Failure of Great Revolt | মহা বিদ্রোহের ব্যর্থতা | Modern Indian History

 সিপাহি বিদ্রোহের ব্যার্থতা | Modern History


www.gkghor.in
Indian History | Great Revolt 1857 | Sepoy Mutiny | Modern Indian History MCQ Question Answer
 



 

➢ প্রিয় শিক্ষার্থীগন, 

আগের পর্বে আমরা মহা বিদ্রোহের কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আপনাদের জন্য মহা বিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয়েছে। আগের পর্ব টি না দেখে থাকলে নিচে দেওয়া লিঙ্কে চাপ দিয়ে দেখে নিতে পারেন।                            

বিদ্রোহের ব্যর্থতার কারণ (Cause of Failure) :  

ব্যপ্তি ও গভীরতা দিক দিয়ে ১৮৫৭ সালের মহাবিদ্রোহে আগের সবগুলিকে ছাড়িয়ে গিয়েছিল। এইচ .টি .লামব্রিক বলেছেন বিদ্রোহীদের সেনাবাহিনী ইউরোপীয় সেনাবাহিনীর রণকৌশল কে অন্ধভাবে অনুসরণ করত। এটি ছিল বিদ্রোহের অসম্ভব দুর্বলতা যা ইংরেজ বাহিনীকে রণক্ষেত্রে সুবিধাজনক ও অনুকূল পরিবেশের করিয়ে দিয়েছিল।


  • কুনওয়ার সিং, অমর সিং, তাতিয়া টোপি প্রমুখ নেতারা যখন যুদ্ধে গেরিলা কৌশল অবলম্বন করেছিল তখন ইংরেজ বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল। কনওয়েল বলেছিলেন বিদ্রোহ এ সিপাহীরা সাধারণত রাত্রিতে শত্রু পক্ষের ওপর অতর্কিত আক্রমণ চালায় নি এবং গেরিলা কৌশল অবলম্বন করেন নি। সিপাহীদের মধ্যে বহু  যোগ্য সামরিক নেতা ছিলেন যারা নতুন রণ কৌশল উদ্ভাবন করতে পারতেন।

  • রানী লক্ষ্মীবাঈ এর ওপর গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব অর্পণ করা হয়েছিল কিন্তু তার সামরিক কার্যাবলি একটি সংকীর্ণ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। রণক্ষেত্রে চমৎকার সাফল্যলাভ করা সত্ত্বেও তারা তাদের সামরিক প্রয়াস আঞ্চলিকতার বাইরে বিস্তীর্ণ করতে পারেনি। নানাসাহেব কানপুরে ব্যর্থ হয়েছিলেন, তাতিয়া টোপি ঝাঁসির শক্তিশালী দুর্গ রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন, কুনওয়ার সিং আড়ায় ব্যর্থ হয়েছিলেন। এই যাবতীয় ব্যর্থতা ছিল বিদ্রোহীদের সামরিক কৌশল সংক্রান্ত বৈজ্ঞানিক জ্ঞানের অভাবের অনিবার্য পরিণতি। বিদ্রোহীদের মধ্যে থেকে একজন দক্ষ ক্ষমতাসম্পন্ন নেতা উঠে আসেনি ।সুদক্ষ নেতৃত্ব পেলে তারা নিশ্চয়ই আমাদের পরাস্ত করত হেনরি লরেন্স এরূপ মন্তব্য করেছিলেন।

     

     

➧ মহাবিদ্রোহের ব্যর্থতার উপরোক্ত কারণগুলো ছাড়াও বেশকিছু কারণ রয়েছে। 

যেমন বিদ্রোহীদের হাতে যথেষ্ট পরিমাণ আগ্নেয়াস্ত্রের অভাব জমিদার ও ধনী বণিকদের বিশ্বাসঘাতকতা এবং বিদ্রোহীদের নিজেদের মধ্যে অনৈক্য। আসলে প্রথম থেকেই এই বিদ্রোহ ব্যর্থতার দিকে অগ্রসর হয়েছিল একটি অভ্যুত্থানের সাফল্য নির্ভর করে তিনটি বিষয়ের ওপর  

 

  • এক ,কৃষক ও কারিগরদের ঐক্যবধ্য করার জন্য নির্দিষ্ট মতাদর্শ ও সহযোগী সামরিক প্রয়োজন অনুযায়ী তাদের ক্ষমতার উত্তোলন।

                                

  • দুই, সুদক্ষ ও সামরিক নেতৃত্ব।

  • তিন,  একটি বিদ্রোহী  যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক রণকৌশলের প্রয়োগ।       

         

১৮৫৭ সালের মহাবিদ্রোহ নিঃসন্দেহে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের কৃতিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ছিল এবং সাম্রাজ্যবাদীদের চরম আঘাত হেনেছিল।



👉 মহাবিদ্রোহের কারণ

Post a Comment

0 Comments