Gk in bengali | SET - 2 | wbcs | পশ্চিমবঙ্গ পুলিশ | bengali gk mcq

GK IN BENGALI FOR WBCS & WBP


www.gkghor.in




Hello বন্ধুরা,

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ গুরুত্ব পূর্ণ GK প্রশ্ন উত্তর Set - 2। এর আগের gk Set - 1 আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি। আজকে আপনাদের জন্য দেওয়া হল gk Set - 2 এর প্রশ্ন উত্তর। আপনারা যদি আগের প্রশ্নোত্তর গুলি না দেখ থাকেন তাহলে অবশ্যই দেখবেন, চাইলে ডাউনলোড ও করে নিতে পারেন। এই gk প্রশ্ন উত্তর গুলি পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs, এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন source সংগ্রহ করা বাছাই করা প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। 


আজকের Gk Set - 2 বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নোত্তর গুলি শুধু মাত্র আপনাদের জন্য তৈরী করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs এর জন্য যে gk প্রশ্ন উত্তর গুলি দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্ন গুলোর কম করে 50% প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এই প্রশ্ন উত্তর গুলির প্রায় 80% বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য  Common যোগ্য। নিচে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন। আপনারা চাইলে pdf নিচের Link থেকে ডাউনলোড করে নিতে পারেন।  


   

General Knowledge Question Answer


1)  নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম -?

অমর কন্টক  

সারামতী

গুরুশিখর  

 দোদাবেতা

উত্তরঃ দোদাবেতা


2) মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল-

ধূপগড়

 অমরকন্টক

 গুরুশিখর 

 দাফাবুম

উত্তরঃ অমরকন্টক


3) সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

পশ্চিমবঙ্গ

 আসাম

 সিকিম

 ওড়িশা

উত্তরঃ ওড়িশা


4)  কফি গবেষনা কেন্দ্র  অবস্থিত কোথায় ?

দেরাদুন এ

 কটক এ

 নাগপুর  এ

কাসারগড় এ

উত্তরঃ কাসারগড় এ

(5)  কেন্দ্রীয় মহাকাশ গবেষনাগার কোথায় অবস্থিত?

 শ্রীহরিকোটা

 কোলকাতা

 থুম্বা  

 কচ্ছ  

উত্তরঃ থুম্বা


6)  বস্ত্র গবেষনাগার কোথায় অবস্থিত ?

 শিলং

দিল্লী

আমেদাবাদ  

পুণে  

উত্তরঃ পুণে


7) গির অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?

 সিংহ

 গণ্ডার

 হাতি

 সাপ

উত্তরঃ সিংহ


8) করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?  

কেরালা

 গুজরাট

 উত্তরাখণ্ড

মণিপুর

উত্তরঃ উত্তরাখণ্ড


9) ভারতের সর্ববৃহত বাঘ্র্য সংরক্ষণ কেন্দ্র কোনটি?

নামেরি

 পেরিয়ার

 নাগার্জুন সাগর

 বাল্মিকী

উত্তরঃ নাগার্জুন সাগর


(10) নিন্মলিখিতগুলির মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়?

জল

খনিজ লবণ

 ফ্যাট

 শর্করা

উত্তরঃ শর্করা


11নীচের কোনটি  ফিতা কৃমির রেচন অঙ্গ?

 সবুজ গ্রন্থী

নেফ্রিডিয়া কোষ

 ফ্লেম কোষ

কোনটিই নয়

উত্তরঃ ফ্লেম কোষ


12) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?

ডঃ জাকির হোসেন

ডঃ ভি ভি গিরি

 জি এস পাঠক

 ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


(13) বার্ড ফ্লু ভাইরাসের নাম কি?

 H1N1

H5N1

N1N1

 কোনটাই নয়

উত্তরঃ H5N1


(14) আরশোলার রেচন অঙ্গের নাম কি?

ফ্লেম কোষ

 ম্যালপিজিয়াম নালিকা

 সবুজ গ্রন্থি

কোনটাই নয়

উত্তরঃ ম্যালপিজিয়াম নালিকা


(15প্রাচ্যের বুলবুল কাকে বলা হয়ে থাকে ?

দাদাভাই নৌরজীকে

 সরোজিনী নাইডুকে

 হুসেন শাহকে

উপরের কোনটি নয়

উত্তরঃ সরোজিনী নাইডুকে



(16) “বাংলার বাঘ” নামে কে পরিচিত?

 সুভাষ চন্দ্র বসু

রাসবিহারী বসু

 আশুতোষ মুখার্জী

 উপরের কোনটাই নয়

উত্তরঃ আশুতোষ মুখার্জী


17) ফল পাকানোর জন্য নীচের কোন রাসায়ানিক ব্যবহার করা হয়?

ইথিলিন

 বেঞ্জিন

ফরম্যালডিহাইড

 ক্লোরফর্ম

উত্তরঃ ইথিলিন


18) বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল ___

 সোডিয়াম হাইড্রাক্সাইড

 ক্যালসিয়াম কার্বোনেট

 সোডিয়াম বাই কার্বোনেট

 ক্যালসিয়াম হাইড্রাক্সাইড

উত্তরঃ সোডিয়াম বাই কার্বোনেট


19) উষ্ণতার বা তাপমাত্রার এস আই একক কোনটি?

 সেলসিয়াস

 ফারেনহাইট

 কেলভিন

 কোনটিও নয়

উত্তরঃ কেলভিন


(20) নীচের কোনটি ধাতু?

 জল

 পারদ

তেল

সালফিউরিক অ্যাসিড

উত্তরঃ পারদ


(21) ছৌ কোথাকার লোকনৃত্য?

 পশ্চিমবঙ্গ এর

জম্মু কাশ্মীর এর

 উত্তরাখণ্ড এর

 উপরের কোনটাই নয়

উত্তরঃ  পশ্চিমবঙ্গ এর


(22) “কোলাট্টামকোথাকার লোকনৃত্য?

গুজরাট

উত্তরপ্রদেশ

 তামিলনাড়ু

 উপরের কোনটিও নয়

উত্তরঃ  তামিলনাড়ু


👉👉GK PART - 1                     Previous


আপনারা যদি সম্পূর্ণ পর্বের pdf টি ডাউনলোড করতে চান তাহলে নিচের দেওয়া Link চাপ দিন-


👉 Click here to download   PDF  

Post a Comment

0 Comments