Bengali GK For Competitive Exam Part - 5 | MCQ Question Answer

 Bangla GK Questions Answers For Competitive Exam Part 5

www.gkghor.in

Bengali GK | Bangla GK | General Knowledge | GK Mock Test In Bengali
     

আপনাদের জন্য নিয়ে এসেছি  Bengali GK MCQs Question Answer  For competitive Exam Part-5। আজকের পর্বের সমস্ত GK প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন রকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, PSC, UPSC, SSC, CGL, RAIL, WBP SI, WBP constable, ICDS, Group c & D এছাড়াও অন্য পরীক্ষার জন্য উপযোগী। 

আমাদের এই Website এ বিভিন্ন বিষয়ে chapter ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়। সকল প্রতার প্রশ্নোত্তর পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন। 


Bengali GK Question Answer    


1. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের?

অ্যালকোহল

কেরোসিন

পারদ

জল

➤ Answer : জল


2. মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করেন কে?

রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী

উপরাষ্ট্রপতি

রাজ্যপাল

➤ Answer : রাষ্ট্রপতি


3. কুইনাইন পাওয়া যায়?

ইউক্যালিপটাস থেকে

সিঙ্কনা থেকে

নিম থেকে

আম থেকে


➤ Answer : সিঙ্কনা থেকে


   

4. বিশ্ব উন্নয়ন রিপোর্ট টি কে প্রকাশ করেন

বিশ্বব্যাংক

বিশ্ব বাণিজ্য সংস্থা

রাষ্ট্রসংঘ

ইউনেস্কো

➤ Answer : বিশ্বব্যাংক


5. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?

লিভার

কিডনী

চামড়া

হৃদপিন্ড

➤ Answer : চামড়া


6. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?

আর্যভট্ট

ভাস্কর

রোহিণী -1

অ্যাপেলো

➤ Answer : আর্যভট্ট


7. যে মহাকাশযান ভেঙে কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল, সেই মহাকাশযান টির নাম কি

স্কাইল্যাব

কলম্বিয়া

সয়ুজ 8

সয়ুজ 11

➤ Answer : কলম্বিয়া


8. আলথিং কোন দেশের পার্লামেন্ট?

আয়ারল্যান্ড

আলবেনিয়া

আইসল্যান্ড

শ্রীলংকা

➤ Answer : আইসল্যান্ড


9. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?

১৫৬৬

১৫৬৭

১৭২৭

১৭৫৭

➤ Answer : ১৭৫৭

 

10. কোন বিদ্রোহের অপর নাম উলগুলান

মুন্ডা বিদ্রোহ

পাইক বিদ্রোহ

সাঁওতাল বিদ্রোহ

ফকির বিদ্রোহ

➤ Answer : সাঁওতাল বিদ্রোহ


11. ভারতের দুধের বালতি বলা হয় -

মেঘালয় 

পশ্চিমবঙ্গ 

কেরালা 

হরিয়ানা 

➤ Answer : হরিয়ানা 


12. এশিয়ার সর্বোচ্চ হ্রদটির নাম কী?

বি সি

নামসো

সিটিনো

➤ Answer : নামসো


13. আরব সাগরের রানী নামে পরিচিত -

কলকাতা

কোচি

কোহিমা

চন্ডিগড়

➤ Answer : কোচি


14. দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায়

1956 সালে

1954 সালে

1957 সালে

1856 সালে

➤ Answer : 1956 সালে


15. মানব দেহের কোন অংশে টিবিয়া নামক হাড় থাকে?

মাথার খুলি

পা

মুখ

হাত

➤ Answer : পা


16. পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে

সত্যজিৎ রায়

মমতা ব্যানার্জি

বিধানচন্দ্র রায়

কেউই নন

➤ Answer : বিধানচন্দ্র রায়


17. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি ?

দিল্লি

দাদরা নগর হাভেলি

দমন দিউ

আন্দামান-নিকোবর

➤ Answer : আন্দামান-নিকোবর


18. সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপাত্যকাকে কি বলে

ফিয়র্ড

কোরি

ঝুলন্ত উপত্যকা

হিমদ্রোণী

➤ Answer : ফিয়র্ড


19. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?

কাবেরী

কৃষ্ণা

গোদাবরী

নর্মদা

➤ Answer : কৃষ্ণা


20. সোল কোন দেশের মুদ্রার নাম?

ফ্রান্স

পেরু

চীন

চিলি

➤ Answer : পেরু


21. সোনালী পশমের দেশ কোনটি ?

নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া

জাপান

চীন

➤ Answer : অস্ট্রেলিয়া


22. ভারতের আইনস্টাইন কাকে বলা হয়

নাগার্জুন

চরক

আর্য ভট্ট

বরাহমিহির

➤ Answer : নাগার্জুন


23. প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে?

গান্ধীজি

জে. সি. কুমারাপ্পা

কেশভ কার্ভে

➤ Answer : কেশভ কার্ভে


24. ভারতের রেলপথ প্রথম বিদ্যুৎ চালিত হয়?

দিল্লি-আগ্রা

কলকাতা -পাটনা

বোম্বেপুনা

কোনোটিই নয়

➤ Answer : বোম্বে –পুনা


25. 2010 সালে কতজন পদস্রী খেতাব পেয়েছেন?

100 জন

130 জন

150 জন

85 জন

➤ Answer : 130 জন


26. বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি?

ব্যারোমিটার

থার্মোমিটার

ফ্যাদোমিটার

কোনোটিই নয়

➤ Answer : ব্যারোমিটার


27. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

ফ্রান্স

ইতালি

সুইডেন

আমেরিকা

➤ Answer : আমেরিকা


28. বীরবল কার ছদ্মনাম

সুভাষ মুখোপাধ্যায়

সুধীন্দ্রনাথ দত্ত

বীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রমথ চৌধুরী

➤ Answer : প্রমথ চৌধুরী


29. কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?

1948 খ্রি.

1949 খ্রি.

1950 খ্রি.

➤ Answer : 1948 খ্রি.


30. জয় জওয়ানজয় কিষান উক্তিটি কার?

মহত্মা গান্ধী

জওহরলাল নেহেরু

লালবাহাদুর শাস্ত্রী

বল্লবভাই প্যাটেল

➤ Answer : লালবাহাদুর শাস্ত্রী


31. পশ্চিমবঙ্গ বিধানসভা তে কতগুলো আসন আছে?

275

290

294

292

➤ Answer : 294


32. 2017 সালের ইকোনমিক ফ্রিডম ইনডেক্স অনুযায়ী ভারতের স্থান কত

120

133

143

151

➤ Answer : 143


33. কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন?

স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি

লোকসভা

সংসদ

➤ Answer : লোকসভা


34. অমৃতসরে জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?

1916 খ্রি.

1918 খ্রি.

1919 খ্রি.

➤ Answer : 1919 খ্রি.


35. কোন অ্যাসিড কে উত্তপ্ত করলে বাদামী বর্ণের গ্যাস নির্গত হয় ?

নাইট্রিক অ্যাসিড

নাইট্রোজেন ডাই-অক্সাইড

সালফিউরিক অ্যাসিড

হাইড্রোক্লোরিক অ্যাসিড

➤ Answer : নাইট্রিক অ্যাসিড


36. ছত্রিশগড়ের রাজধানীর নাম কি?

রায়পুর

পাটনা

দেরাদুন

লখনউ

➤ Answer : রায়পুর


37. কোন নদীর গতি বেগে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?

কৃষ্ণা

কাবেরী

সুবর্ণরেখা

মহানদী

➤ Answer : সুবর্ণরেখা


38. প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়?

ফ্রান্স

সুইটজারল্যান্ড

আমেরিকা

ফিনল্যান্ড

➤ Answer : ফ্রান্স


39. পশ্চিমবঙ্গের কোন অরণ্যে গন্ডার সংরক্ষিত হয় ?

গরুমারা অরণ্য

জলদাপাড়া অভয়ারণ্য

কাজিরাঙা অভয়ারণ্য

➤ Answer : গরুমারা অরণ্য


40. নিম্নলিখিতের মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম?

ভারত

ফ্রান্স

রাশিয়া

জিম্বাবোয়ে

➤ Answer : রাশিয়া


41. পুতুল নাচের ইতিকথা কার রচনা?

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

➤ Answer : মানিক বন্দ্যোপাধ্যায়


42. ভেনিজুয়েলার রাজধানী হল?

লিমা

নাইরোবি

কারাকাস

বেলগ্রেড

➤ Answer : কারাকাস


43. 56 তম জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন -

জুহি চাওলা

কঙ্কনা সেন শর্মা

ঐশ্বর্য রাই

প্রিয়াঙ্কা চোপড়া

➤ Answer : ঐশ্বর্য রাই


44. হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়?

পেরিকার্ডিয়াম

প্লাসেন্টা

রেটিকুলাম

➤ Answer : পেরিকার্ডিয়াম



Previous..                        Next

Post a Comment

0 Comments