Indian History Mcq | হরপ্পা সভ্যতা | Part 2

 Harappa civilization | হরপ্পা সভ্যতা




Indus Valley Civilization


হরপ্পা বা সিন্ধু সভ্যতা
   

নমস্কার,

Ugc Net, Set, Wbcs, Psc, Upsc, Wbp Si, Wbp Constable, kolkata police, Ssc, Rail, Cgl,  Group c & D এবং বিভিন্ন Competitive exam এর জন্য GK GHOR এর পক্ষ থেকে আপনাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাস এর উপর থেকে হরপ্পা বা সিন্ধু সভ্যতার বেশ কিছু প্রশ্নোত্তর। আজকের এই Ancient Indian History এর উপর থেকে Indus Valley Civilization এর যে MCQ Question Answer গুলো দেওয়া হয়েছে, সেগুলি বিভিন্ন ভালো বই থেকে সংগ্রহ করা হয়েছে। Indian History এর এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন পরীক্ষায় আসার মতো কমন যোগ্য। তাই আপনাদের সফলতার জন্য আমরা ইতিহাসের প্রত্যেক অধ্যায় থেকে যথা সম্ভব Questions Answers দিয়ে দেওয়া হবে। এর আগের পর্বে Part - 1 আমরা অনেক গুলি প্রশ্নোত্তর দিয়েছি।  আপনারা অবশ্যই Part - 1 এর প্রশ্নোত্তর গুলি দেখে নিবেন। পরবর্তী প্রশ্নোত্তর পেতে সঙ্গে থাকুন। 


Indian History Mcq Questions Answers- Indus Valley Civilization


                                                      

1.কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল

     (A) প্যলিওলিথিক যুগ

     (B)লৌহ যুগ

     (C)ব্রোঞ্জ যুগ

     (D)নিওলিথিক যুগ

ব্রোঞ্জ যুগ


2.নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের সমুদ্রবন্দরের নাম

     (A) লোথাল

     (B)হরপ্পা

     (C)মহেঞ্জোদারো

     (D)কোনটিই নয়

লোথাল


3.হরপ্পা সভ্যতার আবিস্কারক হলেন

     (A) জেমস প্রিন্সেপ

     (B)ভিনসেন্ট স্মিথ

     (C)আর. ডি. ব্যানার্জী

     (D)দয়ারাম সাহানি

দয়ারাম সাহানি


4.হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল

     (A) চেনাব

     (B)রাভি

     (C)শতদ্রু

     (D)সিন্ধু

রাভি


5.রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

     (A) লোথাল

     (B) কালিবঙ্গাল

     (C) সুকতাজেন্ডার

     (D) মহেঞ্জদাড়ো

কালিবঙ্গাল


6.প্রায় কতবছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল ?

     (A) ৪০০০

     (B)৫০০০

     (C)২০০

     (D)কোনটিই নয়

৫০০০


7.হরপ্পা সভ্যতার কালিবঙ্গান অঞ্চলটি কোন নদীর উপরে ভিত্তি ছিল

     (A) ইরাবতী

     (B)রাভি

     (C)ঘর্ঘরা

     (D) সিন্ধু

ঘর্ঘরা


8.হরপ্পা সভ্যতার বেশীরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত?

     (A) গুজরাট

     (B)হরিয়ানা

     (C)উত্তর প্রদেশ

     (D)পাঞ্জাব

গুজরাট


9. নিম্নলিখিত কোন বিশেষ ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হত না?

     (A) সোনা

     (B)তামা

     (C)রূপা

     (D)লোহা

লোহা

👉পশ্চিমবঙ্গ পুলিশ Gk mock - Click Here


10.ধোলাভিরা কোথায় ছিল?

     (A) উত্তর প্রদেশ

     (B)গুজরাট

     (C)ভারতীয় পাঞ্জাব

     (D)সিন্ধু

গুজরাট


11.পশুপতি (শিব) এর আশেপাশে কোন প্রাণী ছিল না?

     (A) সিংহ

     (B)হরিণ

     (C)হাতি

     (D)বাঘ

সিংহ


12.মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত?

     (A) লোথালে

     (B)পাঞ্জাবের মন্টগোমারিতে

     (C)লাহোরে

     (D)সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়

সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়


13.সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি?

     (A) বিষ্ণু

     (B)অগ্নি

     (C)ইন্দ্র

     (D)পশুপতি

পশুপতি


14.সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়?

     (A) লোথাল

     (B)ধোলাভিরা

     (C)মহেঞ্জোদারো

     (D)হরপ্পা

মহেঞ্জোদারো


15.সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষ নিদর্শন পাওয়া যায়-

     (A) কালিবঙ্গান

     (B)লোথাল

     (C)রোপার

     (D)হরপ্পা

লোথাল


16.মহেঞ্জোদরোর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত ?

     (A) ৭ ফুট

     (B)৮ ফুট

     (C)৯ ফুট

     (D)১০ ফুট

৮ ফুট


17.হরপ্পা লিপির সম্ভাব্য ধরণ ছিল ?

     (A) সংস্কৃত

     (B)প্রটো দ্রাবিড়

     (C)পিক্টোগ্রাফি

     (D)সুমেরিও

পিক্টোগ্রাফি


18. বোনা কাপড়ের একটি টুকরা সিন্ধু সভ্যতার কোন শহরে পাওয়া গেছে -

     (A) আলমগীরপুর

     (B)রংপুর

     (C)কাশ্মীর

     (D)মহেঞ্জোদারো

মহেঞ্জোদারো


19.হরপ্পা সভ্যতার বাড়ীঘর কি দিয়ে তৈরী ছিল ?

     (A) কাঠ

     (B)পাথর

     (C)ইট

     (D)কোনটিই নয়

ইট


20. হরপ্পার বাসিন্দারা কোন দেশের লোকেদের সঙ্গে ভাল বাণিজ্যিক সম্পর্ক ছিল ?

     (A) গ্রীস

     (B)মিশর

     (C)চীন

     (D)মেসোপটেমিয়া

মেসোপটেমিয়া


👉PART - 1


GK Mock Test👉

Click Here

Gegraphy MCQ👉

Click Here

Wbcs & Wbp GK👉

Click Here

History MCQ 👉

Click Here

Post a Comment

0 Comments