WBCS WBP GK IN BENGALI | Bangla gk | competitive exam | part- 5 | PDF DOWNLOAD

 WBCS & WBP GK IN BENGALI 


www.gkghor.in
Bengali GK | GK for WBCS | GK for Competitive Exam | GK Question Answer



সুপ্রিয় শিক্ষার্থীগন,


  আজ আপনাদের জন্য আমরা wbcs, wbp si, ssc, rail, bank, group c & d, chsl, bank, cleark, primary tet and various competitive exam এর জন্য বেশ কিছু সহযোগী Gk part- 5 প্রশ্নোত্তর নিয়ে   এসেছি। আপনাদের সফলতার জন্য এর আগের gk part গুলিতে আমরা অনেক গুলো GK mcq questions answers দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের জেনারেল নলেজ প্রশ্ন উত্তর গুলি দেখে নিবেন। আপনারা চাইলে gk mcq questions answers গুলির pdfও ডাউনলোড করে নিতে পারেন। নিচে pdf download এর লিঙ্ক দেওয়া আছে।   



            GK MCQ QUESTION ANSWER 

                                   

1. মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?

উ: পাথ ফাইন্ডার


2. শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?

উ: ক্যাসিনি


3. ভারতের দীর্ঘতম নদী


উঃ গঙ্গা



4.ভারতের প্রথম পারমানবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কী ছিল


 উঃ শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ ( বোমার সাংকেতিক নাম ছিল - স্মাইলিং বুদ্ধ)


5. নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? 

উঃ ১৯৫৮ সালে


6. নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায়


7. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?

উ: প্রক্সিমা সেন্টারাই


8. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ২৮শে জুলাই


9. রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে?

উত্তরঃ উত্তরাখন্ড


10. রকেটের সূত্রের আবিস্কারক কে ?

উ: গডার্ড


11. ইলেকট্রন কে আবিস্কার করেন ?

উ: জন থম্পসন


12. বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?

উ: ENIAC


13. প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?

উ: লেডী এ্যাডো অগাস্টা


14. নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? 

উঃ ১৯৫৮ সালে


15. নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায়


16.. পর্যায় সারণিতে সব থেকে ভারী ধাতু কোনটি?

উত্তর : অসমিয়াম


17. ICC ( ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর পূর্ব নাম কি ছিল?

উত্তর : Imperial Cricket Conference


18. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ দুর্গ থেকে তাঁর ঘোড়ায় লাফ দিয়ে পালিয়ে যান, তিনি পালিয়ে গেলেও তার প্রিয় ঘোড়াটি মারা যায়, ঘোড়াটির নাম কি ছিল?

উত্তর : বাদল


19. পশ্চিমবঙ্গের স্টেট ট্রি কোনটি?

উত্তর : ছাতিম


20. ভাইরাস শব্দের অর্থ কি?

উত্তর : বিষ


21. কোন ঐতিহাসিক (Historical Book) বই বা গ্রন্থ থেকে জানা যায় যে, চন্দ্রগুপ্ত মৌর্য শুদ্র বংশীয় ছিলেন ?

উত্তর : মুদ্রারাক্ষস


22. কর্নেল ক্লাইভের শেয়াল নামে কাকে অভিহিত করা হয়?

উত্তর : মীরজাফর


23. আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল?

উত্তর : ফরাসি বিপ্লবের শতবর্ষ


24. মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি?

উত্তর : হায়দ্রাবাদ


25. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?

উত্তর : স্যার ডেভিড অক্টারলোনি


26. “মাদার ইন্ডিয়াবইটি কে লিখেছেন ?

উত্তর : ক্যাথরিণ মেয়ো


27. কাকেলাখবক্সবলা হত ?

উত্তর : কুতুবউদ্দিন আইবক


28. ভারতীয় পক্ষী বিজ্ঞানের পোপ কাকে বলা হয়ে থাকে, যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা করেন?

উত্তর : অ্যালান অক্টাভিয়াম হিউম


29. পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি?

উত্তর : রুশভোল্ট নগর


30. “The Audacity Of Hope” বইটি কার লেখা?

উত্তর : বারাক ওবামা



31. ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কী?

উঃ হিরাকুঁদ, মহানদীর উপর


32.কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম 

উঃ ওড়িশা 


33. পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম

উঃ আলিপুরদুয়ার


34.  পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 

উঃ সান্দাকফু (3630 মিটার)


35. তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত 

উঃ দ্বারকা





PREVIOUS  NEXT




Download PDF: Click Here

GK Mock Test👉

Click Here

Gegraphy MCQ👉

Click Here

Wbcs & Wbp GK👉

Click Here

History MCQ 👉

Click Here

Post a Comment

0 Comments