General Science | সাধারণ বিজ্ঞান | Wbcs 2010

 সাধারণ বিজ্ঞান (General Science)  


www.gkghor.in
General Science MCQ Question Answer


Hello Friends,

General Science / সাধারণ বিজ্ঞানের যে প্রশ্ন গুলি বিগত 2010 সালে WBCS এ এসেছিল। সেই প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল। General Science এর এই MCQ Question Answer গুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নোত্তর গুলি সাহায্য করবে। WBCS PSC UPSC WBP Group C & D SSC CGL BANK RAIL এছাড়াও বিভিন্ন Competitive Exam এ এই প্রশ্নোত্তর গুলি এসে থাকে। এর পর আমরা বাকি Previous Year Question Answer গুলো আপনাদের জন্য দেওয়া হবে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। 

General Science MCQ Question Answer (2010)



নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি- (WBCS 2010)

ইউরেনিয়াম 238

নেপচুনিয়াম 239

প্লুটোনিয়াম 239

থেরিয়াম 236


নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল- (WBCS 2010)

ইউরেনিয়াম

ক্যাডমিয়াম

পারদ

আর্সোনিক


নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়- (WBCS 2010)

দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরী হওয়া

আয়োডিনের ঊর্ধ্বপাতন

চায়ে চিনি মেশানো

মোমবাতির দহন


পলিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়- (WBCS 2010)

পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে

মানুষের যকৃত কোষ

পতঙ্গের স্নায়ু কোষ

উপরের কোনটিই নয়


উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হল- (WBCS 2010)

বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে বৃদ্ধি করে

বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে

বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে

বিক্রিয়ার অ্যাকটিভেশন এনার্জিকে হ্রাস করে


হৃদপেশী ক্লান্ত (Fatigue) হয় না কারণ- (WBCS 2010)

কোষসমূহ ইন্টারক্যাললেটড চাকতি দ্বারা যুক্ত

বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি

অধিক পরিমাণ অ্যাকটিনের উপস্থিতি

অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি


 পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ঠ দেখায়, তা- (WBCS 2010)

হাইড্রোফাইট

জেরোফাইট

হ্যালো ফাইট

মোসোফাইট


আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয় ? (WBCS 2010)

সুক্রোজ

ফ্রুকটোজ

সেলুলোজ

গ্লুকোজ


হৃদপেশী ক্লান্ত (Fatigue) হয় না কারণ- (WBCS 2010)

কোষসমূহ ইন্টারক্যাললেটড চাকতি দ্বারা যুক্ত

বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি

অধিক পরিমাণ অ্যাকটিনের উপস্থিতি

অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি


সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়- (WBCS 2010)

সাইটোসল -

ক্লোরোপ্লাস্টের গ্রানায়

রাইবোজোম -

ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়


হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ- (WBCS 2010)

বুক

হৃদপিন্ড

অস্থি

মস্তিষ্ক


 AIDS / HIV ভাইরাস এক প্রকারের- (WBCS 2010)

DNA ভাইরাস

RNA ভাইরাস

DNA অথবা RNA ভাইরাস

উভয় প্রকার, DNA এবং RNA ভাইরাস


DNA পর্যায়ক্রমপ্রক্রিয়া আবিষ্কার করেন- (WBCS 2010)

এইচ. জি. খোরানা

ওয়াটসন এবং ক্রিক

ফ্রেডরিক সেঞ্জার

..সাউদার্ন


 মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউব ওয়েল কাজ করবে না তা হল- (WBCS 2010)

20 ফুট

25 ফুট

28 ফুট

38 ফুট

কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়- (WBCS 2010)

সাদা

মসৃণ

মসৃণ কিন্তু কালো

অমসৃণ কিন্তু কালো


 ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে- (WBCS 2010)

বিবর্তন সম্পর্ক

ফেনাটিক সম্পর্ক

জিনগত সম্পর্ক

ট্যাক্সনমিজনিত সম্পর্ক


তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে- (WBCS 2010)

থার্মোস্ট্যাট

মোটর

ডায়নামো

রেকটিফায়ার


হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল- (WBCS 2010)

X লিঙ্কড প্রচ্ছন্ন

X লিঙ্কড প্রকট

X লিঙ্কড

কোণটিই নয়


শ্বসনে, যে গুরুত্বপূর্ণ ভুমিকা সাইটোসল পালন করে তা হল- (WBCS 2010)

অক্সিডেটিভ ফসফোরাইলেশন -

পাইরুবিক অ্যাসিডের অক্সিডেটিভ-ডি-কার্বক্সিলেশন -

ক্রেব্স চক্র -

গ্লাইকোলাইসিস-


একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় এর কারণ- (WBCS 2010)

মহাকর্ষ

সান্দ্রতা

স্থিতিস্থাপকতা

কৈশিক ক্রিয়া


কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ? (WBCS 2010)

সোডিয়াম

পটাসিয়াম

কোবাল্ট

লৌহা


👉রাজ্যের  লোকনৃত্য সমূহ || Folk Dances



 

GK Mock Test👉

Click Here

Gegraphy MCQ👉

Click Here

Wbcs & Wbp GK👉

Click Here

History MCQ 👉

Click Here

                                                            



                                           

Post a Comment

0 Comments