Previous Years History Question Answer | Wbcs | download pdf | Part - 3

 ইতিহাস প্রশ্নোত্তর - WBCS Previous Years History Question Answer


www.gkghor.in
WBCS HISTORY QUESTION ANSWER


  

হ্যালো বন্ধুরা,
                WBCS previous years History Question Answer পর্বে আজকে আপনাদের জন্য Part 3 History MCQ question answer নিয়ে এসেছি। বিগত কয়েক বছরে wbcs এ ইতিহাসের উপর থেকে যেসকল প্রশ্নোত্তর এসেছে সেগুলো আমরা তিনটি Part এ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই তিনটি পর্বই দেখে নিবেন। ইতিহাসের এই প্রশ্ন-উত্তর গুলি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। wbcs, wbp, ssc, cgl, psc, ssc, rail, icds cleark, group c & d, ctet, ugc net এবং বিভিন্ন competitive exam এর   জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা wbcs previous year History mcq questions answers এর তিনটি পর্বের pdf নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন, সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। 




ইতিহাস প্রশ্নোত্তর - HISTORY MCQ Question Answer


1.কত সালে কোথায় মুসলিম লীগ ‘পাকিস্থান প্রস্তাব’ গ্রহণ করেন?

     (A) ১৯৪০ ঢাকা

     (B)১৯৪০ লাহোর

     (C)১৯৩০ এলাহাবাদ

     (D)১৯২৯ লাহোর

১৯৪০ লাহোর


2.কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন?

     (A) বি আর আম্বেদকর

     (B)মহাত্মা গান্ধী

     (C)সর্দার বল্লভ ভাই প্যাটেল

     (D)মৌলানা আবুল কালাম আজাদ

মহাত্মা গান্ধী


3.কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়?

     (A) ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি ( ১৮ই আগস্ট ১৯৪৫)

     (B)হিন্দু মহাসভা ( ৩রা জুন ১৯৪৬)

     (C)জাতীয় কংগ্রেস ( ৪ঠা আগস্ট ১৯৪২)

     (D)মুসলিম লীগ( ১৬ই আগস্ট, ১৯৪৬)

মুসলিম লীগ( ১৬ই আগস্ট, ১৯৪৬)


4.ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল?

     (A) আগস্ট ১৯৪৬

     (B)আগস্ট ১৯৪৭

     (C)জুন ১৯৪৬

     (D)জুলাই ১৯৪৭

আগস্ট ১৯৪৭


5.পাকিস্থানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

     (A) মহম্মদ শেখ আবদুল্লা

     (B)সৈয়দ আমির আলি

     (C)মহম্মদ আলি জিন্না

     (D)লর্ড মাউন্টব্যাটেন

মহম্মদ আলি জিন্না


6.কোন সালে কার নেতৃত্বে ‘চট্টগ্রাম অস্ত্রাগার’ লুট হয়েছিল?

     (A) ১৯৩০ রামপ্রসাদ বিসমিল

     (B)১৯২৯ শচীন্দ্রনাথ সান্যাল

     (C)১৯২৯ বটুকেশ্বর দত্ত

     (D)১৯৩০ সূর্য সেন

১৯৩০ সূর্য সেন


7.স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

     (A) লর্ড ওয়েভেল

     (B)ক্লিমেন্ট অ্যাটলি

     (C)চক্রবর্তী রাজাগোপালাচারী

     (D)লর্ড ক্যানিং

চক্রবর্তী রাজাগোপালাচারী


8.১৯৪৬ সালে কোন মিশন/কমিশন ভারতে আসে?

     (A) হান্টার কমিশন

     (B)সাইমন কমিশন

     (C)ক্যাবিনেট মিশন

     (D)ক্রিপস মিশন

ক্যাবিনেট মিশন


9.নিম্নলিখিত কোন নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত আছে?

     (A) মুদ্রারাক্ষস

     (B)মত্তবিলাস

     (C)দেবীচন্দ্রগুপ্তম

     (D)মৃচ্ছকটীকা

মুদ্রারাক্ষস


10.নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সনয়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে?

     (A) তারিখ-ই-ফিরোজশাহি

     (B)শাহনামা

     (C)তহকিক-ই-হিন্দ

     (D)উপরের কোনটাই নয়

তারিখ-ই-ফিরোজশাহি


11.ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রিক শাসক কে ছিলেন?

     (A) মিনান্দর

     (B)প্রথম অ্যান্টিওকাস

     (C)ডিমিট্রিয়াস

     (D)উপরের কোনটাই নয়

মিনান্দর


12.অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন কে?

     (A) এম এম মালব্য

     (B)আর সি দত্ত

     (C)গোখলে

     (D)বিপিন চন্দ্র পাল

আর সি দত্ত


13.কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?

     (A) বল্লাল সেন

     (B)দেবপাল

     (C)ধ্রুব

     (D)ধর্মপাল

ধর্মপাল


14.খ্রীষ্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল?

     (A) পাল চোল রাষ্ট্রকূট

     (B)চোল প্রতিহার রাষ্ট্রকূট

     (C)পাল প্রতিহার রাষ্ট্রকূট

     (D)পাল চোল পল্লব

পাল প্রতিহার রাষ্ট্রকূট


15.নিম্নলিখিত কোন ব্যাক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন?

     (A) রাজা বীরবল

     (B)তানসেন

     (C)তোডরমল

     (D)রাজা মান সিংহ

রাজা বীরবল


16.স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল?

     (A) ১৯১৯১, ১৯২০

     (B)১৯২০, ১৯২৬,

     (C)১৯১৯১, ১৯২৩

     (D)১৯২৩, ১৯২৬

১৯২৩, ১৯২৬


17.‘তকাভি’ বলতে কি বোঝায়?

     (A) অনুর্বর জমি

     (B)হিন্দুদের উপর আরোপিত কর

     (C)এক ধরণের উর্বর জমি

     (D)কৃষক ঋণ

কৃষক ঋণ


18.দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল?

     (A) ফিরোজ তুঘলক

     (B)জালালউদ্দিন খলজি

     (C)রাজিয়া

     (D)বলবন

জালালউদ্দিন খলজি


19.ভারত যখন স্বাধীন হয় তখন কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন?

     (A) সর্দার প্যাটেল

     (B)জে বি কৃপালিনী

     (C)জওহর লাল নেহেরূ

     (D)মহাত্মা গান্ধী

জে বি কৃপালিনী


20.বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংশাবধেষ কোথায় পাওয়া যায়?

     (A) বরোদা

     (B)হাম্পি

     (C)গোলকুণ্ডা

     (D)বিজাপুর

হাম্পি


PART -1            PART -2       


👉 Download PDF - Click Here 


GK Mock Test👉

Click Here

Gegraphy MCQ👉

Click Here

Wbcs & Wbp GK👉

Click Here

History MCQ 👉

Click Here

Post a Comment

0 Comments