Medieval Indian History | ভারতে মুসলিমদের আগমন | Indian History

 সুলতানি যুগ | Sultanate Period | Indian History

   

Medieval Indian History      gkghor.in
 Medieval Indian History


প্রিয় পাঠক, 

আজকে আপনাদের জন্য আমরা মধ্যযুগেরর ইতিহাস (Medieval Indian History MCQ Question Answer) থেকে ভারতে মুসলিমদের আগমন এবং সুলতানি যুগের উপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি। ৭১২ খ্রিষ্টাব্দ থেকে মহম্মদ বিন কাশিম এর ভারত আক্রমন এবং ভারতে লুন্ঠন। মহম্মদ কাশিমের ভারত অভিযানের পর থেকে মুসলিমদের ভারতে আগমন এবং ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার। এর ফলে আগত বিভিন্ন মুসলিম শাসকদের স্থায়ী সাম্রাজ্যবাদী আগ্রাসন। বিদেশি মুসলিমদের আগমন ও সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে সুলতানি যুগ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেওয়া হল। এর পরের পর্বেও আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক আরও প্রশ্নোত্তর নিয়ে আসবো সঙ্গে থাকুন। 


       মধ্যযুগের ইতিহাস, সুলতানি যুগ, Indian History    


1.ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ?

     (A) মহম্মদ ঘুরি

     (B)সুলতান মামুদ

     (C)দারিয়াস প্রথম

     (D)মহম্মদ বিন কাশিম

সুলতান মামুদ


2.সর্বপ্রথমে কোন শক্তি ভারতীয় অঞ্চল জয় করেছিল ?

     (A) তুর্কি

     (B)চিন

     (C)গ্রীক

     (D)পার্সিয়ান

পার্সিয়ান


3.তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল

     (A) সুলতান মামুদ ও আনন্দপাল

     (B)মহম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহান

     (C)বাবর ও ইব্রাহিম লোদি

     (D)কুতুবউদ্দিন আইবক ও পৃথ্বীরাজ চৌহান

মহম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহান


4.ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?

     (A) তেমুচিন

     (B)চেঙ্গিজ খান

     (C)ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি

     (D)আফজল খান

ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি


5.কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন ?

     (A) ১২০৬ খ্রীঃ

     (B)১২০২ খ্রীঃ

     (C)১১৯৯ খ্রীঃ

     (D)১১৯৪ খ্রীঃ

১২০২ খ্রীঃ


6.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?

     (A) ১১৯৪ সালে

     (B)১১৯৩ সালে

     (C)১১৯২ সালে

     (D)১১৯১ সালে

১১৯২ সালে


7.তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন ?

     (A) সুলতান মামুদ

     (B)মহম্মদ ঘোরি

     (C)পৃথ্বীরাজ চৌহান

     (D)বখতিয়ার খিলজী

মহম্মদ ঘোরি


8.সুলতান মামুদ ভারতের কোন প্রদেশটি দখল করেছিলেন ?

     (A) মহীশুর

     (B)দিল্লি

     (C)উত্তর প্রদেশ

     (D)পাঞ্জাব

পাঞ্জাব


9.তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?

     (A) ১১৯২ সালে

     (B)১১৯১ সালে

     (C)১৫৫০ সালে

     (D)১১৮০ সালে

১১৯১ সালে


10.চিস্তি শাখার প্রবর্তক মৈনুদ্দিন চিস্তি কার সাথে ভারতে এসেছিলেন

     (A) কুতুবউদ্দিন আইবক

     (B)বখতিয়ার খিলজী

     (C)সবুক্তগীন

     (D)মহম্মদ ঘোরি

মহম্মদ ঘোরিট


11.সুলতান মামুদের ভারত আক্রমণের মূল লক্ষ কি ছিল ?

     (A) জাঠদের দমন করা

     (B)ধনসম্পদ লুঠ করা

     (C)সাম্রাজ্য বিস্তার করা

     (D)কোনটিই নই

ধনসম্পদ লুঠ করা


12.ভারতে প্রথম কত সালে মুসলিম আক্রমণ হয়েছিল ?

     (A) ৭৫০ সালে

     (B)৭১২ সালে

     (C)৬৫০ সালে

     (D)৬০০ সালে

৭১২ সালে


13.কত সালে ১৬ তম ভারত আক্রমনে সুলতান মামুদ সোমনাথ মন্দির লুঠ করেন ?

     (A) ১০২৬ খ্রিঃ

     (B)১০২৫ খ্রিঃ

     (C)৬৫০ সালে

     (D)৬০০ সালে

১০২৫ খ্রিঃ


14.৭১২ সালে কোন মুসলিম শাসক ভারত আক্রমণ করেন ?

     (A) কুতুবউদ্দিন আইবক

     (B)বখতিয়ার খিলজী

     (C)বাবর

     (D)মহম্মদ বিন কাশিম

মহম্মদ বিন কাশিম


15.নিম্নের কে বা কারা সুলতান মামুদের সভাকবি ছিলেন ?

     (A) উৎবি

     (B)অলবিরুনি

     (C)ফিরদৌসি

     (D)উপরের সকলেই

উপরের সকলেই


16.সুলতান মামুদের বাবার নাম কি ছিল ?

     (A) ইসমাইল

     (B)সবুক্তগীন

     (C)আলপ্তগীন

     (D)উলুগখান

সবুক্তগীন


17.'প্রাচ্যের হোমার' কাকে বলা হয়

     (A) কালিদাস

     (B)উৎবি

     (C)ইবন বতুতা

     (D)ফিরদৌসি

ফিরদৌসি


18.সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন

     (A) ১৭ বার

     (B)১৫ বার

     (C)১২ বার

     (D)১০ বার

১৭ বার


19.মহম্মদ ঘোরি ১১৭৫ সালে প্রথম কোন প্রদেশটিতে আক্রমণ করেন ?

     (A) মুলতান প্রদেশ

     (B)সিন্ধু প্রদেশ

     (C)পাঞ্জাব প্রদেশ

     (D)কোনটিই নয়

মুলতান প্রদেশ


20.কিতাব-উদ-ইয়ামনি' গ্রন্থের রচয়িতা হলেন

     (A) মহম্মদ আল্লাই

     (B)অলবিরুনি

     (C)ফিরদৌসি

     (D)উৎবি

উৎবি



  NEXT   

   

👉 DOWNLOAD PDF- Click Here


                     Topic

Link

Gk MOCK TEST

Click Here

WBCS & WBP GK

Click Here

GEOGRAPHY GK

Click Here

ANCIENT HISTORY

Click Here

MEDIEVAL INDIAN HISTORY

Click Here

MODERN INDIAN HISTORY

Click Here


Post a Comment

0 Comments