Source of Indian History | Ancient Indian History Mcq | ভারতীয় ইতিহাসের উপাদান পার্ট ১

 Indian History Source Short Type Question Answer

www.gkghor.in
Indian History | Ancient Indian History | History in Bengali | History MCQ Question Answer

 

হ্যালো বন্ধুরা,

 আজকে আমরা এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাসের উপাদান এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | আশা করি এই প্রশ্ন উত্তর গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের বিভিন্ন পরীক্ষায় সহযোগিতা করবে | আমাদের এই ওয়েবসাইটে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসব নতুন নতুন কিছু জিকে প্রশ্ন উত্তর এবং বিভিন্ন বিষয়ের উপর অনেক ধরনের প্রশ্ন উত্তর আজকের এই পর্বের ভারতের ইতিহাসের উপাদান বা ইন্ডিয়ান সোর্স অফ হিস্ট্রি গুলি আপনারা নিচে গিয়ে দেখে নিন | 


এর আগের  একটি পর্বে আমরা প্রি হিস্ট্রি ব প্রাক ইতিহাসের উপর কিছু mcq প্রশ্ন উত্তর দিয়েছি আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইট থেকে দেখে নিবেন | আর আপনারা যদি চান পিডিএফ ডাউনলোড করতে তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন | আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন ধরনের জিকে প্রশ্ন উত্তর, যে জিকে প্রশ্ন উত্তর গুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই জিকে প্রশ্ন উত্তর গুলো আপনাদের আসন্ন বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডব্লিউ বি সি এস, পি এস সি এস, এস সি, ডাবলু বি পুলিশ ,গ্রুপ ডি গ্রুপ সি রেল এসএসসি এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ | তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলো যাতে ভালোভাবে হয় সেই দিক দিয়ে আমরা যতটা পারি আপনাদের সাহায্য করবো ধন্যবাদ |



Source of Indian History MCQ


1. স্বর্গ প্রতি স্বর্গ বংশ মন্বন্তর আর বংশানুচরিত এর সংকেত কে দেয়?

উত্তর: পুরান


2. ভাগবত ধর্মের সঙ্গে সম্পর্কিত প্রাচীনতম অভিলেখ কোনটি?

উত্তর: হেলিওডোরাস এর বেস্নগর অভিলেখ


3. ভারতের সর্বাধিক তামার পয়সা কারা জারি করেছিলেন?

উত্তর: কুশান


4. নিচের কোন চীনা যাত্রী চালুক্য দের শাসনকালে চীন এবং ভারতের সম্পর্কে বিবরণ দিয়েছেন?

উত্তর: মাতবালিন


5. বিক্রম এবং শক সম্বাতের মধ্যে কত বছরের তফাৎ?

উত্তর: ১৩৫


6. সংস্কৃত কবি এবং  নাট্যকার কালিদাসের উল্লেখ কোথায় পাওয়া যায়?

উত্তর: দ্বিতীয় পুলকেশির আইহোল প্রসস্তিতে


7. মিলিন্দোপান্হো কি

উত্তর: পালি গ্রন্থ


8. রাজতরঙ্গিনির লেখক কলহনের সময় শাসক কে ছিলেন?

উত্তর: জয় সিংহ


9. রাজতরঙ্গিনিতে কযটি অধ্যায় আছে?

উত্তর: আটটি


10. নিচের মধ্যে কাকে ভারতের মধ্যে প্রথম আইন প্রবর্তক মানা হয়?

উত্তর: মনুকে


11. মহাভারতের তেলুগু অনুবাদ কে করেন?

উত্তর: নন্নয়া


12. কারা সর্ব প্রথম আমাদের দেশকে ইন্ডিয়া বলে সম্বোধন করে?

উত্তর: গ্রীকরা


13. কার সিক্কাতে মন্দির আকৃতি অঙ্কন আছে?

উত্তর: অন্দুবর এবং পাঞ্চাল


14. কোন অভিলেখ থেকে পুষ্যমিত্রের দুটি অশ্বমেধ যজ্ঞের কথা জানা যায়?

উত্তর: ধনদেবের অযোধ্যা অভিলেখ


15. কে সর্বপ্রথম সোনার সিক্কা চালু করেন?

উত্তর: বিম কদফিসিস


16. চিনারা ভারতকে তি নামে ডাকত?

উত্তর: যিন-তু


17. কোন অভিলেখে সর্বপ্রথম ভারতবর্ষের উল্লেখ হয়েছে?

উত্তর: হাতিগুম্পা


18. পণ এর ওজন মান হল

উত্তর: ৫৬ গ্রেন


19. কোন যাত্রী বলেছিলেন ভারতের প্রত্যেক প্রদেশের ইতিহাস লেখার জন্য ঐতিহাসিক নিযুক্ত করা হত?

উত্তর: হিয়েন সাঙ


20. কোন যাত্রী পূর্ববর্তী ৫৬ বৌদ্ধ যাত্রীর বিবরণ দেয়?

উত্তর: ইৎসিঙ


21. কোন যাত্রী মিহির ভোজকে ইসলামের ঘোর শত্রু বলেছেন?

উত্তর: সুলেমান


22. কালচুরি শাসক গাঙ্গেয় দেবের মুদ্রায় কিসের অঙ্কন পাওয়া যায়?

উত্তর: লক্ষী

23. কার মুদ্রারায় শিব-পার্বতী এর অঙ্কন পাওয়া যায়?

উত্তর: হর্ষ


24. কার মুদ্রায় সর্বাধিক হিন্দু দেব দেবীর অঙ্কন দেখা যায়?

উত্তর: হুবিষ্কের মুদ্রায়


25. ভারতে কোন যুগে সর্বাধিক মুদ্রা পাওয়া যায়?

উত্তর: মৌর্যোত্তর যুগে


26. ভারতের প্রাচীনতম মুদ্রা আহাত কোন ধাতু দিয়ে তৈরী?

উত্তর: অধিকাংশ রুপা এবং কিছুটা তামা দিয়ে


27. জল করের প্রমান কাদের অভিলেখ থেকে পাওয়া যায়?

উত্তর: গহড়ওয়াল


28. বিভিন্ন প্রাচীন ভারতীয় লিপির উল্লেখ করে কোন বৌদ্ধ গ্রন্থ?

উত্তর: ললিত বিস্তার


29. জাতি প্রথার তীর্ব আলোচনা করা বজ্রসুচির লেখক হলেন?

উত্তর: অশ্বঘোষ


NEXT



MCQ of Pre-History Click Here 

Post a Comment

0 Comments