Indus Valley Civilization MCQ | হরপ্পা সভ্যতা | Part - 1

 Ancient Indian History - হরপ্পা সভ্যতা 
Harappa Civilization


সিন্ধু সভ্যতা প্রশ্নোত্তর | হরপ্পা সভ্যতা  | Indus Valley Civilization MCQ |
   

 
সুপ্রিয় শিক্ষার্থীগণ,

       এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি xx প্রশ্নোত্তর। প্রাচীন ভারতের ইতিহাস (Ancient Indian History Mcq Questions Answer) এর আজকের প্রথম পর্বে সিন্ধু সভ্যতার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। Indus Valley Civilization এর এই MCQ Question Answer গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। আমাদের Gk Ghor ওয়েবসাইটে Ancient History Of India এর আরও বিভিন্ন বিষয়ের উপর ধীরে ধীরে ইতিহাসের সকল অধ্যায়ের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিয়ে আসবো। ভারতের ইতিহাস বা Indian History Mcq Questions Answers পেতে আমাদের website এর সাথে যুক্ত থাকুন।   


সিন্ধু সভ্যতা/ হরপ্পা সভ্যতা - Indus Valley Civilization Mcq questions answers


                                                                  

1.হরপ্পা ও প্রাক-হরপ্পা এই দুটি সাংস্কৃতিক পর্যায়ের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে?

     (A) বানওয়ালী

     (B)মহেঞ্জোদারো

     (C)চানহু-দারো

     (D)কালিবঙ্গান

কালিবঙ্গান


2.হরপ্পা সভ্যতার ম্যানচেস্টারবলা হয় কোন শহরটিকে ?

     (A) লোথাল

     (B)কালিবঙ্গান

     (C)ধোলাভিরা

     (D)রোপার

লোথাল


3.হরপ্পানের লোকেরা এর ব্যবহার জানতেন

     (A) 4 এবং এর গুণকগুলি

     (B)8 এবং এর গুণক

     (C)12 এবং এর গুণক

     (D)16 এবং এর গুণক

16 এবং এর গুণক


4.সিন্ধু সভ্যতাকে বলা হয়

     (A) লৌহ যুগীয়

     (B)প্রস্তর যুগীয়

     (C)গ্রাম ভিত্তিক

     (D)শহর ভিত্তিক

শহর ভিত্তিক


5.রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

     (A) লোথাল

     (B)কালিবাগান

     (C)সুকতাজেন্ডার

     (D)মহেঞ্জদাড়ো

কালিবাগান


6.সিন্ধু উপত্যকার লোকদের জন্য ব্রাহ্মণীর ষাঁড়টি ছিল

     (A) বলিষ্ঠ প্রাণী

     (B)সুপরিচিত প্রাণী

     (C)পবিত্র প্রাণী

     (D)বিম্বিসার

পবিত্র প্রাণী


7.সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে

     (A) কালিবঙ্গানে

     (B)রোপারে

     (C)মহেঞ্জোদাড়োতে

     (D) হরপ্পায়

মহেঞ্জোদাড়োতে


8.বলিষ্ঠ প্রাণী সিন্ধু সভ্যতা নগরী লোথাল কোথায় অবস্থিত?

     (A) হরিয়ানা

     (B)পাঞ্জাব

     (C)রাজস্থান

     (D)গুজরাট

গুজরাট


9.নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে?

     (A) আলমগীরপুর

     (B)মহেঞ্জোদারো

     (C)কোট ডিজি

     (D)ধোলাভিরা

মহেঞ্জোদারো


👉পশ্চিমবঙ্গ পুলিশ Gk mock - Click Here


10.কোনটি গুজরাটে অবস্থিত

     (A) ধোলাভিরা

     (B)লোথাল

     (C)কালিবঙ্গান

     (D)ধোলাভিরা ও লোথাল দুটিই

ধোলাভিরা ও লোথাল দুটি


11.সিন্ধু উপত্যকা সভ্যতার আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন?

     (A) মানো

     (B) স্টিল ম্যান

     (C)  জন মার্শাল

     (D) উপরের সব গুলি

স্যার জন মার্শাল


12. আলমগীরপুর কোথায় অবস্থিত -

     (A) হরিয়ানা

     (B) রাজস্থান

     (C) পাঞ্জাব

     (D) উত্তর প্রদেশ

উত্তরপ্রদেশ


13.মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলত ?

     (A) সিন্ধু

     (B)ইন্ডিজ

     (C)মেলুহা

     (D) তেলুহা

মেলুহা


14.বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত ?

     (A) রাজস্থানে

     (B)পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়

     (C)পাকিস্তান-ইরান সীমান্তে

     (D)সিন্ধু প্রদেশের লারকানা জেলায়

পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়


15. নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার লোকজন  জানতো না ?

     (A) তরবারি

     (B)লোহা

     (C)ঘোড়া

     (D)উপরের সবকটি

উপরের সবকটি


16.বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত?

     (A) গুজরাট

     (B)হরিয়ানা

     (C)রাজস্থান

     (D)পাঞ্জাব

হরিয়ানা


17.নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি ?

     (A) মন্দির

     (B)নগর-প্রাচীর

     (C)শস্যাগার

     (D)স্নানাগার

মন্দির


18.সিন্ধু মানুষের অলঙ্কারগুলি গঠিত হয়েছিল?

     (A) স্বর্ণ ও রৌপ্য

     (B)কপার এবং ব্রোঞ্জ

     (C)মূল্যবান প্রস্তর

     (D)উপরোক্ত সমস্ত

উপরোক্ত সমস্ত


19.রংপুর কোথায় অবস্থিত ছিল ?

     (A) উত্তর প্রদেশ

     (B)গুজরাত

     (C)সিন্ধু

     (D)রাজস্থানে

গুজরাত


20.হরপ্পা ও মহেঞ্জোদাড়োতে যখন প্রত্নতাত্বিক খননকার্য চালানো হয়, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান ছিলেন

     (A) রাখালদাস বন্দ্যোপাধ্যায়

     (B)মার্টিমার হুইলার

     (C)দয়ারাম সাহানি

     (D)জন মার্শাল

জন মার্শাল


Read More...         PART - 2  p👉পশ্চিমবঙ্গ পুলিশ Gk mock - Click Here


👉Daily Current Affairs - Click Here


GK Mock Test👉

Click Here

Gegraphy MCQ👉

Click Here

Wbcs & Wbp GK👉

Click Here

History MCQ 👉

Click Here

Post a Comment

0 Comments