Folk Dances | বিভিন্ন রাজ্যের লোকনৃত্য |

রাজ্যের  লোকনৃত্য সমূহ || Folk Dances

Folk Dances | বিভিন্ন রাজ্যের লোকনৃত্য    gkghor.in
Folk Dance | Various State Folk Dance


বন্ধুরা, 
আমাদের দেশ ভারতবর্ষ। বিশাল এই দেশ কত গুলি রাজ্যে ভাগ করা হয়েছে। যেমন এই দেশে অনেক গুলি রাজ্য আছে তেমনি এই রাজ্য গুলিতে বাস করে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের লোক। আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের লোকের ভাষার মধ্যে যেমন রয়েছে বৈচিত্র্য তেমনি রয়েছে তাদের সংস্কৃতির মধ্যেও বৈচিত্র্য। তাদের এই সাংস্কৃতিক বৈচিত্র্যের ফলে রয়েছে তাদের লোক সংস্কৃতির মধ্যে বিভিন্নতা। 
বন্ধুরা আজকের এই পর্বে আপনাদের নিয়ে এসেছি ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য (Folk Dances Of States In India)। বিভিন্ন রাজ্য অনুযায়ী সেই রাজ্য গুলির লোকনৃত্য আমরা খুব সুন্দর ভাবে নিচে দিয়েছি দেখে নিন।                               


রাজ্যের নাম                             লোকনৃত্য সমূহ


পশ্চিমবঙ্গ  👉 ছৌ, নাচযাত্রাকীর্তনবাউল নৃত্যগাজনগম্ভীরাটুসুবৃতাসাঁওতালিমুন্ডরী


উড়িষ্যা  👉ডান্তানাটাঘুমরছৌ নাচগোটিপুয়াওডিসিরনপাচৈতি ঘোড়াসম্বলপুরীপাইকা নৃত্য, বাঘা নৃত্য


গুজরাট  👉গরবাগণপতিভজনডান্ডিয়ারাসলীলাগাড়োয়াটিপ্পনীপাধারভাবৈহুদো


মিজোরাম  👉চেরাউখুয়াল্লামসারলামকাই


কেরালা     👉সারিদাসী অট্টম, কৃষ্ণ নাট্যমমোহিনীঅট্টমপান্নাকুম্মাত্তিকুথিঅট্টমথুম্পি থুল্লালকথাকলি


অন্ধ্রপ্রদেশ 👉কোট্টামগীতি ভগবতমমাথুরিধামালভিরানাট্যমধীমসাবনালুবাথাকাম্মাকুচিপুড়ি


মধ্যপ্রদেশ  👉লোটাতুন্ডাভালিকর্মামুরিয়ালেহাঙ্গিফুল পাতিগৃদাআহিরিযাওয়ারাপান্ডবাণী


পাঞ্জাব 👉 ভাংরাগিদ্ধাধুমলঝুমর


অসম  👉 ছাগবিটোবালখেলগোপীখেলগোপালবিহু,রাসলীলাক্যানোই,তা বাল চোংলিসত্রিয়া


বিহার  👉 বিদেশিয়াজটাজটিললাগুইনাচেরীকাঠপুতলিকর্মাঝিঝিয়ানাটনাযাতা যতীন


উত্তরপ্রদেশ 👉 নোটাঙ্কিআহিরথালিকাজরিথোরাচাপ্পেলীরাসলীলাচারকুলাসোয়াংনাকালকত্থক


হিমাচল প্রদেশ 👉 গীরদাকাবিয়ালামুতরোলুধিডান্সকায়েঙ্কাথোরাঘুরেহী,নটিলাহাউলিকুল্লু,ডাঙ্গীদান্দরাস


হরিয়ানা  👉 সোয়াংঘুমরঝুমরলুরখরিয়াবিণ বাসুরীফাগ


ত্রিপুরা  👉 বিজু,গাজনদাইলোগালামুচামোহজাগিরিসংরাই


তামিলনাড়ু  👉 কুম্মীকোলাট্টমকারাগট্টমভারতনাট্যম


উত্তরাখন্ড               👉      হুরকা বাউলপান্ডব নৃত্যঝরাচলিয়াছাপেরীচানচেলি


ছত্তিসগড়               👉      কর্মাশৈলসুয়া নাচাগেন্দিপান্থী


নাগাল্যান্ড              👉      জেলিয়াংযুদ্ধ নাচসুয়া লুয়া


মহারাষ্ট্র                 👉        তামাশালাবনীদাহীকালাধানগারী গাজাদিনদি


মেঘালয়                👉        লহোনংক্রেম


মনিপুর                 👉       মণিপুরীলেহাববসন্ত রানামাইবীখাম্বা থাইবীনুপারাসলীলাঢোল চোলাম,


কর্নাটক                👉      হাতারীউগাদীবায়ালতাভূথা আরাধনাকামসালেকৃষ্ণ পারিজাথাডল্লু কুনিথা, ভারতনাট্যম


সিকিম                 👉         লিম্বুচি রিমুখুকুরীসিকমারীমুখোশ নাচধান নাচতোমাং সেলোলেপচা


গোয়া                   👉        দেখনীফুগরীমান্দতালগারীজাগরডালোদিউলি


অরুনাচল প্রদেশ 👉        দামিন্দাখামতিবুইয়াওয়াংচপনাং


ঝারখন্ড                👉         কর্মাসাঁওতাল নৃত্যছৌ নাচপাইকা     

      


Post a Comment

0 Comments