Ilbari Turk MCQ In Bengali | গোলাম বংশ

 দাস বংশ প্রশ্নোত্তর  


বন্ধুরা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য ইতিহাসের বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা নিয়ে আসি আর আজকের সুলতানি যুগের দাস বংশের এই প্রশ্নগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলো দেখে নিন

 

www.gkghor.in



দাস বংশ | Delhi Sultanate | Medieval Indian History  MCQ Question Answer


1.সুলতানি যুগে বেশি সময় রাজত্ব করে কোন বংশ ?

     (A) লোদী বংশ

     (B)খলজি বংশ

     (C)তুঘলক বংশ

     (D)দাস বংশ

তুঘলক বংশ


2.দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি ?

     (A) সুলতানা রাজিয়া

     (B)কুতুবউদ্দিন আইবক

     (C)সুলতান মাহমুদ

     (D)ফিরোজ শাহ তুঘলক

কুতুবউদ্দিন আইবক


3.কোন খেলা খেলতে গিয়ে কুতুবউদ্দিনের মৃত্যু হয় ?

     (A) লক্ষ্যভেদ

     (B)হর্সপোলো

     (C)ষাড়ের লড়াই

     (D)অলিম্পিক

হর্সপোলো



4.তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল

     (A) ১২০৬

     (B)১২১৫

     (C) ১১৯১

     (D)১১৯২

১২১৫


5. কুতুবউদ্দিন আইবক নামটির অর্থ কি ?

     (A) সোনার মত সুন্দর

     (B)চাঁদের মতো সুন্দর

     (C)আকাশের থেকেও সুন্দর

     (D)সূর্যের মতো সুন্দর

চাঁদের মতো সুন্দর


6.‘রজমনামা’ যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি হল

     (A) মহাভারত

     (B)গীতা

     (C)রামায়ণ

     (D)উপনিষদ

মহাভারত


7. ১২২১ সালে চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে ভারতে এসে উপস্থিত হন ?

     (A) কুতুবউদ্দিন আইবক

     (B)জাহান্দার শাহ

     (C)সুলতানা রাজিয়া

     (D)ইলতুৎমিস

ইলতুৎমিস


8.'লাখবক্স' কার উপাধি ছিল

     (A) নাসিরউদ্দিন মাহমুদ

     (B)সুলতানা রাজিয়া

     (C)কুতুবউদ্দিন আইবক

     (D)ইলতুৎমিস

কুতুবউদ্দিন আইবক


9. কুতুবমিনার' ও 'আড়াই-দিন-কা-ঝোপড়া'- কে নির্মাণ করেন ?

     (A) গিয়াসউদ্দিন বলবন

     (B)সুলতানা রাজিয়া

     (C)ইলতুৎমিস

     (D)কুতুবউদ্দিন আইবক

কুতুবউদ্দিন আইবক


10.'তুর্কান-ই-চাহেলগান' (চল্লিশ চক্র) কে প্রবর্তন করেন ?

     (A) ইলতুৎমিস

     (B)সুলতান মাহমুদ

     (C)নাসিরউদ্দিন মাহমুদ

     (D)কুতুবউদ্দিন আইবক

ইলতুৎমিস


11.ভারতের প্রথম সমাধি স্থাপত্য 'সুলতান গারহি' নির্মাণের জন্য কাকে 'সমাধি স্থাপত্যের জনক' বলা হয় ?

     (A) গিয়াসউদ্দিন বলবন

     (B)সুলতান মাহমুদ

     (C)নাসিরউদ্দিন মাহমুদ

     (D)ইলতুৎমিস

ইলতুৎমিস



12.'তবকত-ই-নাসিরি' গ্রন্থের রচয়িতা হলেন

     (A) ইবন বতুতা

     (B)আমির খসরু

     (C)আল বিরুনি

     (D)মিনহাজ-উল-সিরাজ

মিনহাজ-উল-সিরাজ


13.পার্সিয়ান বসন্ত উৎসব 'নওরোজ' কে প্রচলন করেন ?

     (A) নাসিরউদ্দিন মাহমুদ

     (B)গিয়াসউদ্দিন বলবন

     (C)ইলতুৎমিস

     (D)কায়কোবাদ

গিয়াসউদ্দিন বলবন


14.গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল ?

     (A) আলী আকবর

     (B)সুলতান

     (C)বাহাউদ্দিন

     (D)চাহেলগান

বাহাউদ্দিন


15.'মধ্যযুগের রবীন্দ্রনাথ' ও 'হিন্দুস্থানের তোতাপাখি' কাকে বলা হয়-

     (A) ইসামি

     (B)হিউ এন সাং

     (C)আমির খসরু

     (D)ইবন বতুতা

আমির খসরু


16.আমির খসরু নিম্নের কোন গ্রন্থটি রচনা করেছেন ?

     (A) খাজাইন-উল-ফুতুহ

     (B)তারিখ-ই-আলাই

     (C)তুঘলকনামা

     (D)জাহান্দার শাহ

উপরের সবকটি


Post a Comment

0 Comments