General Science | Wbcs 2011 | Previous Year Question Answer

 সাধারণ বিজ্ঞান General Science Wbcs 2011

www.gkghor.in
General Science | Wbcs 2011 | Previous Year Question Answer    
   

বন্ধু গণ,

        এর আগের পর্বে WBCS General Science Previous Year 2010 এর Question Answer গুলো দিয়ে দেওয়া হয়েছে। এই পর্বে থাকছে Wbcs 2011 তে সাধারণ বিজ্ঞান থেকে আসা প্রশ্নোত্তর গুলি। নিচে যে সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর গুলি দেওয়া আছে সেগুলো ২০১১ তে WBCS Exam এ এসেছিল। আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নোত্তর গুলি খুবই সাহায্য করবে এবং উপযোগী হবে। 


    WBCS 2011- General Science (সাধারণ বিজ্ঞান)



                              

1.নিম্নলিখিত উদ্ভিদ্গুলির কোনটি মূল বিহীন ? (WBCS 2011)

     (A) পিস্টিয়া

     (B)মনোকোরিয়া

     (C)আইকরনিয়া

     (D)সেরাটোফাইলাম

আইকরনিয়া


2.পদার্থের চতুর্থ অবস্থা হল

     (A) প্লাজমা

     (B)তরল

     (C)কঠিন

     (D)গ্যাসীয়

প্লাজমা


3.ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত ? (WBCS 2011)

     (A) অ্যান্টিবডি

     (B)DNA -এর গঠন

     (C)ভ্যাক্সিনিয়া

     (D)প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস

DNA -এর গঠন


4.ইলেকট্রন কে আবিস্কার করেন ?

     (A) পিয়ের কুরী

     (B)মাদাম কুরী

     (C)রাদারফোর্ড

     (D)জে. জে. টমসন

জে. জে. টমসন


5.স্নায়ুকোশ সৃষ্টি হয় এম্ব্রায়নিক কোন স্তর থেকে ? (WBCS 2011)

     (A) মেসোডার্ম

     (B)এন্ডোডার্ম

     (C)এক্টোডার্ম

     (D)এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই

এক্টোডার্ম


6.প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে ? (WBCS 2011)

     (A) 40

     (B)30

     (C)20

     (D)10

10


7.একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ (WBCS 2011)

     (A) এক-চতুর্থাংশ হবে

     (B)দ্বিগুণ হবে

     (C)অপরিবর্তিত থাকবে

     (D) চারগুণ হবে

অপরিবর্তিত থাকবে


8.সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় (WBCS 2011)

     (A) লাল আলোয়

     (B)কমলা আলোয়

     (C)সবুজ আলোয়

     (D)নীল আলোয়

সবুজ আলোয়


9.পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উত্পন্ন উত্সেচক হল (WBCS 2011)

     (A) ট্রিপসিন

     (B)টায়ালিন

     (C)পেপসিন

     (D)ইনসুলিন

পেপসিন


10.আবহমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?

     (A) হাইড্রোকার্বন

     (B)আল্ট্রা ভায়োলেট রশ্মি

     (C)নাইট্রোজেন মনোক্সাইড

     (D)পার অ্যাসিটাইল নাইট্রেট

পার অ্যাসিটাইল নাইট্রেট


11.নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল ? (WBCS 2011)

     (A) সারগাসাম

     (B)স্পাইরুলিনা

     (C)টেরেন্টিপোহলিয়া

     (D)ক্লোরেল্লা

টেরেন্টিপোহলিয়া


12. উদ্ভিদ কোশের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হল (WBCS 2011)

     (A) লিগনিন

     (B)স্টার্চ

     (C)সুক্লোজ

     (D)সেলুলোজ

স্টার্চ


13.পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর- (WBCS 2011)

     (A) তামা ও দস্তা

     (B)তামা ও টিন

     (C)তামা ও অ্যালুমিনিয়াম

     (D)লোহা ও তামা

তামা ও দস্তা


14.নিম্নলিখিতগুলির কোনটি ম্যাচিং দল নয় ? (WBCS 2011)

     (A) তিমি, টিকটিকি ও ব্যাঙ

     (B)স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার

     (C)আরশোলা, কাঁকড়া ও মাকড়সা

     (D)ক্লে ফিস, কাটল ফিস ও হ্যাগ ফিস

স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার


15.নিউক্লীয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল— (WBCS 2011)

     (A) নিউট্রন অ্যাবজর্পসন (নিউট্রন অভিশোষণ)

     (B)স্প্যালেশন

     (C)ফিসন (বিভাজন)

     (D)১৮৭০

ফিসন (বিভাজন)


16.খালি চোখে দেখা যায় এরকম কোশের সাইজ হল (WBCS 2011)

     (A) 1000 মাইক্রন

     (B)100 মাইক্রন

     (C)10 মাইক্রন

     (D)এক মাইক্রন

100 মাইক্রন


17.একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল (WBCS 2011)

     (A) 4f -এর সমান

     (B)2f -এর সমান

     (C)4f থেকে কম

     (D)4f থেকে বেশি

2f -এর সমান


18.‘শাল’ হচ্ছে এক ধরনের (WBCS 2011)

     (A) ম্যানগ্রোভ

     (B)চির সবুজ বৃক্ষ

     (C)পর্ণমোচী বৃক্ষ

     (D)সরলবর্গীয় বৃক্ষ

পর্ণমোচী বৃক্ষ


19.নীচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ ? (WBCS 2011)

     (A) কাইডিয়া ক্যালিসিনা

     (B)ফোয়েনিক্স প্যালুডোসা

     (C)এলিউসাইন কোরাকানা

     (D)ক্যুয়েরকাস ইনকানা

ক্যুয়েরকাস ইনকানা


20.সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় (WBCS 2011)

     (A) লাল আলোয়

     (B)কমলা আলোয়

     (C)সবুজ আলোয়

     (D)নীল আলোয়

সবুজ আলোয়


👉 General Science WBCS 2010


👉পশ্চিমবঙ্গ পুলিশ Gk mock - Click Here


👉Daily Current Affairs - Click Here


👉পশ্চিমবঙ্গ পুলিশের  জন্য গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর   - Click Here                                 

 

GK Mock Test👉

Click Here

Gegraphy MCQ👉

Click Here

Wbcs & Wbp GK👉

Click Here

History MCQ 👉

Click Here



Post a Comment

0 Comments