ভারতে অবস্থিত বিভিন্ন গিরিপথের নাম ও অবস্থান | Indian Passes and Their Locations Pdf

 গিরিপথ ও তাদের অবস্থান

www.gkghor.in
Indian Geography | Most Important Passes And Their Locations
    



আজকে আপনাদের জন্য ভূগোলের বিষয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। ভূগোলের উপর থেকে আপনাদের জন্য থাকছে ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ গিরিপথ ও তাদের অবস্থান। ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ গিরিপথ গুলির নাম এবং তাদের অবস্থান সম্পর্কে নিচে দেওয়া হল।



Locations Of Various Passes In India
গিরিপথের নাম গিরিপথের অবস্থান
Jelep La সিকিম ও লাসা ( ভারত ও তিব্বতের মধ্যে)
Bomdi La অরুনাচল প্রদেশ
Thang-La জম্মু ও কাশ্মীর ( লাদাখের সঙ্গে তিব্বতের মধ্যবর্তী)
Dihang Pass অরুনাচল ও মান্দালয়
Zoji La জম্মু ও কাশ্মীর (লাদাখ মালভূমি)
Chang La লাডাক ও তিব্বতের মধ্যে
Diphu Pass অরুনাচল প্রদেশের পূর্বদিক
Banihal Pass/ জহর টানেল জম্মু ও কাশ্মীর
Lanak La লাদাখ ও লাসা
Bundelpri জম্মু ও কাশ্মীর (শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগরক্ষাকারী )
Mana Pass তিব্বত ও উত্তরাখন্ড
Sasar জম্মু ও কাশ্মীর
Mangsha Dhura Pass উত্তরাখন্ড ও তিব্বত
Burzail Pass জম্মু, কাশ্মীর ও হিলাচল প্রদেশ



Locations Of Various Passes In India
গিরিপথের নাম/Passes অবস্থান/Locations
Niti Pass উত্তরাখন্ড ও তিব্বত
Shipki La হিমাচল প্রদেশ
Haldighat রাজসামান্ড ও পালি জেলার মধ্যে ( আরাবল্লীর শৈলশিরাতে অবস্থিত
Bara Lacha জম্মু ও.কাশ্মীর
Lipu Lakh উত্তরাখন্ড ( উত্তরাখন্ড ও তিব্বতের মধ্যে)
Aghil Pass লাডাক ও চীনের সিনকিয়াং প্রদেশ
Qara Tagh Pass কারাকোরাম পর্বত( এই পথ দিয়েই প্রাচীন “গ্রেট সিল্ক রোড” এর অস্তিত্ব ছিল)
Imis La লাডাক ও তিব্বতের মধ্যে
Debsa Pass কুলু ও স্পিটি উপত্যকা
Khardung La হিমাচল প্রদেশ


বি:দ্র : আপনারা যদি এই পর্বের ভারতের গিরিপথের নাম এবং তাদের অবস্থান পিডিএফ টি পেতে চান তাহলে উপরে দেওয়া Telegram এবং  Whatsapp গ্রুপে যুক্ত হোন।                               

Post a Comment

0 Comments