


11.বাহাউদ্দিনমধ্যযুগের বিস্ময় কাকে বলা হয় ?

     (A) বাহাউদ্দিন

     (B)ইলতুৎমিস

     (C)মালিক কাফুর

     (D)আলাউদ্দিন খলজি

আলাউদ্দিন খলজি


12.'Kingship knows no kinship' (রাজা আত্মীয়তা জানে না) এই মতাদর্শে কে বিশ্বাসী ছিলেন ?

     (A) মালিক কাফুর

     (B)বাহাউদ্দিন

     (C)আলাউদ্দিন খলজী

     (D)ফিরোজ খলজি

আলাউদ্দিন খলজী


13.জামাইতখানা মসজিদ কে নির্মাণ করেন ?

     (A) খসরু খান

     (B)জালালউদ্দিন ফিরোজ খলজি

     (C)মোবারক খান

     (D)আলাউদ্দিন খলজী

আলাউদ্দিন খলজী


14.রেশন ও বাজারদর ব্যবস্থা কে প্রচলন করেছিলেন ?

     (A) বাহাউদ্দিন

     (B)ইলতুৎমিস

     (C)ফিরোজ খলজি

     (D)আলাউদ্দিন খলজী

আলাউদ্দিন খলজী


15.নিম্নের কোন পদটি আলাউদ্দিন খলজির প্রশাসনে ছিল ?

     (A) মুনহিয়ান

     (B)দেওয়ান-ই-মুস্তকরাজ

     (C)সাহান-ই-মান্ডি

     (D)All of them

All of them


16.সুলতানের প্রতিভাবান শয়তান (Evil genius of Sultan) কাকে বলা হয় ?

     (A) ফিরোজ খলজী

     (B)ইলতুৎমিস

     (C)আলাউদ্দিন খলজী

     (D)মালিক কাফুর

মালিক কাফুর


17.'দাগ' (অশ্বের চিহ্নিতকরণ) ও 'হুলিয়া' (সেনার চিহ্নিতকরণ) প্রথা কে প্রচলন করেন ?

     (A) খসরু খান

     (B)মোবারক খান

     (C)আলাউদ্দিন খলজী

     (D)ফিরোজ খলজী

আলাউদ্দিন খলজী


18.জমি জরিপ করে নগদ অর্থে ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রচলন করেন ?

     (A) আলাউদ্দিন খলজী

     (B)ফিরোজ খলজী

     (C)খসরু খান

     (D)মোবারক খান

আলাউদ্দিন খলজী


19.খলজি বিপ্লব এর প্রবর্তক হলেন

     (A) খসরু খান

     (B)মোবারক খান

     (C)জালালউদ্দিন ফিরোজ খলজি

     (D)আলাউদ্দিন খলজী

জালালউদ্দিন ফিরোজ খলজি


20.জামাইতখানা মসজিদ কে নির্মাণ করেন ?

     (A) খসরু খান

     (B)জালালউদ্দিন ফিরোজ খলজি

     (C)মোবারক খান

     (D)আলাউদ্দিন খলজী

আলাউদ্দিন খলজী

Post a Comment

0 Comments